পাকিস্তানে রক্তাক্ত দুপুর, বোমা বিস্ফোরণে প্রাণ গেল পাঁচজনের

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০২ ১৯:৪০:৫৭
পাকিস্তানে রক্তাক্ত দুপুর, বোমা বিস্ফোরণে প্রাণ গেল পাঁচজনের

পাকিস্তানের অশান্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলায় সরকারি একটি গাড়ি লক্ষ্য করে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে একজন সহকারী কমিশনারসহ পাঁচজন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। বুধবার (২ জুলাই) দুপুর ২টার দিকে বাজাউরের খার তহসিলের সাদিকাবাদ এলাকার নওয়াগাই রোডে বিস্ফোরণটি ঘটে।

স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন—নওয়াগাইয়ের সহকারী কমিশনার ফয়সাল ইসমাইল, তহসিলদার আব্দুল ওয়াকিল, সুবেদার নূর হাকিম এবং দুই পুলিশ সদস্য। বিস্ফোরণে সরকারি গাড়িটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাকিস্তানের ডন পত্রিকা জানায়, ২০২২ সালে যুদ্ধবিরতি শেষ করার পর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নতুন করে হামলা শুরু করে। খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে এসব হামলার পরিমাণ আশঙ্কাজনক হারে বেড়েছে। সম্প্রতি প্রকাশিত ২০২৫ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে পাকিস্তান রয়েছে দ্বিতীয় অবস্থানে।

ঘটনার পর খাইবার পাখতুনখোয়া পুলিশের মহাপরিদর্শক জুলফিকার হামিদ মালাকান্দ অঞ্চলের পুলিশকে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। সন্ত্রাস দমন বিভাগকে ঘটনাস্থলে বিশেষ তদন্ত টিম পাঠাতে বলা হয়েছে।

হামলার পরপরই দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি শোক প্রকাশ করে বলেন, “সন্ত্রাসবাদীরা মানবতার শত্রু। এদের নির্মূলে পাকিস্তান দৃঢ় প্রতিজ্ঞ।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ