আগামী জাতীয় নির্বাচন সামনে, ডিসেম্বরে মাঠে প্রস্তুতি চান প্রধান উপদেষ্টা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৯ ২০:২৬:৪২
আগামী জাতীয় নির্বাচন সামনে, ডিসেম্বরে মাঠে প্রস্তুতি চান প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্পূর্ণ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।রবিবার (৯ জুলাই) রাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টাদের প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার ও প্রস্তুতি শেষ হলে রোজার আগেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরপর থেকে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে।

এ বিষয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বারবার উল্লেখ করেছেন, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে, গত ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এ ঘোষণা রাজনীতিতে নির্বাচনি তীব্রতার সংবেদন যোগ করেছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ