৫/১০ বছর আমাদেরকে আওয়ামী লীগের কাফফারা দিতে হবে: ফাহাম আব্দুস সালাম

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৩ ০৮:৪২:১৯
৫/১০ বছর আমাদেরকে আওয়ামী লীগের কাফফারা দিতে হবে: ফাহাম আব্দুস সালাম

সত্য নিউজ:লেখক ও অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। ২২ মে তারিখে ফেসবুকে প্রকাশিত ওই বক্তব্যে তিনি রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে বিএনপি ও এনসিপির প্রতি ধৈর্য্য ধরার এবং দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

তিনি বলেন, “বাংলাদেশের সকল পলিটিকাল এক্টর, বিশেষ করে বিএনপি ও এনসিপির নেতাদের প্রতি অনুরোধ করবো - দয়া করে একে ওকে পদত্যাগ করার চাপ দেয়া থেকে বিরত হোন।”

ফাহাম স্পষ্টভাবে উল্লেখ করেন যে, দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা অত্যন্ত জটিল এবং প্রতিষ্ঠানগুলো দুর্বল। এই পরিস্থিতিতে কারো পারফরম্যান্সই উজ্জ্বল নয় এবং ভবিষ্যতে জনগণকে এর মূল্য দিতে হতে পারে। তার ভাষায়, “আগামী ৫/১০ বছর আমাদেরকে আওয়ামী লীগের কাফফারা দিতে হবে।”

তিনি রাজনৈতিক পরিপক্বতার গুরুত্ব তুলে ধরে বলেন, “দেখেন আমাদের একটা নতুন জাতি। আমাদের সিনিয়রদের ম্যাচুরিটির প্রমাণ দিতে হবে। অপছন্দনীয় জিনিস নিয়ে আমাদের চলা শিখতে হবে।”

জাতীয় নেতাদের উদ্দেশে তিনি বলেন, “আল্লাহর ওয়াস্তে আপনারা ধৈর্য্য ধারণ করুন এবং ইনস্টিটিউশনের ওপর ভরসা করুন।” একইসঙ্গে তিনি ইউনুস সাহেবের প্রতি আস্থা রাখার আহ্বান জানান, যদিও তার কিছু কর্মকাণ্ড সবার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে।

ফাহাম সতর্ক করেন, পদত্যাগের প্রবণতা সামগ্রিক সমস্যাকে আরও জটিল করে তুলবে। তিনি বলেন, “এই সরকারকে কোনোভাবেই ফেইল করতে দেয়া যাবে না।”

তিনি তরুণদের হতাশা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন, “নির্বাচন বাংলাদেশে হবে, মানুষ ভোট দেবে... কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের তরুণরা যেন সিস্টেমের ওপর ভরসা হারিয়ে না ফেলে।”

সবশেষে তিনি ঠাণ্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়ে বলেন, “ভুলে যাবেন না যে আমাদের নিজেদের একটা পার্সোনাল জার্নিও শুরু হয়েছে ৫ই অগাস্টের পর। এটাই বড় জার্নি।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ