নীলফামারীতে হাঁড়িভাঙা আমে ভরপুর মৌসুম, ব্যস্ততা পাইকারি বাজারে

রংপুর ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৫ ১০:৫০:০২
নীলফামারীতে হাঁড়িভাঙা আমে ভরপুর মৌসুম, ব্যস্ততা পাইকারি বাজারে

নীলফামারী ও আশপাশের এলাকায় মৌসুমি আমের বাজারে প্রাণচাঞ্চল্য ফিরেছে। পাইকারি ও খুচরা বিক্রিতে জমে উঠেছে হাঁড়িভাঙা, আম্রপালি, বারী-৪ ও অন্যান্য জাতের আম। বর্তমানে হাঁড়িভাঙা আম প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা খুচরা বাজারে কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে।

জেলার সৈয়দপুরের রেলঘুনটি এলাকার বাজারে এবং শহরের বিভিন্ন স্থানে প্রতিদিন সকাল থেকে শুরু হয় আম বেচাকেনা। বিশেষ করে রংপুরের বদরগঞ্জে স্টেশন রোড এলাকায় ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত বসছে বড় পাইকারি বাজার। এখান থেকে আম দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সরবরাহ করা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে।

পাইকারি বাজারে প্রতিমণ হাঁড়িভাঙা আম বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৬০০ টাকায়। স্থানীয় কৃষক অহিদুল হক জানান, শুরুর দিকে ভালো দাম পেলেও বর্তমানে কিছুটা দাম কমেছে। তবে বাজারে সরাসরি উপস্থিত হয়ে বিক্রির সুবিধায় আমদানি বেড়েছে।

ব্যবসায়ী ও উদ্যোক্তা জাহিদুল ইসলাম বলেন, “একসময় রিকশা চালালেও এখন বাগান করে ও অনলাইনে আম বিক্রি করে স্বাবলম্বী হয়েছি। আমার বাগানে অনেক বেকারও কাজ করছে।”

সৈয়দপুর-পার্বতীপুর সড়কের কেলোকার সামনে, বদরগঞ্জ-পার্বতীপুর সড়কের ডারারপাড়সহ বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে গড়ে উঠেছে আমের বাজার। হোন্ডা, রিকশা, ভ্যানের যাত্রীরাও এ বাজার থেকে আম কিনছেন। চাষি, ব্যবসায়ী ও ভোক্তারা বলছেন, আমের এমন বাজার যেন এক উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ