নাসুমের অলরাউন্ড শো, তবু হারল বাংলাদেশ ‘এ’ দল

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১০ ১৮:৩০:১৯
নাসুমের অলরাউন্ড শো, তবু হারল বাংলাদেশ ‘এ’ দল

সত্য নিউজ: নাসুম আহমেদের কাছে মূল দায়িত্ব বল হাতে প্রতিপক্ষকে চাপে রাখা। তবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে আজ তৃতীয় ও শেষ আনঅফিশিয়াল ওয়ানডেতে তিনি দায়িত্ব নিলেন ব্যাট হাতেও—আর সেটাই হয়ে উঠল দলের সংগ্রামের মূল অবলম্বন। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে কখনোই ফিফটির দেখা না পাওয়া নাসুম আজ ব্যাটিং করেছেন নির্ভরতার প্রতীক হয়ে। ৮ নম্বরে নেমে ৯৬ বল মোকাবিলা করে ৯ চার ও ১ ছক্কায় ৬৭ রানে অপরাজিত থেকে গেছেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি, সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ড ‘এ’ দলের কাছে ৪ উইকেট আর ১০ বল হাতে রেখে হেরে গেছে বাংলাদেশ ‘এ’।

তবে শেষ ম্যাচের হার বড় ক্ষতি নয়, কারণ আগেই সিরিজ নিশ্চিত করে রেখেছিল স্বাগতিকরা। প্রথম দুই ম্যাচ জিতে ৩ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয় বাংলাদেশের।

আজ টস হেরে ব্যাট করতে নেমে শুরুর ধাক্কাতেই দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশ ‘এ’ দল। ৫৪ রানের মধ্যেই হারিয়ে বসে ৪ উইকেট। ইনিংস মেরামতের চেষ্টা করেন ইয়াসির আলী, যিনি ৬৩ রান করেন ৬৫ বলে, ৭ চার ও ৩ ছক্কার ইনিংসে। নাসুমের সঙ্গে তাঁর ৪২ রানের জুটি ছিল ইনিংসের অন্যতম আলো। এরপর একপর্যায়ে ১৮০ রানে ৯ উইকেট পড়ে গেলে দুই শর আগেই অলআউট হওয়ার শঙ্কা তৈরি হয়। তবে শেষ উইকেটে ইবাদত হোসেনের সঙ্গে ৪৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে টেনে নিয়ে যান নাসুম।

নিউজিল্যান্ড ‘এ’ দল রান তাড়ায় শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিতে খেলতে থাকে। উদ্বোধনী জুটিতেই আসে ১১.২ ওভারে ৭৭ রান। প্রথম উইকেট তুলে দেন নাসুম, রিস মারিউকে এলবিডব্লু করে ফেরান ৩৩ রানে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও ম্যাচের নিয়ন্ত্রণ ছাড়েনি সফরকারীরা। ১৬৬ রানে ৬ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও ডিন ফক্সক্রফট ও জ্যাকারি ফোকস দায়িত্ব নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

নাসুম ১০ ওভারে ৪৪ রান দিয়ে ২ উইকেট নেন, দলকে লড়াইয়ে রাখার সর্বোচ্চ চেষ্টাই করেন। তবে রান যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৪৩ বলে ৪৬ রান করা ফক্সক্রফট ও ৪২ বলে অপরাজিত ২৮ রান করা ফোকস ৬৫ রানের জুটিতে ম্যাচটি শেষ করে দেন।

সিরিজ হেরে মাঠ ছাড়লেও নাসুম আহমেদের অলরাউন্ড পারফরম্যান্স এক নিঃশব্দ ঘোষণা—প্রয়োজনে তিনিই হতে পারেন দলের নির্ভরতার আরেক নাম।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ