প্রধান উপদেষ্টা ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৩ ০০:৪৮:২৯
প্রধান উপদেষ্টা ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চলমান রাজনৈতিক অচলাবস্থা ও চাপে পদত্যাগ বিবেচনা করছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম। সাক্ষাৎ শেষে বিবিসি বাংলাকে তিনি বলেন, “আজ সকাল থেকেই স্যারের পদত্যাগের সম্ভাবনার কথা শুনছিলাম। সেই প্রসঙ্গে আলোচনা করতেই দেখা করতে গিয়েছিলাম।”

নাহিদ ইসলাম জানান, অধ্যাপক ইউনূস চলমান রাজনৈতিক পরিবেশে দায়িত্ব পালন সম্ভব কিনা, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। “স্যার বলেছেন, যদি কাজ করতে না পারি, তাহলে থেকে লাভ কী? দেশের পরিবর্তনের জন্য, গণ–অভ্যুত্থানের পর আমাকে ডাকা হয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি এমন যে, আন্দোলন, চাপ এবং জিম্মি পরিস্থিতির মধ্যে কাজ করা সম্ভব নয়,”—বলেন নাহিদ।

এনসিপি নেতা আরও জানান, তিনি অধ্যাপক ইউনূসকে পদত্যাগ না করার আহ্বান জানিয়েছেন। “আমি স্যারকে বলেছি, আমাদের গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জাতীয় নিরাপত্তা এবং ভবিষ্যতের স্বার্থে তাঁকে শক্ত থাকতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্য ধরে রেখে এগিয়ে যেতে হবে। আমরা আশা করি, সবাই তাঁকে সহযোগিতা করবে।”

তবে অধ্যাপক ইউনূসের পক্ষ থেকে পদত্যাগের সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গেছে বলে জানান নাহিদ ইসলাম। তাঁর ভাষায়, “উনি বলছেন, পরিস্থিতি এমন যে কাজ করতে পারবেন না। তিনি এখন এ বিষয়ে ভেবে দেখছেন।”

এই প্রসঙ্গে নাহিদ বলেন, “যদি রাজনৈতিক দলগুলো তাঁকে আস্থা না দেয়, আশ্বাস না দেয়—তাহলে তিনি থাকবেন কেন?”

এর আগে আজ বিএনপি অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের অপসারণ দাবি করেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানো নিয়ে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে এই দাবি ওঠে।

অন্যদিকে, এনসিপির শীর্ষপর্যায়ের এক নেতা পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, সংস্কার-সুপারিশ বাস্তবায়ন না হলে অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে—আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদকে—‘বিএনপির মুখপাত্র’ আখ্যা দিয়ে পদত্যাগে বাধ্য করা হতে পারে।

এদিকে বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তাঁর আগের বিভাজনমূলক বক্তব্য ও শব্দচয়ন নিয়ে দুঃখ প্রকাশ করেছেন।

রাজনৈতিক চাপ, সমঝোতার অভাব ও অভ্যন্তরীণ টানাপোড়েনের প্রেক্ষাপটে অধ্যাপক ইউনূসের পদত্যাগ নিয়ে জাতীয় রাজনীতিতে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ