বিএনপি

গুলশানে আজ বিএনপির জরুরি ব্রিফিং, কথা বলবেন মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৩ ১১:৩৪:৪২
গুলশানে আজ বিএনপির জরুরি ব্রিফিং, কথা বলবেন মির্জা ফখরুল

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ জরুরি সংবাদ সম্মেলন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে আজ দুপুর ১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

এর আগে গত সোমবারও একই বিষয়ে বিএনপি একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল। দেশের রাজনীতিতে বিরাজমান উত্তেজনা, বিভিন্ন ইস্যুতে সরকারের অবস্থান এবং বিএনপির চলমান আন্দোলনকে ঘিরে এ ধরনের ধারাবাহিক সংবাদ সম্মেলনকে রাজনৈতিক বিশ্লেষকরা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।

বিশেষ করে নির্বাচনোত্তর বাস্তবতা, মানবাধিকার প্রশ্ন, বিরোধী দলের সাংগঠনিক কার্যক্রমে প্রতিবন্ধকতা ও চলমান গ্রেফতার অভিযানের প্রেক্ষাপটে বিএনপির আজকের বক্তব্যে দলটির পরবর্তী কৌশল ও অবস্থান স্পষ্ট হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

-হাসানুজ্জামান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ