বাংলাদেশে জঙ্গিবাদের কোনো ভিত্তি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৬ ১৪:০৮:৩৮
বাংলাদেশে জঙ্গিবাদের কোনো ভিত্তি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই।” তিনি আরও জানান, বিদেশে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ‘জঙ্গি’ ট্যাগ দেওয়ার অভিযোগ সঠিক নয়।

রবিবার (৬ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো শাখা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “মালয়েশিয়ায় যে তিনজন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, তারা কেউ জঙ্গি নন। ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদের দেশে ফিরতে হয়েছে। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে।”

মালয়েশিয়ার পুলিশের মহাপরিদর্শক যে পাঁচ বাংলাদেশির জঙ্গি সম্পৃক্ততার কথা বলেছেন, এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা জানান, “তারা এখনও দেশে আসেননি। তাদের বিষয়ে সরকারি পর্যায়ে যোগাযোগের চেষ্টা চলছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত তাদের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।”

মালয়েশীয় পুলিশের জঙ্গি সম্পৃক্ততার দাবির বিষয়ে উপদেষ্টা বলেন, “তাদের আইজিপি কী বলেছেন, আমি জানি না। আমরা এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বার্তা পাইনি। বিভিন্ন মাধ্যমে যে তথ্য এসেছে, তা নিয়েই পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে।”

বাংলাদেশে বর্তমানে জঙ্গিবাদের অবস্থা সম্পর্কে তিনি বলেন, “গত ১০ বছরে দেশে কোনো জঙ্গি তৎপরতার খবর পাওয়া যায়নি। মিডিয়া জঙ্গিবাদ নির্মূলে যে ভূমিকা রেখেছে, তা গুরুত্বপূর্ণ। আপনাদের (সাংবাদিকদের) সহযোগিতায়ই জঙ্গিবাদ নির্মূল সম্ভব হয়েছে।”

শেষে তিনি বলেন, “কিছু মহল বাংলাদেশকে জঙ্গি তকমা দেওয়ার চেষ্টা করলেও বাস্তবতা ভিন্ন। এসব বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় উপযুক্ত বক্তব্য দিতে পারবে।”

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ