বাজারে সিন্ডিকেট ঠেকাতে সরকারের বড় পদক্ষেপ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১১ ১২:১৩:২৬
বাজারে সিন্ডিকেট ঠেকাতে সরকারের বড় পদক্ষেপ

সত্য নিউজ:দেশে চাল, ডাল, চিনি, ডিম, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সিন্ডিকেট ও মূল্য কারচুপির লাগাম টানতে একটি নতুন কমিশন গঠনের পথে এগোচ্ছে সরকার। ‘জাতীয় বাজার স্থিতিশীলতা কমিশন (এনবিএসসি)’ নামের এই প্রস্তাবিত কমিশনটি বাজার ব্যবস্থাপনায় দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা আনার লক্ষ্যে কাজ করবে। কমিশন গঠনের প্রস্তাবনা দিয়েছে সাম্প্রতিক সময়ে গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।

সূত্র জানায়, বাণিজ্য মন্ত্রণালয় প্রস্তাবটি ইতোমধ্যেই নীতিনির্ধারকদের নজরে এনেছে এবং কমিশনের রূপরেখা পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট চারটি প্রতিষ্ঠানের কাছে মতামত চেয়েছে। এগুলো হলো—বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি), বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

প্রস্তাবনায় কী আছে?

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তৈরি করা রূপরেখা অনুযায়ী, প্রস্তাবিত কমিশনের প্রধান লক্ষ্য হবে বাজারে পণ্যের সরবরাহ ও মূল্যসংক্রান্ত স্বচ্ছতা নিশ্চিত করা, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা এবং একটি প্রতিযোগিতামূলক বাজার কাঠামো গড়ে তোলা।

কমিশনের কাঠামোতে থাকবেন একজন চেয়ারম্যান, নির্বাহী পরিচালক ও একাধিক সদস্য। থাকবে বিশেষজ্ঞ পরামর্শক প্যানেল, আইনি উপদেষ্টা কমিটি, বাজার বিশ্লেষণ ইউনিট এবং একটি ‘ভোক্তা সুরক্ষা বিভাগ’। কমিশনটির আওতায় থাকবে বাজারে তদারকি, মজুত নিয়ন্ত্রণ, অস্বচ্ছ লেনদেন চিহ্নিতকরণ, জনসচেতনতা বৃদ্ধি ও ন্যায্য বাণিজ্যিক আচরণে উৎসাহ প্রদান।

কমিশনটি নীতিনির্ধারণী ক্ষমতা ছাড়াও, জরুরি প্রয়োজনে বাজারে সরাসরি হস্তক্ষেপ করতে পারবে বলে প্রস্তাবনায় উল্লেখ আছে। যারা নিয়মিত ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করবে, তাদের পুরস্কৃত করা হবে। অন্যদিকে, সিন্ডিকেটে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা, এমনকি লাইসেন্স বাতিল করারও বিধান প্রস্তাব করা হয়েছে।

অর্থায়ন ও আন্তর্জাতিক সহযোগিতা

কমিশন গঠনে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১০০ থেকে ১৫০ কোটি টাকা। ভবিষ্যতে এর কার্যক্রম বিস্তৃত হলে বাজেটও বাড়বে। জাতিসংঘ, বিশ্বব্যাংক, এডিবি ও অন্যান্য আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার কাছ থেকে অনুদান বা কারিগরি সহায়তা পাওয়ার সুযোগও উন্মুক্ত রাখা হয়েছে।

ভিন্নমত ও বর্তমান বাস্তবতা

তবে প্রস্তাবিত কমিশনের প্রয়োজনীয়তা নিয়ে মতভেদ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিটিটিসির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বিদ্যমান সংস্থাগুলোকে কার্যকর করে তুললেই বাজার নিয়ন্ত্রণ সম্ভব। তাঁর মতে, নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার চেয়ে বিদ্যমান কাঠামোতে দক্ষতা বাড়ানোই অধিক যৌক্তিক।

বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ দাউদুল ইসলাম বৈঠকে ট্যারিফ কমিশনের তথ্য তুলে ধরে বলেন, আন্তর্জাতিক বাজার ও আমদানি খরচ বিবেচনায় দেশের বাজারদর অস্বাভাবিক নয়। তবে ছাত্র প্রতিনিধিরা এই তথ্যকে চ্যালেঞ্জ করেন।

মাঠের অভিজ্ঞতা ও নাগরিক উদ্বেগ

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে বৈঠকে অংশ নেওয়া ছাত্র প্রতিনিধিরা মাঠপর্যায়ের বাস্তবতা তুলে ধরেন। তাঁদের ভাষ্য মতে, হিলি স্থলবন্দর থেকে নওগাঁতে পেঁয়াজের দাম ৯০ টাকা হলেও ঢাকায় তা পৌঁছে হয় ১২০ টাকা। এটা মূল্যবৃদ্ধির স্বাভাবিক ধারার চেয়ে বেশি। একইভাবে ব্রাজিল থেকে আমদানিকৃত চিনির প্রকৃত খরচ ৭৫ টাকার কম হলেও দেশে তা বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে।

প্রতিযোগিতা কমিশনের সদস্য আফরোজা বিলকিস বৈঠকে আশ্বাস দেন, বাজারে প্রতিযোগিতা বাড়াতে কমিশনের কার্যক্রম জোরদার করা হবে। তবে তিনি স্বীকার করেন, প্রস্তাবিত নতুন কমিশনের ব্যাপারে তাঁর কাছে আপডেট তথ্য নেই।

রাজনৈতিক পটভূমি

উল্লেখ্য, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় ২০২৪ সালের সেপ্টেম্বরে, ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে। এর প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সংগঠনের সিইও পদ থেকে সম্প্রতি সরে দাঁড়ালেও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এখনো পর্ষদের সদস্য হিসেবে যুক্ত আছেন।

সামনে কী?

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মতামত পাওয়ার পর একটি যৌথ বৈঠক ডাকা হবে এবং কমিশন গঠনের সময়সীমা চূড়ান্ত করা হবে।

বিশেষজ্ঞদের মতে, বাজার ব্যবস্থাপনায় দীর্ঘদিনের দুর্বলতা, প্রশাসনিক ব্যর্থতা ও রাজনৈতিক প্রভাবের কারণে নতুন কমিশনের কার্যকারিতা নির্ভর করবে এর স্বাধীনতা, স্বচ্ছতা ও বাস্তবায়নের ক্ষমতার ওপর।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ