২ অক্টোবর থেকে সচিবালয়ে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৮ ২০:১৯:৫৪
২ অক্টোবর থেকে সচিবালয়ে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক

আগামী ২ অক্টোবর ২০২৫ থেকে বাংলাদেশ সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক পণ্যের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। নিষেধাজ্ঞা কার্যকরের লক্ষ্যে আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসকে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুতির সময় হিসেবে নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ের অর্থ বিভাগের মাল্টিপারপাস হলরুমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘Sustainable Plastic Use in the Secretariat: A Future for Single-Use Plastic Free Environment’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “প্লাস্টিক দূষণ একটি বৈশ্বিক সমস্যা। এটি মোকাবেলায় আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একাত্ম হয়ে কাজ করতে হবে। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনাকেও গুরুত্ব দিয়ে বিবেচনায় আনতে হবে।”

তিনি আরও বলেন, “এই উদ্যোগ শুধু বর্তমানের জন্য নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার লক্ষ্যেই নেওয়া হচ্ছে।”

সেমিনারে সভাপতির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ বলেন, “সকল মন্ত্রণালয়ের সম্মিলিত প্রচেষ্টায় সচিবালয়কে পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা হবে। খুব দ্রুতই একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে।”

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (UNIDO) বাংলাদেশ প্রতিনিধি ড. জাকি উজ জামান।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ) ড. ফাহমিদা খানম। এতে সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর প্রভাব ও বিকল্প ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে পরিবেশ সচিব মন্ত্রিপরিষদ সচিবের হাতে ১৭টি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রীর সচিত্র তালিকা তুলে দেন। পাশাপাশি, সচিবরা পান সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিকল্প সামগ্রী।

কী কী সামগ্রী নিষিদ্ধ হচ্ছে?

সরকার ইতিমধ্যে ১৭ ধরনের পণ্যকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক হিসেবে চিহ্নিত করেছে। এগুলোর মধ্যে রয়েছে—

প্লাস্টিকের কাপ, প্লেট, চামচ

প্লাস্টিক মোড়ক ও দাওয়াত কার্ড

স্টাইরোফোমের খাবার পাত্র

চকলেট ও চিপসের মোড়ক

পাতলা প্লাস্টিকের মোড়ক

প্লাস্টিক বোতল, ক্যাপ ও ব্যানার ইত্যাদি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ