ইভিএমের পর্দা নামছে, ব্যালটে ফিরছে গণতন্ত্রের লড়াই

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১০ ২০:১১:৩০
ইভিএমের পর্দা নামছে, ব্যালটে ফিরছে গণতন্ত্রের লড়াই

শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, স্থানীয় সরকার নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) আর ব্যবহার করা হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে পুরোটাই কাগজের ব্যালটে ফেরার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, “কমিশন সিদ্ধান্ত নিয়েছে—জাতীয় নির্বাচন তো বটেই, স্থানীয় সরকারের বিভিন্ন ধাপের নির্বাচনেও ইভিএম আর ব্যবহৃত হবে না। কাগজের ব্যালটে ভোট গ্রহণ হবে।”

তিনি আরও জানান, চলতি জুলাইয়ের শেষ নাগাদ অথবা আগস্টের প্রথম সপ্তাহে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। প্রবাসী ভোটারদের জন্য আলাদা রেজিস্ট্রেশন প্রকল্প হাতে নিচ্ছে নির্বাচন কমিশন।

এছাড়া পোস্টাল ব্যালট পদ্ধতির ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪৮ কোটি টাকা বলে জানান তিনি।

ইসির এই ঘোষণাকে কেন্দ্র করে আগামী জাতীয় নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনেও ব্যালট ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ