২৩৫ দিন পর সাকিবের প্রত্যাবর্তন

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৩ ০৯:৪২:২১
২৩৫ দিন পর সাকিবের প্রত্যাবর্তন

সত্য নিউজ: টানা ২৩৫ দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে উইকেটের দেখা পেলেন সাকিব আল হাসান। দীর্ঘ বিরতির পর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এলিমিনেটর ম্যাচে করাচি কিংসের বিপক্ষে বল হাতে ফিরে উইকেট শিকার করলেন এই বাংলাদেশি অলরাউন্ডার। তার দল লাহোর কালান্দার্সও ম্যাচে ৬ উইকেটের দাপুটে জয় তুলে নিয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে।

সাকিব শেষবার উইকেট নিয়েছিলেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। এরপর ৬ মাসেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন তিনি। ফিরেই দ্বিতীয় ম্যাচে উইকেট তুলে নেওয়ার মাধ্যমে নিজের জাত চেনান অভিজ্ঞ এই স্পিনার। করাচির ইনিংসে পাওয়ারপ্লে শেষ হওয়ার পরপরই তাকে আক্রমণে আনেন অধিনায়ক শাহিন আফ্রিদি। নিজের একমাত্র ওভারেই প্রথম পাঁচ বলে ৪ রান দিয়ে ওভারের শেষ বলে ফিরিয়ে দেন বিপজ্জনক ব্যাটার জেমস ভিন্সকে। তবে এরপর আর তাকে আক্রমণে আনেননি অধিনায়ক, কারণ তখন ক্রিজে ছিলেন বাঁহাতি ব্যাটার ডেভিড ওয়ার্নার, যিনি পরে খেলেন ৭৫ রানের দৃষ্টিনন্দন ইনিংস।

করাচি কিংস ২০ ওভারে দাঁড় করায় ১৯০ রানের লড়াকু সংগ্রহ। শেষ দিকে ইরফান খান, খুশদিল শাহ ও মোহাম্মদ নবির ছোট ছোট ইনিংসেই পুঁজি গড়ে তোলে দলটি। তবে এত রান তাড়া করেও সাকিবের ব্যাটিংয়ের প্রয়োজন পড়েনি। ওপেনার ফখর জামান ২৮ বলে ৪৭ রান করে দলকে উড়ন্ত সূচনা এনে দেন। তার বিদায়ের পর আব্দুল্লাহ শফিক ৩৫ বলে ৬৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে জয় নিশ্চিত করার পথ মসৃণ করে তোলেন। পরে কুশল পেরেরা করেন ৩০ এবং ভানুকা রাজাপাকশে ১২ বলে ২৩ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।

উল্লেখ্য, লাহোর কালান্দার্স দলে সাকিব ছাড়া আরও ছিলেন বাংলাদেশের রিশাদ হোসেন ও মেহেদি হাসান মিরাজ। তবে অভিজ্ঞতার বিচারে একাদশে সুযোগ পেয়েছেন শুধু সাকিবই। লাহোর কালান্দার্স এবার কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেডের। ফেরার দিনে বোলিংয়ে সফল সাকিব হয়তো এবার ব্যাট হাতেও আলো ছড়াবেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ