কালুরঘাট সেতুতে ট্রেনের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ০৬ ০৯:০৯:৩২
কালুরঘাট সেতুতে ট্রেনের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩

চট্টগ্রামের কালুরঘাট সেতুর ওপর ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কয়েকটি গাড়ি দুমড়েমুচড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন এক শিশুসহ তিনজন। গুরুতর আহত হয়েছেন আরও অনেকে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে, কালুরঘাট সেতুর বোয়ালখালী অংশে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। এ সময় সেতুর ওপর সিগন্যাল চালু থাকা সত্ত্বেও কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহন সেতু অতিক্রমের চেষ্টা করে। মুহূর্তেই ট্রেনের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়েমুচড়ে যায়, পাশাপাশি আরও কয়েকটি যানবাহন ট্রেনের নিচে পড়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

নিহতদের মধ্যে রয়েছেন রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগরের মো. সাজ্জাদুর নূরের শিশু কন্যা আয়েশা এবং বোয়ালখালী উপজেলার বাংলা পাড়ার বাসিন্দা মুহাম্মদ আবুল মনসুরের একমাত্র ছেলে মুহাম্মদ তুষার। নিহত অপর ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার পরপরই কালুরঘাট ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট অ্যাম্বুলেন্সসহ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। ফায়ার ফাইটার আমিনুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই তারা দ্রুত ঘটনাস্থলে যান এবং আহত ও নিহতদের উদ্ধার কার্যক্রম শুরু করেন।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলাম বলেন, “পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একাধিক সিএনজি, টমটমসহ বেশ কয়েকটি যানবাহন দুমড়েমুচড়ে গেছে। তিনজন নিহত হয়েছেন, আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, “ট্রেন ও গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে তিনটি মরদেহ পাওয়া গেছে। নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ