‘মিডিয়া মাফিয়া’ মন্তব্যে অবস্থানে অটল হাসনাত আবদুল্লাহ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৮ ২০:৩৪:২১
‘মিডিয়া মাফিয়া’ মন্তব্যে অবস্থানে অটল হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের অন্যতম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ একটি “মিডিয়া মাফিয়া” হিসেবে কাজ করছে। তিনি দাবি করেন, একটি মাফিয়া গ্রুপের বিরুদ্ধে তাঁর ‘যৌক্তিক বক্তব্য’কে কিছু সাংবাদিক “গণমাধ্যমের প্রতি হুমকি” হিসেবে প্রমাণের অপচেষ্টা করছেন।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

হাসনাত বলেন, বসুন্ধরা গ্রুপ বহু বছর ধরে “ভূমিখেকো, হত্যা মামলার আসামি ও মিডিয়া মাফিয়া” হিসেবে পরিচিত। তাঁর ভাষ্য, “আমি আমার বক্তব্যে যা বলেছি, তা স্পষ্টভাবে বলেছি। আমি বসুন্ধরা গ্রুপের কর্তৃপক্ষকে হুঁশিয়ার করেছি যেন তারা অভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার ও ঘৃণার প্রচারণা বন্ধ করে এবং পেশাদার সাংবাদিকতায় ফিরে আসে।”

তিনি দাবি করেন, তিনি কখনোই স্বাধীন গণমাধ্যমকে হুমকি দেননি, বরং স্বাধীন গণমাধ্যমের পক্ষে সোচ্চার একজন ব্যক্তি। কিন্তু ফ্যাসিবাদের সহচরদের প্ল্যাটফর্ম দেওয়াকে তিনি মেনে নিতে নারাজ।

তিনি অভিযোগ করেন, “চব্বিশের জুলাই–আগস্টে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিলেন, তাদের কেউ কেউ এখন সেই পতিত ফ্যাসিস্টদের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক মেশিনারি সচল করতে সাহায্য করছেন।”

গতকাল জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ূব ভূঁইয়া এক বিবৃতিতে গণমাধ্যমকে হুমকি দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এই বিবৃতি নিয়েও কঠোর সমালোচনা করেন হাসনাত আবদুল্লাহ।

তিনি প্রশ্ন তোলেন, “চব্বিশের গণহত্যার সময় যখন দেড় হাজারের বেশি ছাত্র–জনতাকে গুলি করে হত্যা করা হয়েছিল, তখন কি প্রেসক্লাবের নেতারা কোনো বিবৃতি দিয়েছিলেন?”

তিনি আরও দাবি করেন, প্রেসক্লাবের বর্তমান নেতারা বসুন্ধরার পক্ষে বিবৃতি দিয়ে দায়িত্বজ্ঞানহীন ভূমিকা পালন করছেন এবং গণমাধ্যমকে মুক্ত করার চেয়ে বরং ‘মাফিয়াদের সঙ্গে যোগসাজশে’ নিজেদের অবস্থান সুসংহত করছেন।

হাসনাত অভিযোগ করেন, কিছু সাংবাদিক ব্যক্তিগত স্বার্থে ও চাকরি রক্ষার্থে তাঁর বক্তব্যকে বিকৃত করে প্রচার করছেন। “গণমাধ্যমকে হুমকির প্রতিবাদে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি” নামে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানে তিনি “আওয়ামী তথ্যসন্ত্রাসীদের” নাম দেখেছেন বলে দাবি করেন।

তাঁর ভাষায়, “এই তথাকথিত বিবৃতি ফ্যাসিস্ট খুনিদের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক শক্তিকে পুনরুজ্জীবিত করছে।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ