গাজায় ইসরায়েলি বর্বর হামলা

গাজায় সহায়তা বিতরণে প্রাণহানির নিন্দা WHO’র

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১৭ ১৭:১০:২৫
গাজায় সহায়তা বিতরণে প্রাণহানির নিন্দা WHO’র

গাজা উপত্যকায় খাদ্য সহায়তা নিতে গিয়ে আবারও ভয়াবহ গণহত্যার ঘটনা ঘটেছে এমনই তথ্য নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তাদের মতে, খাদ্য বিতরণকেন্দ্রের আশপাশেই বারবার এই ধরণের গণহত্যার ঘটনা ঘটছে, যা একটি মারাত্মক ও মানবিক বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে।

WHO-র জরুরি বিভাগের চিকিৎসক এবং ট্রমা সার্জন থানোস গারগাভানিস বলেন, “এটি আবারও একটি খাদ্য বিতরণ কার্যক্রমের সময় ঘটে যাওয়া গণহত্যা।” তিনি জানান, গত কয়েক দিনে আহতদের বেশিরভাগই গুলিবিদ্ধ যা এই হামলাগুলোর প্রকৃতি স্পষ্ট করে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় খাদ্য সহায়তার জন্য অপেক্ষারত মানুষের ওপর ইসরায়েলি ট্যাংক ও ড্রোন হামলায় অন্তত ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, সম্প্রতি যে চারটি খাদ্য বিতরণকেন্দ্র নির্ধারণ করা হয়েছে, তার প্রতিটির সাথেই গণহত্যার ঘটনা ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এমন অবস্থায় খাদ্য সংগ্রহ করতে যাওয়া মানুষগুলোর জীবনই হয়ে উঠেছে সবচেয়ে বড় ঝুঁকি।

এ ঘটনা ঘটেছে এমন এক সময়ে, যখন গত মাসে আন্তর্জাতিক ক্ষুধা পর্যবেক্ষক সংস্থাগুলো সতর্ক করে বলেছে গাজার অন্তত পাঁচ লাখ মানুষ সরাসরি দুর্ভিক্ষের মুখে পড়েছে। খাদ্য সংকট, চিকিৎসাসেবা ভেঙে পড়া এবং যুদ্ধবিধ্বস্ত পরিবেশে জীবনযাত্রা অসম্ভব হয়ে উঠেছে।

ঘটনার সময় গাজার ওই এলাকায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত "গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (GHF)"-এর খাদ্য বিতরণ চলছিল। বিগত কয়েক সপ্তাহ ধরে এই সংস্থার কার্যক্রম ঘিরেই একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে।

এই নির্মম ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এবং আরও একবার দাবি তুলেছে, অবিলম্বে গাজায় নিরাপদ ও বাধাহীন মানবিক সহায়তা প্রবাহ নিশ্চিত করতে হবে।

সূত্র: আল-জাজিরা

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ