বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা, সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ তুর্কি প্রতিনিধির

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৯ ১৫:৩৭:১০
 বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা, সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ তুর্কি প্রতিনিধির

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের সেক্রেটারি প্রফেসর হালুক গরগুন। মঙ্গলবার (৮ জুলাই) সেনা সদরদপ্তরে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

প্রফেসর গরগুন বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে কারিগরি ও কৌশলগত সহায়তা প্রদানের আগ্রহ ব্যক্ত করেন। তিনি জানান, তুরস্ক প্রতিরক্ষা খাতে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।

সাক্ষাতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্কের সহযোগিতায় দেশে আধুনিক যুদ্ধসরঞ্জাম উৎপাদন এবং প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

উভয় পক্ষই ভবিষ্যতে প্রশিক্ষণ, প্রযুক্তি স্থানান্তর এবং যৌথ উদ্যোগের মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ