নির্বাচিত ১,০০০ অফিসার, তথ্য জমার ডেডলাইন ২৯ মে

চাকরি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১০ ১৬:৫৮:৪৭
নির্বাচিত ১,০০০ অফিসার, তথ্য জমার ডেডলাইন ২৯ মে

অগ্রণী ব্যাংক পিএলসি-তে ২০২১ সালভিত্তিক অফিসার (সাধারণ) পদে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় (BSCS), বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রাথমিকভাবে ১,০০০ জন প্রার্থীকে নিয়োগের জন্য নির্বাচন করা হয়েছে।

প্রার্থীদের নিয়োগপূর্ব নিরাপত্তা যাচাই (Police Verification Report) এর জন্য অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় তথ্য জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়সীমা অনুযায়ী, আগামী ২৯ মে ২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট প্রার্থীদের www.agranibank.org ওয়েবসাইটে প্রবেশ করে ‘Career’ লিংকে গিয়ে ‘Police Verification’ বাটনে ক্লিক করে সংশ্লিষ্ট তথ্য ইনপুট ও ডকুমেন্ট আপলোড করতে হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা:

  • পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন যাচাইয়ের সময় যদি কোনো বিরূপ, নেতিবাচক বা অনুপযুক্ত মন্তব্য পাওয়া যায়, তাহলে কোনো রকম কারণ দর্শানো ছাড়াই প্রার্থীর নিয়োগ তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে।

  • নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র তাঁদের বর্তমান ও স্থায়ী ঠিকানায় ডাকযোগে পাঠানো হবে।

  • নিয়োগপত্রে পদায়ন স্থান, যোগদানের নির্ধারিত তারিখ এবং অন্যান্য শর্তাবলি স্পষ্টভাবে উল্লেখ থাকবে।

  • নিয়োগ ও পদায়ন–সংক্রান্ত যেকোনো ধরনের তদবির বা সুপারিশ গ্রহণযোগ্য নয় এবং এর ফলে প্রার্থীর নিয়োগ বাতিল বলে গণ্য হবে।

প্রার্থীদের প্রতি বিশেষ অনুরোধ:

নির্ধারিত সময়সীমার মধ্যে তথ্য জমা না দিলে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ পড়ার ঝুঁকি রয়েছে। তাই যথাসময়ে তথ্যাদি সঠিকভাবে প্রদান ও আপলোড করার জন্য অনুরোধ করা হচ্ছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ