হুতিদের ব্যালিস্টিক হামলায় ইসরাইলগামী জাহাজ ধ্বংস

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১০ ১২:২৪:০৬
হুতিদের ব্যালিস্টিক হামলায় ইসরাইলগামী জাহাজ ধ্বংস

লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলায় আবারও একটি বাণিজ্যিক কার্গো জাহাজ ডুবে গেছে। ‘এটারনেটিসি’ নামের লাইবেরিয়ান পতাকাবাহী ওই জাহাজে থাকা ২৫ জন নাবিকের মধ্যে চার জন নিহত হয়েছেন এবং ১৫ জন এখনো নিখোঁজ। জীবিত উদ্ধার করা হয়েছে ছয় জনকে।

ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতিরা জানিয়েছে, ইসরাইলের একটি বন্দরের উদ্দেশে যাওয়ার কারণে জাহাজটিকে তারা লক্ষ্যবস্তু বানায়। গত ৪৮ ঘণ্টার মধ্যে এটি হুতিদের হামলায় দ্বিতীয় জাহাজ ডুবার ঘটনা।

বুধবার ইয়েমেন উপকূলের কাছে হামলার শিকার হয় মালবাহী জাহাজ ‘এটারনেটিসি’। হুতিরা দাবি করেছে, তারা ছয়টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একাধিক মনুষ্যবিহীন নৌযান ব্যবহার করে হামলা চালায়। হামলার আগে জাহাজটির ক্রুদের সরিয়ে নেওয়ার সময়ও দেওয়া হয়েছিল বলে দাবি করে গোষ্ঠীটি।

জানা গেছে, হামলার সময় জাহাজটি সুয়েজ খালের দিকে অগ্রসর হচ্ছিল। ওই জাহাজে বিভিন্ন দেশের নাগরিকসহ মোট ২৫ জন নাবিক ছিলেন।

এর আগের দিনই হুতিরা আরেকটি কার্গো জাহাজ ‘ম্যাজিক সিজনাম’-এ হামলা চালিয়ে সেটিকে পুরোপুরি ডুবিয়ে দেয়। আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলো এই ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, গাজা যুদ্ধকে কেন্দ্র করে হুতিরা ইসরাইলের সঙ্গে সম্পর্ক আছে এমন সন্দেহভাজন সব জাহাজকেই হামলার লক্ষ্যবস্তু করছে। চলতি বছরেই তারা শতাধিক সামুদ্রিক হামলা চালিয়েছে, যার ফলে লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ