তরুণ ভোটারদের জন্য আলাদা বুথের ভাবনা সরকারের

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৯ ২১:৩৬:৩১
তরুণ ভোটারদের জন্য আলাদা বুথের ভাবনা সরকারের

তরুণ ভোটারদের জন্য আলাদা বুথের চিন্তা করছে সরকার—এমন তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, ১৮ থেকে ৩২ বছর বয়সী ভোটারদের জন্য পৃথক বুথ স্থাপনের বিষয়ে আলোচনা চলছে।

বুধবার (৯ জুলাই) রাত ৮টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত অগ্রগতি তুলে ধরতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টা বারবার বলেছেন, এই নির্বাচন যেন লোক দেখানো না হয়। সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে, যেখানে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।”

নির্বাচনে ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে বলে জানান প্রেস সচিব। এর মধ্যে আনসার সদস্য থাকবেন প্রায় ৫ লাখ, পুলিশ সদস্য ১ লাখ ৭০ হাজার।

এছাড়া, বাংলাদেশ সেনাবাহিনীকে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে দায়িত্ব পালনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। যদিও সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বহাল থাকবে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি প্রেস সচিব।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ