গাজা যুদ্ধে উত্তেজনার মাঝে ইয়েমেন থেকে ইসরাইলের প্রতি ক্ষেপণাস্ত্র হামলা

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৬ ১৪:৩৫:১৫
গাজা যুদ্ধে উত্তেজনার মাঝে ইয়েমেন থেকে ইসরাইলের প্রতি ক্ষেপণাস্ত্র হামলা

রোববার ইয়েমেন থেকে ইসরাইল-অধিকৃত দখলকৃত পশ্চিম তীর এলাকায় একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এতে বেশ কিছু এলাকায় সতর্কতা সাইরেন বাজানো হয় এবং তেলআবিবের বেন-গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে সকল ফ্লাইট স্থগিত রাখা হয়।

স্থানীয় ফিলিস্তিনি গণমাধ্যম ও ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানায়, ইয়েমেনের ভূখণ্ড থেকে মধ্যাঞ্চলসহ পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা সতর্ক অবস্থানে আসে। হিব্রু ভাষার সংবাদ মাধ্যমের তথ্যে জানা যায়, ক্ষেপণাস্ত্র হামলার ফলে কুদস শহরের নিকটস্থ বেইত শেমেশ শহরের আশপাশে আগুন লেগেছে।

তবে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ওই ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং সন্ত্রাসী হামলার চেষ্টা ব্যর্থ হয়েছে। ইয়েমেনের হুথি আন্দোলন আনসারুল্লাহ এ ঘটনায় এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

এটি গাজা যুদ্ধে নবগঠিত উত্তেজনার মধ্যে ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে ইসরাইলের বিরুদ্ধে চালানো একাধিক ক্ষেপণাস্ত্র হামলার অংশ হিসেবে দেখা হচ্ছে। বৃহস্পতিবারও ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছিল, ইয়েমেন থেকে নিক্ষেপিত ক্ষেপণাস্ত্র তাদের রাডার সিস্টেমে শনাক্ত হয়েছে।

এই হামলার পেছনে ইয়েমেনি বাহিনী ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের সমর্থন জানানোর উদ্দেশ্য বলেও মনে করা হচ্ছে।সূত্র: মেহের নিউজ

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ