জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক

বিএনপির দাবি: এক মাসেই সংস্কার সম্ভব, কেন পিছাবে নির্বাচন?

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ০২ ২০:২৮:২৪
বিএনপির দাবি: এক মাসেই সংস্কার সম্ভব, কেন পিছাবে নির্বাচন?

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় নির্বাচন ডিসেম্বরের পরে গড়ানোর কোনো যুক্তিসংগত কারণ নেই। তাঁর মতে, নির্বাচনের পূর্বশর্ত হিসেবে যেসব সংস্কার দরকার, তা এক মাসের মধ্যেই সম্পন্ন করা সম্ভব।

সোমবার (২ জুন) বিকেলে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা সংলাপে অংশ নিয়ে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন।

সালাহউদ্দিন বলেন, ‘আমরা মনে করি, ডিসেম্বরের মধ্যে একটি অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব। নির্বাচনমুখী সংস্কারগুলো চিহ্নিত করে সম্মিলিতভাবে দ্রুত বাস্তবায়ন করতে পারলেই তা সম্ভব। এমন কোনো সংস্কার নেই যা এক মাসের মধ্যে বাস্তবায়ন করা যাবে না।’

তিনি আরও বলেন, সংবিধান সংশোধন ছাড়া অন্যান্য যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য রয়েছে, সেগুলো নির্বাহী আদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করা যেতে পারে। সে ক্ষেত্রে নির্বাচন পেছানোর প্রশ্নই আসে না।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা আজকে সেই বার্তাই পৌঁছে দিয়েছি। বেশিরভাগ রাজনৈতিক দলই ডিসেম্বরের আগেই নির্বাচন চায়—এমন বক্তব্য দিয়েছে। আশা করছি, প্রধান উপদেষ্টা সকল পক্ষের মতামত বিবেচনা করে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন।’

সংলাপে মতৈক্যের সম্ভাবনা নিয়ে বিএনপি নেতা বলেন, ‘সব বিষয়ে জাতীয় ঐকমত্য সম্ভব নাও হতে পারে, তবে গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করে অন্তত একটি বাস্তবসম্মত সমঝোতার ভিত্তি তৈরি করা সম্ভব। গণতন্ত্রের সৌন্দর্যই হলো মতপার্থক্যের মধ্যেও সংলাপের মাধ্যমে সমাধানে পৌঁছানো।’

এদিনের বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও আইনজীবী রুহুল কুদ্দুস উপস্থিত ছিলেন। আরও অংশ নেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ বিভিন্ন দলের নেতারা।

সংলাপে অংশ নিতে মোট ৩০টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়।


ঈদে মিলাদুন্নবী: ড. ইউনূসের কণ্ঠে শান্তি ও সম্প্রীতির বার্তা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৬ ১২:৫১:১০
ঈদে মিলাদুন্নবী: ড. ইউনূসের কণ্ঠে শান্তি ও সম্প্রীতির বার্তা
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অনুপম জীবন, শিক্ষা এবং সুন্নাহ অনুসরণ করলে আজকের এই দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে শান্তি, ন্যায় এবং কল্যাণ নিশ্চিত করা সম্ভব। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এই মন্তব্য করেন। খবর বাসস।

ড. ইউনূস বলেন, “ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ ও সুন্নাহ বিশ্ববাসীর জন্য উৎকৃষ্টতম অনুসরণীয় এবং এর মধ্যেই মুসলমানদের জন্য অফুরন্ত কল্যাণ ও শান্তি নিহিত রয়েছে।” তিনি আরও বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ (সা.)-কে সমগ্র মানবজাতির হেদায়েত ও মুক্তির জন্য প্রেরণ করেছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘হে নবী, আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য কেবল রহমতরূপে প্রেরণ করেছি’ (সূরা আল-আম্বিয়া, আয়াত: ১০৭)।

প্রধান উপদেষ্টা বলেন, হযরত মুহাম্মদ (সা.) ছিলেন ‘সিরাজাম মুনিরা’, অর্থাৎ আলোকোজ্জ্বল প্রদীপরূপে। সব ধরনের কুসংস্কার, অন্যায়, অবিচার ও পাপাচারের অন্ধকার থেকে মানুষকে মুক্তি ও আলোর পথ দেখাতে তিনি শান্তি ও কল্যাণের বার্তা নিয়ে এসেছিলেন।

ড. ইউনূস আরও বলেন, আল্লাহর প্রতি অসীম আনুগত্য, অনুপম চারিত্রিক বৈশিষ্ট্য এবং অপরিমেয় মহৎ গুণের জন্য পবিত্র কোরআনে মহানবী (সা.)-এর জীবনকে ‘উসওয়াতুন হাসানাহ্’ বা সুন্দরতম আদর্শ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তিনি বিশ্বাস করেন, বিশ্ব মানবতার জন্য তিনি যে অনিন্দ্য সুন্দর শিক্ষা ও আদর্শ রেখে গেছেন, তা প্রতিটি যুগের মানুষের জন্য মুক্তির দিশারী হিসেবে কাজ করবে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী সবার মাঝে অপার শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক, এই কামনা করে ড. ইউনূস বলেন, “সমগ্র মুসলিম উম্মাহর ঐক্য আরও সুসংহত হোক। মহানবী (সা.)-এর সুমহান জীবনাদর্শ লালন ও অনুসরণের মাধ্যমে আমাদের ইহকালীন ও পরকালীন জীবনের সার্বিক কল্যাণ ও মুক্তি নিশ্চিত হোক। আমিন।


রাজনীতিতে এখন অনেকগুলো আন্তা বসেছে: প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৬ ১০:৩৯:২০
রাজনীতিতে এখন অনেকগুলো আন্তা বসেছে: প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব
প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার মন্তব্য করেছেন যে, বাংলাদেশের রাজনীতিতে এখন অনেকগুলো ‘আন্তা’ বসেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে আবুল কালাম আজাদ মজুমদার লিখেছেন, “একটা আন্তা বসিয়ে অন্যসব রাস্তা এমনভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে যাতে সব মাছ সেখানে যেতে বাধ্য হয়।” তিনি জানান, কিছুদিন আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় একটি বড় রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা এমন একটি মন্তব্য করেছিলেন।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “আন্তা শব্দের মানে কেউ বুঝতে না পারায় আমাকেই এর ব্যাখ্যা দিতে হয়েছে।” তিনি সবাইকে জানান, ‘আন্তা’ মানে মাছ ধরার ফাঁদ। তিনি আরও বলেন, “কে কতটা বুঝেছেন জানি না, তবে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, রাজনীতিতে এখন অনেকগুলো আন্তা বসেছে।” তার মতে, “অনেকেই পানি ঘোলা করে মাছ শিকারের চেষ্টা করছে।


গোয়ালন্দে কবর অবমাননার ঘটনায় অন্তর্বর্তী সরকারের তীব্র নিন্দা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৬ ০৭:১৭:১০
গোয়ালন্দে কবর অবমাননার ঘটনায় অন্তর্বর্তী সরকারের তীব্র নিন্দা
ছবি: সংগৃহীত

গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার কবর অবমাননা এবং মরদেহে আগুন দেওয়ার ঘটনা দেশজুড়ে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। এ অমানবিক ও ঘৃণ্য কাজের কঠোর নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

সরকারি বিবৃতিতে বলা হয়, এই জঘন্য ঘটনা শুধু একজন মানুষের মর্যাদাকেই পদদলিত করেনি, বরং আমাদের সামাজিক মূল্যবোধ, আইনশৃঙ্খলা ও ন্যায়নিষ্ঠ এবং সভ্য সমাজব্যবস্থার মৌল কাঠামোর ওপর সরাসরি আঘাত হেনেছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) জারি করা ওই বিবৃতিতে অন্তর্বর্তী সরকার স্পষ্টভাবে জানায়, এমন বর্বরোচিত কাজ কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সরকারি বিবৃতির বরাত দিয়ে বলেন, জীবিত কিংবা মৃত-প্রতিটি মানুষের মর্যাদা রক্ষা ও আইনশৃঙ্খলা প্রতিষ্ঠায় সরকার সম্পূর্ণভাবে অঙ্গীকারাবদ্ধ।

বিবৃতিতে জনগণকে আশ্বস্ত করে বলা হয়, এই নৃশংস ঘটনায় জড়িতদের সঠিকভাবে শনাক্ত করা হবে এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। দোষী কেউ যেন দায়মুক্ত না থাকে সে বিষয়ে সরকার কঠোর পদক্ষেপ নেবে এবং দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে।

সরকারি বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ ধরনের অপরাধের দায় এড়িয়ে যেতে পারবে না। যারা অপরাধে জড়িত, তাদের অবশ্যই নিজেদের কাজের পরিণতি ভোগ করতে হবে।

এছাড়া দেশের সব নাগরিককে ঘৃণা, সহিংসতা ও বিভেদের রাজনীতি প্রত্যাখ্যান করার আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, মর্যাদা, ন্যায়বিচার এবং মানবতার মূল্যবোধকে ধারণ করে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অমানবিক ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায়।

-রফিক


কাবুলের পথে বাংলাদেশ বিমান বাহিনীর ত্রাণবাহী বিমান

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৫ ১২:৫১:০৮
কাবুলের পথে বাংলাদেশ বিমান বাহিনীর ত্রাণবাহী বিমান
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে সম্প্রতি সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বাংলাদেশ সরকার জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান কাবুলের উদ্দেশে রওনা হয়। এতে ১১ দশমিক ২২৭ টন ত্রাণসামগ্রী ছিল। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সরকারি এই সহায়তার মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, শীতবস্ত্র, কাপড়, শুকনো খাবার, বিস্কুট, মিল্ক পাউডার, নুডলস, বিশুদ্ধ পানীয় জল এবং ওষুধপত্র। আইএসপিআর জানিয়েছে, এসব সামগ্রী আফগানিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পর বিমানটি একই দিনে দেশে ফিরে আসবে। জরুরি সহায়তার এই চালান ক্ষতিগ্রস্ত মানুষের তাৎক্ষণিক চাহিদা পূরণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

গত ৩১ আগস্ট স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ২০৫ জনের প্রাণহানি ঘটেছে এবং ৩ হাজার ৬৪০ জন আহত হয়েছেন। একই সঙ্গে ধ্বংস হয়েছে আট হাজারেরও বেশি ঘরবাড়ি। ফলে খাদ্য, পানি, চিকিৎসা এবং আশ্রয়ের মারাত্মক সংকট দেখা দিয়েছে। স্থানীয় ও আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা কার্যক্রম চালাচ্ছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন। বিমান যাত্রার আগে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশ সরকারের পাঠানো এই মানবিক সহায়তা আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ লাঘবে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

বিমানটি ছাড়ার আগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমান বাহিনী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। এ সময় জানানো হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনী ভবিষ্যতেও সরকারের নির্দেশনায় বিশ্বব্যাপী মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

-রফিক


মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণেই ইহকাল ও পরকালের মুক্তি:  তারেক রহমান

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৪ ২১:৫৪:১৩
মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণেই ইহকাল ও পরকালের মুক্তি:  তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, হজরত মুহাম্মদ (সা.)-এর পৃথিবীতে আগমনের মধ্য দিয়ে মানবজাতি নিজেদের কল্যাণ ও শান্তির পথ খুঁজে পেয়েছে। তাঁর আগমনের ফলে জগতের সব অন্যায়, অবিচার, কুসংস্কার, নিপীড়ন ও বৈষম্যের অন্ধকার দূর হয়েছে। তাই তিনিই মানবতার মুক্তির দিশারী।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দেওয়া এক বাণীতে তারেক রহমান এসব কথা বলেন।

তারেক রহমানের বাণী

তারেক রহমান বলেন, ঈদে মিলাদুন্নবী হলো মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পৃথিবীতে আগমন এবং তাঁর জীবন থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে এই দিনটি উদযাপন করা। তিনি মানবজাতিকে পরিশুদ্ধ করেছেন এবং তাদের জন্য সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল-কোরআন ও সঠিক পথের শিক্ষা দিয়েছেন। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর আগমন দিবস মর্যাদা ও আনন্দের। আল্লাহর প্রতি ঈমান এবং মানবতার পথপ্রদর্শক এই মহামানবের পৃথিবীতে আবির্ভাবের দিন আজ।

তিনি সারা বিশ্বের জন্য রহমতস্বরূপ এবং আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় উপহার। আল্লাহ তাঁকে মহিমান্বিত মর্যাদা দান করেছেন। তাঁর আগমনের ফলেই মানুষ ইহকাল ও পরকালের মুক্তির সন্ধান পেয়েছে। হজরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাব ছিল এক আলোকিত বিস্ময়।

তারেক রহমান বলেন, মানুষ ন্যায় ও সৎ পথে চলার অনুকরণীয় দৃষ্টান্ত লাভ করে রাসুল (সা.)-এর দেখানো পথে। তিনি নিজ যোগ্যতা, সততা, মহানুভবতা, সহনশীলতা, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস, অসীম সাহস, ধৈর্য, সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস, নিষ্ঠা ও অপরিসীম দুঃখ-যন্ত্রণা ভোগ করে তাঁর ওপর অবতীর্ণ সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল-কোরআনের বাণী অর্থাৎ তাওহিদ প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করেন। আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগে আইন, বিচার ও প্রশাসনসহ সর্বক্ষেত্রে যে অনাচার ও অরাজকতা বিরাজমান ছিল, তা দূর করতে তিনি 'রহমাতুল্লিল আলামিন' হিসেবে আবির্ভূত হন।

তিনি আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর করে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে সত্য, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। সমাজে অবহেলিত, নির্যাতিত, বঞ্চিত ও দুঃখী মানুষের সেবা, পরস্পরের প্রতি শ্রদ্ধা, পরমতসহিষ্ণুতা, দয়া, ক্ষমা, শিশুদের প্রতি দায়িত্ব এবং নারীর মর্যাদা প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর আদর্শ অতুলনীয়। তাই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে স্বীকৃত। তারেক রহমান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন সবাই মহানবীর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমা নিজেদের জীবনে প্রতিফলিত করতে পারে।

মির্জা ফখরুলের বাণী

এদিকে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একটি বাণী দিয়েছেন। তিনি বলেন, আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, বিশ্বজগতের এক সর্বশ্রেষ্ঠ মহামানবের আবির্ভাবের দিন। এই শিশুর শুভাগমন সারা দুনিয়াকে আলোড়িত করেছিল। এই দিনটি নবীজির জীবনের সততা, নম্রতা, উদারতা ও ন্যায়বিচারের মতো মূল্যবোধগুলোর প্রতি শ্রদ্ধা জানানো এবং তাঁর দেখানো পথে চলার অনুপ্রেরণা লাভের এক মহিমান্বিত মুহূর্ত। তিনি দেশবাসীসহ মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের চূড়ান্ত সীমানা প্রকাশ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৪ ২০:১৪:৩৭
জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের চূড়ান্ত সীমানা প্রকাশ
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নতুন সীমানা মেনেই অনুষ্ঠিত হবে পরবর্তী জাতীয় নির্বাচন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।

ইসি সচিব জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য সংসদীয় এলাকার সীমানা নির্ধারণের প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা খুব শিগগিরই গেজেট আকারে প্রকাশ করা হবে।

নতুন এই সীমানায় কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। গাজীপুরে একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয়েছে, আর বাগেরহাটে একটি আসন কমিয়ে তিনটি নির্ধারণ করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদের ২৬১টি আসনের সীমানা অপরিবর্তিত রেখে বাকি ৩৯টি আসনে ছোটখাটো পরিবর্তন এনে নতুন সীমানার খসড়া গত ৩০ জুলাই প্রকাশ করেছিল ইসি।

খসড়া প্রকাশের পর সংসদীয় এলাকার সীমানা নিয়ে বিভিন্ন দাবি ও আপত্তি জানানোর জন্য ১০ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। এই সময়ের মধ্যে মোট ১ হাজার ৮৯৩টি আপত্তি এবং সুপারিশ জমা পড়ে। এর মধ্যে ৩৩ জেলার ৮৪টি আসন সম্পর্কিত ১ হাজার ১৮৫টি আপত্তি এবং ৭০৮টি পরামর্শ ছিল। উভয় পক্ষ থেকেই মতামত এসেছিল, যার ওপর ভিত্তি করে ইসি আপত্তিগুলো প্রথমে শোনেন।

গত ২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত টানা চার দিন ধরে প্রস্তাবিত নির্বাচনী এলাকার সীমানা নিয়ে উত্থাপিত দাবি, আপত্তি ও আবেদনের ওপর শুনানি করে নির্বাচন কমিশন। তখন ইসি সচিব জানিয়েছিলেন, দ্রুততম সময়ের মধ্যে সবকিছু পর্যালোচনা করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সেই ঘোষণা অনুযায়ীই এবার চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হলো।


দেশে ফিরতে চাইলে তারেক রহমানকে সহায়তা দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৪ ২০:০৫:১৮
দেশে ফিরতে চাইলে তারেক রহমানকে সহায়তা দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি দেশে ফিরতে চান, তবে সরকার তাকে সব ধরনের সহায়তা দেবে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। তার ভ্রমণ সংক্রান্ত নথিপত্র বা ট্রাভেল ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা থাকলে, সরকার তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তৌহিদ হোসেন জানান, তারেক রহমান পাসপোর্টের জন্য আবেদন করেছেন কি না, সে বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। তিনি যখন দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করবেন, তখন তার জন্য প্রয়োজনীয় পাসপোর্ট বা অন্য যেকোনো ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র সরবরাহ করা হবে।

সরকার নিজে থেকে তাকে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নেবে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "আমার মনে হয় সেটার প্রয়োজন নেই। তিনি যখনই দেশে ফিরতে চাইবেন, আমাদের যতটুকু সহযোগিতা করার দরকার, আমরা অবশ্যই করব।"

এছাড়াও, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের সঙ্গে সর্বশেষ যোগাযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, এ নিয়ে ভারতকে নতুন করে কোনো চিঠি দেওয়া হয়নি। একটি চিঠি একবারই দেওয়া হয়েছে এবং এরপর এ বিষয়ে কোনো অগ্রগতি হলে তা সবাইকে জানানো হবে।


পোস্টারবিহীন নির্বাচন, প্রচারে নতুন বিধান যুক্ত করল ইসি

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৪ ১২:৫২:৩৭
পোস্টারবিহীন নির্বাচন, প্রচারে নতুন বিধান যুক্ত করল ইসি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ করে নতুন আচরণবিধি যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন বিধান অনুযায়ী, একজন প্রার্থী তার নির্বাচনী এলাকায় সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন।

রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য প্রণীত এই নতুন আচরণবিধিমালায় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) এই বিধিমালা সংশোধনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি।

নতুন আচরণবিধিমালায় বলা হয়েছে:

প্রচারণায় নতুন নিয়ম: নির্বাচনের দিন ও প্রচারের সময় কোনো ধরনের ড্রোন, কোয়াডকপ্টার বা এ ধরনের যন্ত্র ব্যবহার করা যাবে না।

বিলবোর্ডের ব্যবহার: প্রতিটি বিলবোর্ডের সর্বোচ্চ দৈর্ঘ্য হবে ১৬ ফুট এবং প্রস্থ ৯ ফুট। একজন প্রার্থী তার সংসদীয় আসনে সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন।

সাইবার নিরাপত্তা: নারীদের সাইবার বুলিং থেকে রক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মিথ্যাচার ও অপপ্রচার ছড়ালে শাস্তির বিধান রাখা হয়েছে।

বিদেশে প্রচারণা: কোনো প্রার্থী সশরীরে বিদেশে গিয়ে তার পক্ষে প্রচারণা চালাতে পারবেন না।

আচরণবিধি লঙ্ঘনের জন্য শাস্তির বিধানও বাড়ানোর প্রস্তাব করেছে ইসি। এক্ষেত্রে প্রার্থিতা বাতিলের বিধান যুক্ত করা হয়েছে। জরিমানার পরিমাণ ৫০ হাজার থেকে বাড়িয়ে দেড় লাখ টাকা করা হয়েছে এবং ছয় মাসের কারাদণ্ডের আগের বিধানটি বহাল রাখা হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের সঙ্গে সমন্বয় রেখে তৈরি করা এই বিধিমালা কার্যকর হলে এটি নির্বাচনের প্রচারণার পদ্ধতিকে পুরোপুরি বদলে দেবে বলে মনে করা হচ্ছে।


জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৪ ১২:০৭:০৯
জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি
ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগে সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এবং তার স্ত্রী শেরিফা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে চলা দুর্নীতির অনুসন্ধানের জন্য দুদকের উপপরিচালক রেজাউল করিম এই নিষেধাজ্ঞার আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন।

আদালতের আদেশে বলা হয়, জিএম কাদের ও তার স্ত্রী শেরীফা কাদেরের বিরুদ্ধে অবৈধ উপায়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। এই অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা দেশ ছেড়ে চলে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত বা দীর্ঘায়িত হতে পারে।

আদেশে আরও বলা হয়, অভিযোগের গুরুত্ব বিবেচনা করে এবং সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন। আদালত ইমিগ্রেশন কর্তৃপক্ষকে এই আদেশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

পাঠকের মতামত: