দেশ কোনো রাজনৈতিক ঐক্যের পথে নাই: উমামা ফাতেমা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৩ ০৯:১০:৫৮
দেশ কোনো রাজনৈতিক ঐক্যের পথে নাই: উমামা ফাতেমা

সত্য নিউজ: “দেশ কোনো ধরনের রাজনৈতিক ঐক্যের পথে নাই”—এই ভাষ্য দিয়ে চলমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। বৃহস্পতিবার (২৩ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত একটি পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে উমামা বলেন, “এই রাজনৈতিক ঐক্য ভেঙে গেছে অনেক আগেই—গত সেপ্টেম্বর-অক্টোবরে। খোলসটা তখনও ছিল, এখন সেটাও খুলে পড়ছে, তাই অনেকেই অবাক হচ্ছেন।” তিনি মনে করেন, সব পক্ষ যদি শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে কিছুটা পরিপক্বতা দেখাতো, তাহলে অন্তত নির্বাচন পর্যন্ত দেশ স্থিতিশীল রাখা যেত।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “দেশটা যেন স্ট্যাবল না হয়, সেজন্য ভেতরে ভেতরে অনেক ধরনের ফোর্স সক্রিয় আছে। জুলাইয়ে যারা মাঠে ছিল, তারাই এখন ক্ষমতা প্রশ্নে অস্থির হয়ে পড়েছে। যেন গোটা দেশটাই একটা খেলা।”

উমামা ফাতেমা দৃঢ়তার সাথে বলেন, “রাজনৈতিক প্রজ্ঞা, ধৈর্য আর টেবিলের আলোচনায় ঐকমত্য—এটাই পারে দেশকে একটি গণতান্ত্রিক উত্তরণের পথে নিয়ে যেতে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন প্রতিটি পক্ষই একে অপরকে বিশ্বাসঘাতক ও গাদ্দার মনে করে।”

ড. ইউনূস ইস্যুতে রাজনৈতিক অঙ্গনে হা-হুতাশ প্রসঙ্গে তিনি কটাক্ষ করে লেখেন, “যখন ঐকমত্য গঠনের সময় ছিল, তখন ভাঙনের রাজনীতি করেছেন। এখন এসে হা-হুতাশ হাস্যকর লাগে।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ