দেশে করোনার নতুন ভ্যারিয়েন্টের হুমকি, স্বাস্থ্য অধিদপ্তরের ১১ দফা সতর্কতা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১১ ১৬:২০:৩৩
দেশে করোনার নতুন ভ্যারিয়েন্টের হুমকি, স্বাস্থ্য অধিদপ্তরের ১১ দফা সতর্কতা

বিশ্বজুড়ে করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টগুলোর সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশেও সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।পার্শবর্তী দেশে করোনার LF.7, XFG, JN.1 ও NB.1.8.1 সহ একাধিক সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার প্রেক্ষাপটে বুধবার এক জরুরি সংবাদ সম্মেলনে সংক্রমণ প্রতিরোধে ১১ দফা নির্দেশনা জারি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর সংবাদ সম্মেলনে বলেন, "আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে দেশে সংক্রমণ বিস্তারের ঝুঁকি বেড়েছে। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থল, নৌ ও বিমানবন্দরে আইএইচআর ডেস্কগুলোর কার্যক্রম জোরদার করা হয়েছে।" তিনি আরও জানান, করোনার ঝুঁকি মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ১১ দফা নির্দেশনা:

১. জনসমাগম এড়িয়ে চলুন, উপস্থিত হতেই হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।

২. শ্বাসতন্ত্রের সংক্রমণ প্রতিরোধে নিয়মিত মাস্ক ব্যবহার করুন।

৩. হাঁচি-কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে মুখ-নাক ঢেকে রাখুন।

৪. ব্যবহৃত টিস্যু আবর্জনার ঝুড়িতে ফেলুন।

৫. বারবার সাবান-পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলুন (কমপক্ষে ২০ সেকেন্ড)।

৬. অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন।

৭. আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন এবং কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখুন।

৮. দেশে আগত যাত্রীদের যথাযথ স্ক্রিনিং ও স্যাম্পল টেস্ট নিশ্চিত করতে বলা হয়েছে।

৯. স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (PPE) সরবরাহ ও ব্যবহারে গুরুত্ব দেওয়া হয়েছে।

১০. সচেতনতামূলক প্রচারণা জোরদার করতে গণমাধ্যমের সহায়তা আহ্বান করা হয়েছে।

১১. নতুন কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত আইইডিসিআর (০১৪০১-১৯৬২৯৩) বা স্বাস্থ্য বাতায়নে (১৬২৬৩) যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে করণীয়:

  • অসুস্থ হলে ঘরে থাকুন এবং প্রয়োজনে হাসপাতালে যোগাযোগ করুন।
  • রোগী ও সেবাদানকারীর মাস্ক ব্যবহার নিশ্চিত করুন।
  • নতুন উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা গ্রহণ করুন।

সরকারি প্রস্তুতির বিস্তারিত:

  • দেশে RT-PCR ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালু আছে।
  • পর্যাপ্ত টিকা, অক্সিজেন, ওষুধ ও চিকিৎসাসামগ্রী মজুত রাখা হয়েছে।
  • কোভিড চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।
  • স্বাস্থ্যকর্মীদের জন্য PPE, KN95 মাস্ক, ফেইস শিল্ডসহ সুরক্ষাসামগ্রী নিশ্চিত করা হয়েছে।
  • আইসিইউ ও হাই-ডিপেন্ডেন্সি ইউনিট (HDU) সুবিধা সমৃদ্ধ হাসপাতালসমূহকে প্রস্তুত রাখা হয়েছে।

প্রশাসনের বার্তা:

সংক্রমণ ঠেকাতে দেশের সকল স্থলবন্দর, সমুদ্রবন্দর এবং বিমানবন্দরে আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি (IHR-2005) অনুযায়ী নজরদারি ও স্ক্রিনিং জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীর শরীরে উপসর্গ থাকলে তাৎক্ষণিকভাবে পরীক্ষা ও আলাদা রাখার ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সকল নাগরিককে দায়িত্বশীল আচরণ করতে আহ্বান জানানো হয়েছে, যেন পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পুনরায় বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়।

সরকারের দেওয়া নির্দেশনাগুলো অনুসরণ করে সচেতন থাকুন, নিজে বাঁচুন, অন্যকেও বাঁচান।

-সালেহ কবির, স্টাফ রিপোর্টার।


লন্ডনে মাহফুজ আলমকে লক্ষ্য করে হামলার চেষ্টা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১৩ ০৭:৪৬:২৫
লন্ডনে মাহফুজ আলমকে লক্ষ্য করে হামলার চেষ্টা
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় আয়োজিত একটি সেমিনার থেকে বের হওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালান আওয়ামী লীগের স্থানীয় নেতা–কর্মীরা। এ ঘটনা ঘটে শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে, কেন্দ্রীয় লন্ডনের ব্লুমসবারি এলাকায় অবস্থিত সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন (দ্য স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ) ক্যাম্পাসের পেছনের সড়কে।

বাংলাদেশ হাইকমিশন ও সোয়াস বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ওই সেমিনারের আয়োজন করা হয়। এতে অংশ নেওয়ার কথা ছিল মাহফুজ আলমেরও। অনুষ্ঠান শেষে হাইকমিশনের একটি কালো বিএমডব্লিউ গাড়ি ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের কর্মীরা সেটির ওপর ডিম নিক্ষেপ করেন। একই সঙ্গে কয়েকজন গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন। তবে দ্রুত পুলিশ হস্তক্ষেপ করায় তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়।

লন্ডন হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, হামলাকারীরা মনে করেছিলেন গাড়ির ভেতরে মাহফুজ আলম অবস্থান করছেন। কিন্তু বাস্তবে তিনি নিরাপত্তাজনিত কারণে অন্য একটি গাড়িতে ভিন্ন রাস্তায় করে বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করেছিলেন।

এ প্রসঙ্গে লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন গণমাধ্যমকে জানান, “স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা যে গাড়িটিতে ডিম ছুড়েছে, তারা ভেবেছিলেন সেখানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম রয়েছেন। কিন্তু তিনি অন্য গাড়িতে এবং অন্য রুটে ক্যাম্পাস ত্যাগ করেন।”

ঘটনার পর লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে অনুষ্ঠিত ‘জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর’ শীর্ষক আলোচনা সভায় উপস্থিত হয়ে মাহফুজ আলম বলেন, “আজ আমি আওয়ামী লীগের আক্রমণের একেবারেই কাছাকাছি চলে গিয়েছিলাম।”

-রফিক


এফটির তথ্যচিত্র: শেখ হাসিনার আমলে বাংলাদেশের হারানো বিলিয়ন ডলারের গল্প

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১২ ১৫:০৩:৫৩
এফটির তথ্যচিত্র: শেখ হাসিনার আমলে বাংলাদেশের হারানো বিলিয়ন ডলারের গল্প

লন্ডনভিত্তিক প্রভাবশালী দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস (এফটি) গত বৃহস্পতিবার প্রকাশ করেছে একটি নতুন তথ্যচিত্র— “বাংলাদেশের হারানো বিলিয়ন: চোখের সামনেই চুরি”। এতে মূলত শেখ হাসিনার শাসনামলে (২০০৯–২০২৩) সংঘটিত দুর্নীতি, বিপুল অর্থ পাচার এবং সেই অর্থ পুনরুদ্ধারের চ্যালেঞ্জকে ঘিরে বিশদ অনুসন্ধান তুলে ধরা হয়েছে। তথ্যচিত্রে রাজনীতিক, আন্দোলনকারী, ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের সাক্ষাৎকারের পাশাপাশি আন্তর্জাতিক প্রেক্ষাপটও আলোচিত হয়েছে।

দুর্নীতির ব্যাপ্তি ও অভিযোগ

এফটির ভাষ্যে, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে—যার পরিমাণ বাংলাদেশি টাকায় প্রায় ২৮ লাখ ৫৪ হাজার ৮০০ কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে, এটি বিশ্বের অন্যতম বৃহৎ অর্থ পাচারের ঘটনা। তথ্যচিত্রে উল্লেখ করা হয়, “বাংলাদেশে দুর্নীতির পরিমাণ বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় নজিরবিহীন”।

বড় প্রকল্পে দুর্নীতি, ব্যাংক খাতে জালিয়াতি, ভুয়া ঋণ এবং হুন্ডি নেটওয়ার্কের মাধ্যমে এই অর্থ বিদেশে পাচার করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, যুক্তরাজ্যকে এই পাচারকৃত অর্থের প্রধান গন্তব্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।

যুক্তরাজ্যের ভূমিকা ও সম্পদ পুনরুদ্ধার

তথ্যচিত্রে বলা হয়, যুক্তরাজ্যের রিয়েল এস্টেট খাত ও আর্থিক বাজার বাংলাদেশি দুর্নীতিবাজদের কাছে সবচেয়ে আকর্ষণীয় ছিল। জাতীয় অপরাধ দমন সংস্থা (NCA) ইতোমধ্যেই যুক্তরাজ্যে অন্তত ৩৫০টি সম্পদ চিহ্নিত ও ফ্রিজ করেছে, যার অধিকাংশের সঙ্গে বাংলাদেশের প্রভাবশালী রাজনৈতিক পরিবার ও ব্যবসায়ী গোষ্ঠীর যোগসূত্র রয়েছে।

উদাহরণ হিসেবে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নাম উঠে এসেছে, যিনি একাই যুক্তরাজ্যে ৩০০টিরও বেশি সম্পত্তির মালিক বলে এফটির তদন্তে দাবি করা হয়।

ছাত্র আন্দোলন ও হাসিনার পতন

তথ্যচিত্রে বলা হয়, ২০২৪ সালের জুলাই–আগস্টে কোটা সংস্কার আন্দোলন শেখ হাসিনা সরকারের পতনের টার্নিং পয়েন্টে পরিণত হয়। পুলিশের গুলি, নিখোঁজ, দমননীতি এবং হাজারো হতাহতের ঘটনায় সরকারের প্রতি জনগণের ক্ষোভ বিস্ফোরিত হয়। আগস্টের ৫ তারিখে যখন পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি চালাতে অস্বীকৃতি জানায়, তখন হাসিনা দেশত্যাগে বাধ্য হন। জাতিসংঘের হিসাব অনুযায়ী, আন্দোলনে অন্তত ১,৪০০ জন নিহত হন।

পারিবারিক প্রভাব ও আন্তর্জাতিক বিতর্ক

তথ্যচিত্রে শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্যদের নামও উঠে এসেছে। বিশেষত যুক্তরাজ্যে অবস্থানরত শেখ রেহানার কন্যা ও লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরোক্ষভাবে দুর্নীতির অর্থে অর্জিত সম্পদ গ্রহণের অভিযোগ ওঠে, যদিও তিনি তা দৃঢ়ভাবে অস্বীকার করেছেন এবং রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন।

ব্যাংক খাত দখল ও অর্থ পাচার কৌশল

এফটির অনুসন্ধানে দেখা যায়, আওয়ামী লীগের প্রভাবশালী অংশ গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর সহায়তায় একাধিক ব্যাংক দখল করে নেয়। ব্যাংক পরিচালনা পর্ষদকে বন্দুকের মুখে পদত্যাগে বাধ্য করা হয়, পরে নিজেদের লোক দিয়ে বোর্ড পুনর্গঠন করা হয়। এরপর ভুয়া ঋণ অনুমোদন দিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়।

হুন্ডি বা অবৈধ মানি ট্রান্সফার নেটওয়ার্ক ছিল এ অর্থ পাচারের অন্যতম প্রধান মাধ্যম। আমদানি-রপ্তানি বাণিজ্যে ওভার ইনভয়েসিং ও আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমেও বিপুল অর্থ বিদেশে চলে গেছে।

অন্তর্বর্তী সরকারের ভূমিকা ও সম্পদ পুনরুদ্ধার

শেখ হাসিনার পতনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। তিনি প্রাক্তন আইএমএফ কর্মকর্তা আহসান মন্সুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অ্যাসেট রিকভারি টাস্কফোর্সের প্রধান করেন। তাঁদের নেতৃত্বে ইতোমধ্যেই দেউলিয়া ব্যাংকগুলো পুনর্গঠন এবং বিদেশে পাচার হওয়া অর্থের খোঁজে অভিযান শুরু হয়েছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এত বিপুল অর্থ ফেরত আনা একটি “ঐতিহাসিকভাবে জটিল প্রক্রিয়া”। প্রমাণ সংগ্রহ, আন্তর্জাতিক সহযোগিতা এবং আইনি প্রক্রিয়াই নির্ধারণ করবে কতটা অর্থ দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

ফিন্যান্সিয়াল টাইমস-এর এই তথ্যচিত্র বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শেখ হাসিনা শাসনামলের দুর্নীতি ও অর্থ পাচারের চিত্রকে নতুনভাবে সামনে এনেছে। এতে যেমন অভ্যন্তরীণ দুর্বলতা ও প্রশাসনিক ব্যর্থতা তুলে ধরা হয়েছে, তেমনি আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুক্তরাজ্য ও বৈশ্বিক আর্থিক ব্যবস্থার ভূমিকার দিকেও ইঙ্গিত করা হয়েছে।

বাংলাদেশের জনগণ একটি দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে যে পরিবর্তন এনেছে, তা এখন পরীক্ষার মুখে—এই হারানো বিলিয়ন ফেরত আনার মাধ্যমে কি সত্যিই দেশ একটি টেকসই ও জবাবদিহিমূলক পথে অগ্রসর হতে পারবে?


১৫ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১২ ১৪:৪৬:৫৩
১৫ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যে, আসন্ন জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান কাজ করছে। তার ভাষায়, নির্বাচনকে কেন্দ্র করে পুরো জাতি প্রস্তুত এবং সরকার আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন সম্পন্ন করার ব্যাপারে আশাবাদী

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরায় ইসলামী রেনেসাঁর কবি ফররুখ আহমদের পৈতৃক বাড়ি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, বর্ষা শেষ হলেই গ্রাম থেকে শহর—সব জায়গায় নির্বাচনী আবহ তৈরি হবে। দীর্ঘ ১৭ বছর যারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন, তারাও এবার নতুন প্রজন্মের সঙ্গে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের মত প্রকাশ করবেন।

তিনি আরও জানান, জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। সমঝোতার ভিত্তিতে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে, আর এই সংস্কার এখন দৃশ্যমান রূপ পাচ্ছে। এ প্রসঙ্গে তিনি আশ্বস্ত করেন যে, সংস্কারের কাজ অব্যাহত রয়েছে এবং তা দ্রুত অগ্রসর হচ্ছে।

শফিকুল আলম সম্প্রতি অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন নিয়েও মন্তব্য করেন। তার মতে, ডাকসু নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি

সামগ্রিকভাবে প্রেস সচিবের বক্তব্য থেকে প্রতীয়মান হয় যে, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন শুধু রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং তা জাতির জন্য একটি গণতান্ত্রিক উৎসব হিসেবে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সংস্কারের ধারাবাহিকতা ও রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে এই নির্বাচনকে একটি নতুন সূচনার প্রতীক হিসেবে দেখতে চাইছে অন্তর্বর্তী সরকার।


দুর্বল পাঁচ ব্যাংক একীভূতকরণ, উদ্যোক্তাদের সব শেয়ার বাজেয়াপ্ত

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১২ ১১:০০:০১
দুর্বল পাঁচ ব্যাংক একীভূতকরণ, উদ্যোক্তাদের সব শেয়ার বাজেয়াপ্ত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ব্যাংক খাতে নজিরবিহীন সংস্কার উদ্যোগ হিসেবে পাঁচটি দুর্বল ইসলামী ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ সিদ্ধান্ত অনুযায়ী উদ্যোক্তাদের মালিকানাধীন সব শেয়ার বাজেয়াপ্ত করা হবে এবং এর বিপরীতে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না। কারণ এই ব্যাংকগুলোর নিট সম্পদ বর্তমানে ঋণাত্মক অবস্থায় রয়েছে। নতুনভাবে গঠিত ব্যাংক শতভাগ সরকারি মালিকানায় পরিচালিত হবে এবং এর জন্য নতুন পরিচালনা পর্ষদ ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

একীভূত হওয়ার তালিকায় রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক (এসআইবিএল), ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে এস আলম গ্রুপের মালিকানায় ছিল। তবে বাকি চারটি ব্যাংক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে যায়। নিয়ন্ত্রণে যাওয়ার পর এসব ব্যাংকে শুরু হয় ব্যাপক অনিয়ম ও লুটপাট, যার বড় অংশ পাচার হয়ে যায় বিদেশে। ফলস্বরূপ ব্যাংকগুলো দুর্বল হয়ে পড়ে এবং গ্রাহকদের আমানত ফেরত দিতে ব্যর্থ হয়।

পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংক দীর্ঘদিন ধরে নীতি সহায়তা দিয়ে আসছিল এবং ব্যাংকগুলোর জন্য গ্যারান্টি দিয়েছিল। তবুও ব্যাংকগুলো স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারেনি। এই প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত নেয় এবং সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে প্রস্তাব অনুমোদন পেয়েছে। এখন এটি ওয়ার্কিং কমিটির আসন্ন বৈঠকে চূড়ান্ত করা হবে এবং পরে বাস্তবায়নের কাজ শুরু হবে।

নতুন ব্যাংকের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার থেকে আসবে ২০ হাজার কোটি টাকা, আমানত বিমা তহবিল থেকে প্রায় ১২ হাজার কোটি টাকা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে আসবে ৩ হাজার কোটি টাকা। তবে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে কোনো অর্থ দেওয়া হবে না। নতুন ব্যাংক কার্যক্রম শুরু করার পর কেন্দ্রীয় ব্যাংক ঋণ সরবরাহ ও নীতি সহায়তা প্রদান করবে।

একীভূত হওয়ার সঙ্গে সঙ্গে পাঁচ ব্যাংকের সব সম্পদ ও দায় নতুন ব্যাংকের নামে হস্তান্তর করা হবে। বর্তমানে এই ব্যাংকগুলোর রয়েছে ৭৬০টি শাখা ও ৬৯৮টি উপশাখা। অনেক এলাকায় একাধিক শাখা থাকায় সেগুলোকে পুনর্বিন্যাস করা হবে। সুবিধাজনক শাখা রাখা হবে এবং বাকি শাখাগুলো অন্য এলাকায় স্থানান্তর করা হবে যাতে ব্যাংকটির কার্যক্রম লাভজনক হয়। একইভাবে, কাছাকাছি অবস্থিত শাখাগুলো সমন্বয় করে কার্যকর অবস্থানে আনা হবে।

বর্তমানে পাঁচ ব্যাংকের পাঁচজন সিইও আছেন। তবে নতুন ব্যাংকে থাকবেন একজন প্রধান নির্বাহী কর্মকর্তা, যিনি নতুনভাবে নিয়োগপ্রাপ্ত হবেন। বিদ্যমান কোনো এমডি ওই পদে যেতে পারবেন না। তবে নিচের স্তরের কর্মকর্তা-কর্মচারীদের ছাঁটাই করা হবে না, প্রয়োজনে তাদের পদ বা কর্মস্থলে পরিবর্তন আনা হতে পারে।

উদ্যোক্তাদের সব শেয়ার বাজেয়াপ্ত করা হবে, কারণ ব্যাংকগুলোর নিট সম্পদ ঋণাত্মক এবং শেয়ারের বিপরীতে কোনো সম্পদ অবশিষ্ট নেই। বরং তারা লোকসানে রয়েছে। তাই উদ্যোক্তারা কোনো ক্ষতিপূরণ পাবেন না। তবে সাধারণ শেয়ারহোল্ডারদের আংশিক ক্ষতিপূরণ দেওয়া হতে পারে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক তথ্য সংগ্রহ করছে।

অন্যদিকে, আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে। প্রয়োজনে সাময়িক মোরাটোরিয়াম আরোপ হতে পারে, যার ফলে নির্দিষ্ট সময়ের জন্য আমানতকারীরা নির্দিষ্ট সীমার মধ্যে অর্থ তুলতে পারবেন। তবে এটি সাময়িক ব্যবস্থা। কারণ সরকারি মালিকানায় নতুন ব্যাংক গঠনের পর গ্রাহকদের আস্থা বাড়বে এবং নতুন আমানতের প্রবাহ বৃদ্ধি পাবে। সরকারি প্রতিষ্ঠানগুলোকে নতুন ব্যাংকে আমানত রাখতে উৎসাহিত করা হবে যাতে দ্রুত তারল্য সংকট কেটে যায়।

প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ক্ষেত্রেও সমাধান রাখা হয়েছে। যেসব প্রাতিষ্ঠানিক গ্রাহকের বিপুল অঙ্কের অর্থ ফেরত দেওয়া যাচ্ছে না, তাদের নতুন ব্যাংকের শেয়ার প্রদান করা হবে। যেহেতু ব্যাংকটি সরকারি মালিকানায় থাকবে, তাই তারা এ শেয়ার নিতে আগ্রহী হবেন বলে ধারণা করছে বাংলাদেশ ব্যাংক।

-রাফসান


ফাউন্ডেশনাল ইলেকশন সামনে: জুলাই সনদ বাস্তবায়নে জোর দিলেন ড. ইউনূস

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১২ ০০:২৫:২৭
ফাউন্ডেশনাল ইলেকশন সামনে: জুলাই সনদ বাস্তবায়নে জোর দিলেন ড. ইউনূস
জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি- সংগৃহীত।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নতুন সরকারের দায়িত্ব শুধু নির্বাচন আয়োজন বা বিচারকাজের মধ্যেই সীমাবদ্ধ নয়; সমান গুরুত্ব দিতে হবে সংস্কার কার্যক্রম ও জুলাই সনদের বাস্তবায়নকে। তাঁর মতে, অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান ম্যান্ডেটের অন্যতম হচ্ছে সংস্কার, যা ভবিষ্যতের জন্য পথনির্দেশক হবে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রস্তাবনা এবং কমিশনের সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে জানানো হয়, কমিশন খুব শিগগির তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের হাতে জমা দেবে।

ড. ইউনূস বলেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য একটি ফাউন্ডেশনাল ইলেকশন। এটি শুধু সাধারণ ভোট নয়, বরং আগামীর বাংলাদেশ কোন পথে এগোবে তা নির্ধারণের অন্যতম মোড় ঘোরানো ঘটনা। তাই নির্বাচনকে সামনে রেখে মৌলিক সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের বিকল্প কোনো পথ নেই।

জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বৈঠকে জানানো হয়, জুলাই সনদ বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই ছয় সদস্যবিশিষ্ট কমিটি প্রস্তাবনা তৈরি করেছে। এসব প্রস্তাব বৈঠকে উপস্থাপন করা হয়। কমিশন আগামী ১৪ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠকে বসবে, যাতে বিষয়টি সামনে এগিয়ে নেওয়া যায়।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এছাড়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আইনবিদ আসিফ নজরুল, পরিবেশবিদ সৈয়দা রিজওয়ানা হাসান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও বৈঠকে যোগ দেন।

ড. ইউনূসের বক্তব্য ও কমিশনের আলোচনার প্রেক্ষাপটে স্পষ্ট, জুলাই সনদ বাস্তবায়ন এখন জাতীয় অগ্রাধিকারের তালিকায় শীর্ষে উঠে এসেছে। নির্বাচন, বিচার ও সংস্কার—এই তিন ম্যান্ডেট সমান্তরালভাবে বাস্তবায়ন করতে পারলেই অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা এবং আগামীর বাংলাদেশ নতুন দিগন্তে পৌঁছাবে।


জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলের অঙ্গীকার জরুরি: বিএনপি নেতা সালাহউদ্দিন

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১১ ২৩:৫৪:৩০
জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলের অঙ্গীকার জরুরি: বিএনপি নেতা সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক দলগুলোকেই জুলাই সনদের সমস্ত সুপারিশ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। তাঁর মতে, এই সনদে অন্তর্ভুক্ত প্রস্তাবগুলোই ভবিষ্যতে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার ভিত্তি শক্তিশালী করার প্রধান নির্দেশনা হতে পারে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঐকমত্য কমিশনের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপি মনে করে অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবে গঠিত হয়েছে। তবে দলটি আহ্বান জানিয়েছে, সংবিধান নিয়ে কোনো প্রশ্ন ওঠে এমন কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ না নিতে।

সালাহউদ্দিন আহমেদ জানান, ইতোমধ্যে ২৯টি রাজনৈতিক দল লিখিত মতামত জমা দিয়েছে। এর মধ্যে নির্বাহী আদেশ, অধ্যাদেশ জারি এবং অফিস আদেশসহ ছয় ধরনের মতামত পাওয়া গেছে। তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের জন্য ১৯টি মৌলিক বিষয় চিহ্নিত করা হয়েছে, যা ভবিষ্যতে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে।

এর আগে সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক গোলটেবিল আলোচনায় অংশ নেন বিএনপির এই নেতা। সেখানে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা জাতির জন্য বড় চ্যালেঞ্জ। তাঁর মতে, নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে, সে অনুযায়ী কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকারের ইতিবাচক কিছু অর্জন থাকলেও সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হলে সেই অর্জনের মূল্য থাকবে না অন্তর্বর্তী সরকারের জন্য।

তিনি স্পষ্ট করে বলেন, শুধুমাত্র নির্বাচিত জাতীয় সংসদই সংবিধান সংশোধনের অনুমোদন দিতে পারে। ভিন্ন কোনো প্রক্রিয়ায় গেলে তা আদালতে চ্যালেঞ্জ হতে পারে এবং গণতান্ত্রিক বৈধতা হারানোর ঝুঁকি তৈরি হবে।


জাতীয় পরিচয়পত্র হারালে আর জিডি করতে হবে না: ইসি

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১০ ১৯:১৬:২৪
জাতীয় পরিচয়পত্র হারালে আর জিডি করতে হবে না: ইসি
ছবিঃ সত্য নিউজ

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারানোর ক্ষেত্রে আর জেনারেল ডায়েরি (জিডি) করতে হবে না বলে আজ এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির এনআইডি উইংয়ের সহকারী পরিচালক (ভ্যালিড অ্যান্ড ভেরিফাই) মোহাম্মদ সরওয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি মঙ্গলবার জারি করা হয়। এতে বলা হয়, প্রথম এনআইডি হারালে দ্বিতীয় এনআইডি পেতে জিডি জমা দেওয়ার শর্ত আর থাকছে না। এই সিদ্ধান্তের ফলে নাগরিকদের জন্য এনআইডি সেবা হবে আরও সহজ ও ঝামেলামুক্ত।

এনআইডি সংশোধন ক্র্যাশ প্রোগ্রামের আওতায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৯ লাখ ৭ হাজার ৬৬২টি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি। একই সময়ে মোট ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬টি আবেদন জমা পড়েছিল।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এই উদ্যোগ নাগরিকদের এনআইডি সংশোধন সংক্রান্ত ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমিয়েছে এবং সেবার গতি ও মান বাড়িয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই নতুন নীতি নাগরিকদের দ্রুত এনআইডি পুনঃপ্রাপ্তি নিশ্চিত করবে।

বিশেষজ্ঞরা বলছেন, জিডি বাধ্যবাধকতা তুলে নেওয়ায় এনআইডি হারানোর পর নাগরিকদের সময় ও খরচ দুটোই বাঁচবে। তাছাড়া, প্রশাসনিক প্রক্রিয়া সহজ হওয়ায় সেবা গ্রহণকারীর সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

-নাজমুল হোসেন


কর ফাঁকি তদন্তে শেখ হাসিনার ব্যাংক লকার সিলগালা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১০ ১৯:০৭:৪৫
কর ফাঁকি তদন্তে শেখ হাসিনার ব্যাংক লকার সিলগালা
ছবিঃ বি এস এস

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনস্থ সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) আজ রাজধানীর মতিঝিল একটি শাখায় বহিষ্কৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা একটি ব্যাংক লকার নিয়ন্ত্রণে নিয়েছে।

সকালে গোপন তথ্যের ভিত্তিতে সিআইসি এ অভিযান চালায় বলে নিশ্চিত করেছেন ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লকারটি উন্মুক্ত করা হবে।

এনবিআরের এই পদক্ষেপ এসেছে শেখ হাসিনার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে শুরু হওয়া বিস্তৃত তদন্তের অংশ হিসেবে। গণঅভ্যুত্থানের পর তিনি ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই কর কর্তৃপক্ষ তার আর্থিক কার্যক্রম পর্যবেক্ষণ করছে।

ইতোমধ্যে এনবিআর শেখ হাসিনার ব্যাংক হিসাবগুলোও ফ্রিজ করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, কর ফাঁকির পাশাপাশি সম্পদের উৎস সম্পর্কেও তদন্ত চলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে, কারণ এটি উচ্চপর্যায়ের আর্থিক জবাবদিহির নতুন অধ্যায় সূচনা করেছে।

এনবিআর সূত্র জানিয়েছে, তদন্তের স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি ধাপ বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে সম্পন্ন করা হচ্ছে। কর ফাঁকি ও অঘোষিত সম্পদ উদ্ধারের মাধ্যমে রাষ্ট্রীয় রাজস্ব আহরণ এবং আইনের শাসন প্রতিষ্ঠা করাই এর মূল লক্ষ্য।

-সুত্রঃবি এস এস


কাপ্তাই বাঁধে ১৬ গেট খোলা: কর্ণফুলীতে তীব্র পানি প্রবাহ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১০ ১২:২৪:১৬
কাপ্তাই বাঁধে ১৬ গেট খোলা: কর্ণফুলীতে তীব্র পানি প্রবাহ
ছবিঃ সংগৃহীত

কাপ্তাই হ্রদের পানির স্তর হঠাৎ বেড়ে যাওয়ায় অতিরিক্ত পানি ছাড়তে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ বাঁধের ১৬টি স্পিলওয়ে গেট একযোগে খুলে দিয়েছে। ফলে বিপুল পরিমাণ পানি এখন কর্ণফুলি নদীতে প্রবাহিত হচ্ছে এবং এর প্রভাবে রাঙামাটি শহর ও আশপাশের নিম্নাঞ্চল ইতোমধ্যেই প্লাবিত হতে শুরু করেছে।

জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, বুধবার ভোররাত ৩টায় প্রতিটি গেট সাড়ে তিন ফুট উঁচু করে খোলা হয়। বর্তমানে প্রতি সেকেন্ডে প্রায় ৬৩ হাজার কিউসেক পানি কর্ণফুলীতে ছেড়ে দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, বুধবার সকাল ৮টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা রেকর্ড করা হয় ১০৮ দশমিক ৯০ ফুট মীন সি লেভেল (এমএসএল)। অথচ হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। পানির স্তর যাতে বিপদসীমা অতিক্রম না করে, সেজন্যই গেটগুলো খুলে দেওয়া হয়েছে। তবে পাহাড়ি ঢলের পানির প্রবাহ আরও বাড়লে পানির নিষ্কাশনের মাত্রাও সমন্বয় করা হবে।

এদিকে, বাড়তি পানির প্রবাহে রাঙামাটি শহরের বেশ কয়েকটি নিচু এলাকা এবং আশপাশের উপজেলাগুলো আংশিকভাবে জলমগ্ন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হ্রদের পানি বাড়তে থাকায় অনেক পরিবার ঘরবাড়ি ও জমিজমা ডুবে যাওয়ার শঙ্কায় রয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে হঠাৎ পাহাড়ি ঢল নামলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বেড়ে যায়। এ সময় বাঁধের নিরাপত্তা রক্ষায় ও নিচের দিকে নদীর প্রবাহ নিয়ন্ত্রণে রাখতে স্পিলওয়ে গেট খোলা ছাড়া বিকল্প থাকে না। তবে অতিরিক্ত পানি প্রবাহে পার্বত্য চট্টগ্রামের নিম্নাঞ্চলের মানুষের ভোগান্তি বাড়ে।

-সুত্রঃ বি এস এস

পাঠকের মতামত: