গরমে শুধু নিজেদের নয়, ভাবুন পশুপাখির কথাও

জীবনযাপন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৩ ১০:২৬:০৯
গরমে শুধু নিজেদের নয়, ভাবুন পশুপাখির কথাও

সত্য নিউজ: বাড়ছে গরম, ঝুঁকিতে মানুষ ও প্রাণী—আপনার একটু সচেতনতাই হতে পারে বড় সহায়তা

তীব্র গরমে আমরা ছায়া খুঁজি, পানি খুঁজি—ঘরে ফিরি ফ্যানের নিচে। কিন্তু পথের রিকশাচালক, গরিব পথশিশু কিংবা অবলা প্রাণীরা খুঁজে পায় না তেমন কিছুই। আমাদের মতো তাঁদের বা ওদেরও রয়েছে তৃষ্ণা, ক্লান্তি আর অস্বস্তি। এই প্রেক্ষাপটেই প্রাণী অধিকারকর্মী ড. ফারজানা শম্পা মনে করিয়ে দেন, ‘পৃথিবী কেবল মানুষের জন্য নয়, অন্য প্রাণীর জন্যও।’

ঘরের নিচে একটি পানির কলের ব্যবস্থা করা যেতে পারে পথচারীদের জন্য। পাশাপাশি ছোট একটি পাত্রে কুকুর, বিড়াল, পাখিদের জন্যও রাখা যেতে পারে ঠান্ডা পানি ও খাবার। তবে প্রতিদিন সেই পানি বদলে দেওয়া এবং পাত্রটি পরিষ্কার রাখা খুব জরুরি, যাতে মশা বা জীবাণু জন্ম না নেয়।

বারান্দা বা ছাদে পাখিদের জন্য ছোট পাত্রে পানি রাখুন। কোনো প্রাণী ছায়া খুঁজে আশ্রয় নিতে এলে যেন ভয় না পায় বা আঘাত না পায়, সেদিকে খেয়াল রাখুন।

পোষা প্রাণীর জন্য বিশেষ যত্ন

যাঁরা ঘরে প্রাণী পোষেন, তাঁদের দায়িত্ব আরও বেশি। প্রাণীরা পুরোপুরি নির্ভর করে মানুষের যত্ন ও সুরক্ষার ওপর। ফারমিলিয়ন ভেটেরিনারি ক্লিনিকের প্রাণিচিকিৎসক ডা. ফাতিহা ইমনূর জানালেন কিছু জরুরি পরামর্শ—

পানি ও খাবার:* প্রাণীর কাছে সবসময় পরিষ্কার পানি রাখুন।

* দিনে ২-৩ বার পানি বদলে দিন।

* গরমে শুকনা খাবার কম দিন, বরং হালকা ঝোলজাতীয় সেদ্ধ খাবার দিন।

* ভেজা খাবার বা ওয়েট ফুড ফ্রিজে রাখুন, তবে গরম নয়; খাওয়ানোর আগে কিছুক্ষণ বাইরে রাখুন।

ঠান্ডা রাখার পদ্ধতি:* প্রাণীর গায়ে ও মাথায় ভেজা কাপড় দিয়ে আলতো করে মুছিয়ে দিন।

* ঠান্ডা পানি নয়, স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করুন।

* কান যেন ভিজে না যায়, খেয়াল রাখুন।

* এসি না থাকলে ৩-৪ দিন পর পর গোসল করান, তবে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে উপযুক্ত শ্যাম্পু ব্যবহার করুন।

লোম ও আবাসস্থল:* লম্বা লোমবিশিষ্ট প্রাণীর লোম ট্রিম করানো যেতে পারে চিকিৎসকের পরামর্শে।

* প্রাণীর শোবার জায়গা দিনে কয়েকবার পানি দিয়ে মুছে দিন।

* ফ্যানের নিচে যেন প্রাণী সরাসরি না থাকে, খেয়াল রাখুন।

বাইরে নেওয়ার সময়:* গরম কমার সময় (সকাল-বিকেল) বাইরে নিয়ে যান।

* প্রাণীকে গাড়িতে একা রেখে কোথাও যাবেন না।

অসুস্থতা ও সুরক্ষা

প্রাণীরা খাওয়া বন্ধ করলে, কুঁকড়ে থাকলে বা অসুস্থ মনে হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। গরমে হিটস্ট্রোকের ঝুঁকি থেকে যায়। এলাকার পথপ্রাণীদের জন্যও টিকা নিশ্চিত করা ভালো। তবে গরমে টিকা দেওয়ার আগে ভেটেরিনারির পরামর্শ নেওয়া জরুরি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ