শহরের বুকে ‘গণপিটুনি’ ঢাবি শিক্ষার্থীদের! চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে চাঁদনী চক মার্কেটের ব্যবসায়ীদের চরম অমানবিক আচরণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে রাজধানী। কাপড় কিনতে গিয়ে এক ছাত্রীকে হেনস্তা ও অশালীন মন্তব্যের প্রতিবাদ করায় বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে শারীরিকভাবে লাঞ্ছিত ও নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, দায়ের করা হয়েছে মামলা।
ঘটনা ঘটে সোমবার (২৬ মে) রাত সাড়ে ৮টার দিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহেদুল ইসলাম, আয়াজুর রহমান এবং তাঁদের এক নারী সহপাঠী চাঁদনী চক মার্কেটে কাপড় কিনতে যান। দামাদামির একপর্যায়ে দোকানদার ওই ছাত্রীকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করে। সঙ্গে থাকা দুই শিক্ষার্থী প্রতিবাদ করতেই উত্তেজনা ছড়ায়। অভিযোগ অনুযায়ী, দোকানের ম্যানেজারসহ আশপাশের দোকানদাররা দলবদ্ধ হয়ে দুই ছাত্রের ওপর হামলা চালায়। একপর্যায়ে শাহেদুল ইসলামকে একটি কক্ষে প্রায় ৪০ মিনিট আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়, দেওয়া হয় প্রাণনাশের হুমকিও।
খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাস্থলে ছুটে যান এবং নিউ মার্কেট থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং বিভিন্ন হলের প্রাধ্যক্ষগণ। আহত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ঢাবি প্রশাসন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখসহ আরও ৫০ জন অজ্ঞাতনামা ব্যবসায়ীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করেছে এবং বাকি অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে নিউ মার্কেট থানা পুলিশ।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে গেম্বলারদের দৌরাত্ম্য: আস্থা ফেরাতে চাই কঠোর শাস্তি ও কাঠামোগত সংস্কার
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঈদের দীর্ঘ ছুটি, চালু থাকবে জরুরি সেবা
- বাংলাদেশে সেনা-সরকার উত্তেজনা ও ‘কু’ এর গুঞ্জন: নেপথ্যে কি?
- নতুন রাজনৈতিক সমীকরণে কারা টিকে থাকবে, কারা হারিয়ে যাবে?
- সেনাপ্রধানের বক্তব্য, জুলকারনাইন তাতে যা বললেন!
- নাহিদের স্পষ্ট বার্তা: এনসিপিতে নেই দুই উপদেষ্টা আসিফ ও মাহফুজ
- তারকা পরিচিতি: রক্ষাকবচ না কি সমাজবিমুখ অব্যাহতি?
- বিএনপির সালাউদ্দিনকে নিয়ে কি লিখলেন প্রেস সচিব শফিকুল?
- সড়ক দুর্ঘটনায় সেনা কর্মকর্তা নিহত
- বাংলাদেশে আন্তর্বর্তী সরকারের পদক্ষেপে মৌলিক অধিকার হুমকিতে
- মুহাম্মদ ইউনূস প্রশাসনের ভবিষ্যৎ কেন অনিশ্চিত
- ডিসেম্বরে নির্বাচন চান সেনাপ্রধান
- "ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সব রাজনৈতিক দল অকুণ্ঠ সমর্থন জানিয়েছে"
- তিন মাসে ১.১৮ লাখ কোটি টাকার মূলধন ঘাটতি, দেউলিয়াত্বের পথে ২০ ব্যাংক
- স্টারলিংক চালু, সরকারের দ্রুত সিদ্ধান্তের নেপথ্যে কি?