ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু

২০২৫ এপ্রিল ১৭ ১৫:০৮:২৯
দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু

সত্য নিউজ: দীর্ঘ ১৫ বছর পর আবারও অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয়।

বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন। অপরদিকে, পাকিস্তানের প্রতিনিধিত্ব করছেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, বিমান চলাচলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক দেনা-পাওনা নিয়েও আলোচনা ওঠার সম্ভাবনা রয়েছে।

এছাড়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফর নিয়েও এ বৈঠকে আলোচনা হচ্ছে। চলতি মাসের শেষ দিকে তার সফর অনুষ্ঠিত হতে পারে বলে আশা করা হচ্ছে।

বিকেল সাড়ে ৫টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক নিয়ে সংবাদ ব্রিফিং করবেন পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন।

বৈঠক শেষে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক বৈঠকে অংশ নেবেন এবং পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

প্রসঙ্গত, সর্বশেষ বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালের নভেম্বরে ইসলামাবাদে। এরপর দীর্ঘ ১৫ বছর এ পর্যায়ে আর কোনো বৈঠক হয়নি। অবশেষে এই দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে পুনরায় শুরু হলো দুই দেশের কূটনৈতিক আলোচনা।

অ. সুমন/