মাদরাসা শিক্ষার স্বাতন্ত্র্য রক্ষায় আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান ধর্ম উপদেষ্টার

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৯ ১৬:৪৮:২৬
মাদরাসা শিক্ষার স্বাতন্ত্র্য রক্ষায় আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান ধর্ম উপদেষ্টার

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মাদরাসা শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে দৃঢ় আন্দোলন চালিয়ে যেতে হবে। বুধবার (৯ জুলাই) রাজধানীর আইডিইবি মিলনায়তনে ‘টেকসই উন্নয়নে আলিয়া মাদরাসা শিক্ষা ধারা: চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সেমিনারটি আয়োজিত হয়েছিল বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে।

ড. খালিদ বলেন, মাদরাসা শিক্ষা একটি বিশেষায়িত শিক্ষাব্যবস্থা যা রক্ষা করা অপরিহার্য। আধুনিকতার ছদ্মবেশে এ শিক্ষাব্যবস্থা ধ্বংস হতে দেওয়া যাবে না। মাদরাসার ঐতিহ্য ও স্বাতন্ত্র্য বজায় রাখতে হবে এবং এর অতীত গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।

তিনি আরও জানান, আলিয়া মাদরাসা শিক্ষাব্যবস্থা দীর্ঘদিন ধরে ভারতীয় উপমহাদেশে ইসলামী জ্ঞানচর্চা, মূল্যবোধ বিকাশ ও চিন্তাধারার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিছু ত্রুটি থাকলেও এর অবদান অস্বীকারযোগ্য নয়।

উপদেষ্টা মাদরাসা শিক্ষার্থীদের হতাশ না হয়ে আশাবাদী থাকার পরামর্শ দিয়ে বলেন, যারা মাদরাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি উল্লেখ করেন, গত ১৬ বছর মাদরাসা শিক্ষাকে নানাভাবে অবহেলা করা হয়েছে। বিশেষ করে ইসলামিক স্টাডিজ, আরবি সাহিত্য ও ইসলামের ইতিহাসের মতো বিষয়গুলোতে নেতিবাচক মনোভাব দেখানো হয়েছে। তবে এখন এসব বিষয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় এসেছে, যা মাদরাসা শিক্ষাব্যবস্থার উন্নয়নের জন্য ইতিবাচক পদক্ষেপ।

সেমিনারের প্রধান আলোচক ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামসুল আলম। এছাড়া বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সেমিনারে শতাধিক ইসলামি পণ্ডিত, আলেম-ওলামা ও মাদরাসা শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ