ডিপিডিসিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি

চাকরি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১২ ১০:৪৩:০৮
ডিপিডিসিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি

সত্য নিউজ: দেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ বিতরণ সংস্থা, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), তাদের প্রকৌশল বিভাগে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই স্বনামধন্য প্রতিষ্ঠানে 'সহকারী প্রকৌশলী (অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার)' পদে মেধাবী ও যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত প্রক্রিয়ায় অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

পদের নাম:সহকারী প্রকৌশলী (অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার)

পদসংখ্যা ও বিভাগ:মোট ৯টি পদে এই নিয়োগ সম্পন্ন হবে। বিভাগভিত্তিক পদবিন্যাস নিম্নরূপ:

  • ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং: ৪ জন

  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৩ জন

  • সিভিল ইঞ্জিনিয়ারিং: ১ জন

  • কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং: ১ জন

আবেদনের আবশ্যিক যোগ্যতা:
আগ্রহী প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট প্রকৌশল বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রিধারী হতে হবে।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা:
নির্বাচিত প্রার্থীদের মাসিক মূল বেতন ৫১,০০০ (একান্ন হাজার) টাকা ধার্য করা হয়েছে। এছাড়াও, কর্মস্থল ঢাকার অভ্যন্তরে হলে মূল বেতনের ৬০ শতাংশ এবং ঢাকার বাইরে হলে ৫০ শতাংশ হারে বাসা ভাড়া ভাতা প্রদান করা হবে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইনস্যুরেন্স এবং গ্র্যাচুইটি।

বয়সসীমা:
আবেদনকারী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডেরঅফিসিয়াল ওয়েবসাইটেপ্রদত্ত নির্দেশনা অনুসরণ করে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লিখিত লিংকে পাওয়া যাবে।

আবেদন ফি:
ডিপিডিসির ওয়েবসাইট থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার ফি বাবদ ১,০০০ (এক হাজার) টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ:
আগ্রহী প্রার্থীরা আগামী১ জুন, ২০২৫তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পাঠকের মতামত:

ট্যাগ: DPDCL

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ