জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৩ ০৯:০৬:৪৩
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ

সত্য নিউজ: জুলাই-আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী অস্থির পরিস্থিতিতে দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জন ব্যক্তির তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সেনাবাহিনী জানায়, গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে একাধিক কুচক্রী মহলের তৎপরতায় দেশজুড়ে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটে। সরকারি স্থাপনা, থানা ও রাজনৈতিক কর্মীদের বাসভবনে হামলা, অগ্নিসংযোগ, চুরি, ডাকাতি, এবং মব জাস্টিসের মতো ঘটনার কারণে বহু মানুষ নিরাপত্তাহীনতায় ভোগেন। ওই সময় নানা শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রাণরক্ষার জন্য বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নেন।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, সেনানিবাসগুলোতে আশ্রয় নেওয়া ৬২৬ জনের মধ্যে আছেন—

২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ জন অসামরিক প্রশাসনিক কর্মকর্তা, ৫১৫ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও অন্যান্য ১২ জন, ৫১ জন পরিবার সদস্য (স্ত্রী ও শিশু)

সেনাবাহিনী জানিয়েছে, তৎকালীন পরিস্থিতিতে এই মানুষদের জীবন রক্ষা করাই ছিল অগ্রাধিকার। তাদের সঠিক পরিচয় যাচাইয়ের আগে মানবিক কারণে সাময়িক আশ্রয় প্রদান করা হয়েছিল। পরিস্থিতির উন্নতি হলে বেশিরভাগ মানুষ এক বা দুই দিনের মধ্যেই সেনানিবাস ত্যাগ করেন। এদের মধ্যে ৫ জনকে অভিযোগ ও মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সেনানিবাসে আশ্রয় দেওয়া এই ঘটনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে, যা থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। বাংলাদেশ সেনাবাহিনী পুনর্ব্যক্ত করেছে যে, তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায়, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ