রাতের আঁধারেই ঝড়ের পূর্বাভাস: ১৮ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা, সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১৭ ২০:২৩:১৮
রাতের আঁধারেই ঝড়ের পূর্বাভাস: ১৮ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা, সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর

দেশের অভ্যন্তরীণ নদীবন্দর ও আশপাশের অঞ্চলজুড়ে রাতের মধ্যেই বজ্রসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে অধিদপ্তর জানিয়েছে, রাত ১টা পর্যন্ত দেশের ১৮টি অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট—এই ১৮টি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি ও বজ্রবৃষ্টি।

প্রাকৃতিক এই বৈরী পরিস্থিতিতে নদীপথে চলাচলকারী ছোট ও মাঝারি আকারের নৌযানগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

সাধারণ নাগরিকদের প্রতি আবহাওয়া অধিদপ্তর পরামর্শ দিয়েছে, বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলা, উঁচু গাছপালা ও বিদ্যুতের খুঁটি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং ঘরের নিরাপদ আশ্রয়ে অবস্থান নেওয়ার জন্য।

বিশেষজ্ঞদের মতে, বর্ষা মৌসুমে এ ধরনের আবহাওয়াগত পরিবর্তন স্বাভাবিক হলেও বজ্রপাতজনিত দুর্ঘটনা এড়াতে সতর্কতা অত্যন্ত জরুরি।

সরকারি-বেসরকারি পর্যায়ে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ