সিলকো ফার্মা দিল বিনিয়োগকারীদের জন্য সুখবর!

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১০ ১২:৫০:৪৩
সিলকো ফার্মা দিল বিনিয়োগকারীদের জন্য সুখবর!
ছবি: সংগৃহীত

ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্কুলার অনুযায়ী, সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের (SILCOPHL) শেয়ার আগামী ১১ ডিসেম্বর থেকে বিশেষ ব্যবস্থায় স্পট মার্কেটে লেনদেনের জন্য উন্মুক্ত করা হবে। এই সময়কাল চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। এই চার দিন স্পট মার্কেটে শেয়ার কেনাবেচার পাশাপাশি ব্লক বাজারেও লেনদেন কার্যকর থাকবে এবং উভয় ক্ষেত্রেই স্পট সেটেলমেন্ট সাইকেল অনুযায়ী নিষ্পত্তি সম্পন্ন হবে।

উল্লেখিত সময়ে সিলকো ফার্মাসিউটিক্যালসের শেয়ার কাম বেনিফিট অবস্থায় লেনদেন হবে, অর্থাৎ এই সময় শেয়ার ক্রয় করলে বিনিয়োগকারীরা ঘোষিত সুবিধার উপযোগী বলে বিবেচিত হবেন। সাধারণত রেকর্ড ডেটের আগে কোম্পানিগুলো স্পট মার্কেট চালু রাখে যাতে শেয়ারহস্তান্তর দ্রুত নিষ্পত্তি হয় এবং বিনিয়োগকারীরা তাদের মালিকানা নিশ্চিত করতে পারেন।

ডিএসই আরও জানায়, ১৫ ডিসেম্বর কোম্পানিটির নির্ধারিত রেকর্ড ডেট থাকায় ওই দিন শেয়ার লেনদেন সম্পূর্ণভাবে স্থগিত থাকবে। রেকর্ড ডেটে শেয়ার ক্রয়-বিক্রয় বন্ধ রাখার নিয়ম বাজারের মালিকানা যাচাই এবং সংশ্লিষ্ট সুবিধা প্রদানের প্রস্তুতি হিসেবে অনুসৃত হয়। এর ফলে শেয়ারহোল্ডারদের তালিকা চূড়ান্ত করতে বিনিয়োগকারীরা পূর্ববর্তী চারদিনে স্পট মার্কেটে সক্রিয় থাকতে পারবেন।

বাজার বিশ্লেষকদের মতে, স্পট মার্কেটে অংশগ্রহণ সাধারণত তারল্য বৃদ্ধি করে এবং রেকর্ড ডেট সংক্রান্ত অনিশ্চয়তা দূর করে বিনিয়োগকারীদের জন্য একটি স্বচ্ছ লেনদেন পরিবেশ নিশ্চিত করে।

-রাফসান


রেকর্ড ডেট শেষে তিন সিকিউরিটির লেনদেন পুনরায় শুরু

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১০ ১২:৪৮:২২
রেকর্ড ডেট শেষে তিন সিকিউরিটির লেনদেন পুনরায় শুরু
ছবি: সংগৃহীত

রেকর্ড ডেট সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ঢাকা স্টক এক্সচেঞ্জ আগামী ১১ ডিসেম্বর থেকে তিনটি সিকিউরিটির লেনদেন পুনরায় চালুর ঘোষণা দিয়েছে। ডিএসই কর্তৃপক্ষ জানায়, ৫ বছর মেয়াদি সরকারি ট্রেজারি বন্ড BGTB 11/12/2029, সোনালি আংশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এই তিন সিকিউরিটির শেয়ার ও বন্ড লেনদেন নির্ধারিত দিন থেকে স্বাভাবিক নিয়মে বাজারে ফিরবে।

সরকারি সিকিউরিটি TB5Y1229 (BGTB 11/12/2029) রেকর্ড ডেট শেষ হওয়ায় ১১ ডিসেম্বর থেকে লেনদেনযোগ্য হবে। সরকারি বন্ডের রেকর্ড ডেট সাধারণত সুদ কিংবা মূলধন সম্পর্কিত বিনিয়োগকারীর অধিকার নিশ্চিত করার জন্য নির্ধারিত হয়। রেকর্ড ডেট পরবর্তী লেনদেন পুনরারম্ভের মাধ্যমে বিনিয়োগকারীরা আগের নিয়মেই কেনাবেচায় অংশ নিতে পারবেন।

একইসঙ্গে সোনালি আংশ ইন্ডাস্ট্রিজের (SONALIANSH) শেয়ারের লেনদেনও একই দিনে পুনরায় চালু হবে। কোম্পানিটির রেকর্ড ডেট কার্যক্রম সম্পন্ন হওয়ায় শেয়ার লেনদেন স্বাভাবিক হচ্ছে। বিনিয়োগকারীদের অধিকার হালনাগাদ নিশ্চিত করার পর সাধারণত এ ধরনের রেজাম্পশন ঘোষণা দেওয়া হয়।

অন্যদিকে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের (MPETROLEUM) শেয়ারের লেনদেনও ১১ ডিসেম্বর থেকে পুনরায় বাজারে চালু হবে। কোম্পানিটির রেকর্ড ডেট সম্পন্ন হওয়ায় নির্ধারিত সময় অনুযায়ী লেনদেন ফিরে আসছে। রেকর্ড ডেটের সময়সীমায় শেয়ার হস্তান্তর অস্থায়ীভাবে স্থগিত থাকে, যা শেষ হওয়ার পর আবার লেনদেন শুরু করা হয়।

ডিএসইর নিয়ম অনুযায়ী, রেকর্ড ডেট শেষে সব ধরনের সিকিউরিটি পুনরায় বাজারে ফেরার মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য স্বাভাবিক লেনদেন প্রক্রিয়া নিশ্চিত হয়। তিনটি সিকিউরিটির একসঙ্গে লেনদেন পুনরারম্ভ বাজারে তারল্য ও সক্রিয়তা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

-রফিক


১৫ বছর মেয়াদি দুই বন্ডে লেনদেন বন্ধ, জানুন বিস্তারিত

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১০ ১২:৪৫:৫১
১৫ বছর মেয়াদি দুই বন্ডে লেনদেন বন্ধ, জানুন বিস্তারিত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারী ট্রেজারি বন্ডের (BGTB) দুটি আলাদা মেয়াদের সিকিউরিটিজের লেনদেন রেকর্ড ডেট উপলক্ষে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে প্রাপ্ত সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৫ বছর মেয়াদি ১৫/০৬/২০২৬ তারিখে পরিপক্ব হওয়া সরকারি সিকিউরিটির লেনদেন ১৪ ডিসেম্বর রেকর্ড ডেট এবং রেকর্ড ডেটের আগের দিন ১১ ডিসেম্বর স্থগিত থাকবে। বিনিয়োগকারীদের রেকর্ড ডেটের সঠিক হিসাব নিশ্চিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে ১৫ বছর মেয়াদি আরেকটি সিকিউরিটি, যার পরিপক্বতার তারিখ ১৫ ডিসেম্বর ২০২৫— এটির লেনদেন ১৪ ডিসেম্বর রেকর্ড ডেট ও ১১ ডিসেম্বর রেকর্ড ডেটের আগের দিন স্থগিত থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি, সিকিউরিটিটির মেয়াদ পূর্ণ হওয়ায় ১৫ ডিসেম্বর ২০২৫ থেকে এটি আনুষ্ঠানিকভাবে ডি-লিস্ট করা হবে। মেয়াদকাল সম্পন্ন হওয়ায় সাধারণ বিনিয়োগকারীদের প্রতি ইউনিটের বিপরীতে নির্ধারিত অর্থ ফেরত প্রদান প্রক্রিয়া সম্পন্ন হবে এবং এটি আর বাজারে লেনদেনযোগ্য থাকবে না।

বন্ড লেনদেন স্থগিতের এ ধরনের ঘোষণা সাধারণত রেকর্ড ডেট অনুযায়ী বিনিয়োগকারীর অধিকার শনাক্ত করা, সুদ বা মূলধন ফেরত প্রদান সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং বাজারে স্বচ্ছতা বজায় রাখার অংশ হিসেবে নেওয়া হয়। সরকারি সিকিউরিটিজ বাজারে সক্রিয় বিনিয়োগকারীরা তাই নির্ধারিত তারিখগুলোর প্রতি সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

-রাফসান


মার্জিন ফাইন্যান্সে যেসব শেয়ার যোগ হলো, সম্পূর্ণ তালিকা

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১০ ১২:৩২:৩০
মার্জিন ফাইন্যান্সে যেসব শেয়ার যোগ হলো, সম্পূর্ণ তালিকা
ছবি: সংগৃহীত

ঢাকা স্টক এক্সচেঞ্জ মার্জিন ফাইন্যান্সিংয়ের জন্য যোগ্য তালিকাভুক্ত সিকিউরিটিজের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে, যেখানে ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মূল্যায়নের ভিত্তিতে ১৩১টি কোম্পানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকায় মূলত এ ক্যাটাগরির ইকুইটি সিকিউরিটিজ প্রাধান্য পেয়েছে, যদিও সর্বশেষ অর্থবছরে ন্যূনতম ৫ শতাংশ লভ্যাংশ প্রদানকারী কিছু বি ক্যাটাগরির কোম্পানিও তালিকায় স্থান পেয়েছে।

নতুন তালিকায় ওষুধ, টেলিকম, ব্যাংক, বীমা, জ্বালানি, কেমিক্যাল, টেক্সটাইল, খাদ্য, আর্থিক প্রতিষ্ঠানসহ বিবিধ খাতের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো অন্তর্ভুক্ত হয়েছে। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন, ওয়ালটন, রেনাটা, ইস্টার্ণ ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আইডিএলসি, ডাচ–বাংলা ব্যাংকসহ বাজারের সুপরিচিত ও স্থিতিশীল প্রতিষ্ঠানগুলো নতুন তালিকায় রয়েছে।

মার্জিন ফাইন্যান্সিং উপযোগী সিকিউরিটিজ বাছাই করতে ডিএসই ট্রেইলিং পিই রেশিওকে প্রাথমিক সূচক হিসেবে বিবেচনা করেছে। এজন্য সর্বশেষ চার কোয়ার্টারে ঘোষিত আয়ের তথ্যকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, আর যেসব কোম্পানির ধারাবাহিক চার কোয়ার্টারের ইপিএস পাওয়া যায়নি, তাদের সর্বশেষ ইপিএসকে বার্ষিকায়ন করে পিই গণনা করা হয়েছে। একই সঙ্গে ক্লোজিং প্রাইস বা অ্যাডজাস্টেড ওপেনিং প্রাইস ব্যবহার করে ফ্রি-ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন নির্ধারণ করা হয়েছে।

ডিএসই জানিয়েছে, মার্জিন রুলস ২০২৫ এর সংশ্লিষ্ট বিধি-বিধানের আলোকে তালিকাটি প্রস্তুত করা হয়েছে এবং টিআরইসি–হোল্ডার ব্রোকারেজগুলোর প্রতি অন্যান্য নিয়মও কঠোরভাবে অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়ার অংশ এবং তালিকাটি আপাতত প্রাথমিক সংস্করণ হিসেবে বিবেচিত। কোনো অসঙ্গতি থাকলে তা সংশোধনের জন্য ডিএসইকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

এই নতুন তালিকা বিনিয়োগকারীদের জন্য বাজারের সম্ভাবনাময় ও তুলনামূলক নিরাপদ সিকিউরিটিজ চিহ্নিত করতে সহায়তা করবে, পাশাপাশি সামগ্রিক বাজারে তারল্য ও লেনদেন কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

-রাফসান


ডিএসই–৩০ সর্বশেষ আপডেট, বিনিয়োগকারীর জন্য জরুরি তথ্য

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ১০ ১১:৪৩:৪১
ডিএসই–৩০ সর্বশেষ আপডেট, বিনিয়োগকারীর জন্য জরুরি তথ্য
ছবি: সংগৃহীত

ডিএসই ৩০ সূচকে তালিকাভুক্ত শীর্ষ কোম্পানিগুলোর শেয়ার লেনদেনে বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ সকাল ১১টা ৪২ মিনিটে বাজারে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। কিছু কোম্পানি সামান্য উত্থান ধরে রাখতে সক্ষম হলেও কয়েকটি শেয়ার তারল্য ও চাহিদার চাপের কারণে নিম্নমুখী সংশোধনের মুখে পড়েছে।

সেশনের লেনদেনে মূল্য ও লেনদেন উভয় বিবেচনায় এগিয়ে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন (BSC)। কোম্পানিটির শেয়ার ১,২৯৪ ট্রেডে ৫৪.২১ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং ১০৬ দশমিক ৮ টাকা থেকে ১০৭ দশমিক ২ টাকায় সামান্য দাম বাড়িয়ে বাজার শেষ করেছে। একইভাবে ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংকের শেয়ারেও সক্রিয় লেনদেন দেখা যায়, যথাক্রমে ২১ কোটি ৯৪ লাখ ও ১৯ কোটি ৭৯ লাখ টাকার লেনদেন সম্পন্ন হয়।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার ৩ দশমিক ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ডিএসই–৩০ এর মধ্যে দিনের সর্বোচ্চ উত্থান দেখিয়েছে। শেয়ারটির দাম ৬৭ দশমিক ৭ টাকা থেকে বেড়ে ৭০ দশমিক ১ টাকায় পৌঁছায়, যা বিনিয়োগকারীদের উল্লেখযোগ্য আগ্রহ নির্দেশ করে। লঙ্কাবাংলা ফাইন্যান্স এবং লোভেলো আইসক্রিমের শেয়ারেও ইতিবাচক প্রবণতা লক্ষ করা গেছে।

অন্যদিকে গ্রামীণফোন, হেইডেলবার্গ সিমেন্ট, পদ্মা অয়েল ও ওয়ালটনের শেয়ারে সামান্য সংশোধন দেখা যায়। গ্রামীণফোনের শেয়ার মূল্য আগের দিনের তুলনায় ০ দশমিক ২৬ শতাংশ কমে ২৭২ দশমিক ৫ টাকায় দাঁড়ায়। পদ্মা অয়েল ও জামুনা অয়েলের শেয়ারও দিনের লেনদেনে চাপের মুখে পড়ে মূল্য হারিয়েছে।

ওষুধ খাতে বেক্সিমকো ফার্মা, রেনাটা ও স্কয়ার ফার্মার শেয়ার স্থিতিশীল প্রবণতা বজায় রাখলেও ভলিউম ছিল তুলনামূলকভাবে ভালো। স্কয়ার ফার্মার শেয়ারে ৪২ কোটি টাকার বেশি লেনদেন বাজারের আস্থা নির্দেশ করে।

লেনদেনের দিক থেকে BSC, লোভেলো, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক এবং রবি আজকের সেশনে সবচেয়ে বেশি সক্রিয় ছিল। সামগ্রিকভাবে ডিএসই–৩০ সূচকে সামান্য ইতিবাচক প্রবণতা দেখা গেলেও বাজারজুড়ে সতর্ক ও নির্বাচনী বিনিয়োগ মনোভাব স্পষ্ট ছিল।

-রাফসান


ব্লক মার্কেট দাপাল যে শেয়ারটি আজ!

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৯ ১৪:৫৯:৪৬
ব্লক মার্কেট দাপাল যে শেয়ারটি আজ!
ছবি: সংগৃহীত

ঢাকা স্টক এক্সচেঞ্জে ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে ব্লক মার্কেটে উল্লেখযোগ্য লেনদেন সম্পন্ন হয়েছে। দিনজুড়ে মোট ৩৫টি সিকিউরিটিজে ৮০টি ব্লক ট্রেড অনুষ্ঠিত হয়। এতে মোট ২৪ লাখ ৮৮ হাজার ৪৬৬টি শেয়ার হাতবদল হয়েছে এবং সম্পূর্ণ লেনদেনমূল্য দাঁড়িয়েছে ২১৩.২৮৯ কোটি টাকারও বেশি। বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, আজকের ব্লক ট্রেড প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তার একটি শক্তিশালী ইঙ্গিত বহন করছে।

ব্লক মার্কেটে সবচেয়ে নজরকাড়া লেনদেন হয় ফাইন ফুডস কোম্পানির শেয়ারে। ১৫টি লেনদেনে ৩১৭ থেকে ৩৪৬ টাকার দামে ১ লাখ ৮১ হাজার ৫৫৮টি শেয়ার লেনদেন হয়ে প্রায় ৬০.৯৩ কোটি টাকার লেনদেন সম্পন্ন হয়, যা আজকের ব্লক মার্কেটের সর্বোচ্চ। জিকিউ বলপেনও মূল্য ও পরিমাণ উভয় ক্ষেত্রে দৃঢ় উপস্থিতি দেখিয়েছে। ৪টি লেনদেনে ৩৮৫ থেকে ৪০১ টাকার দামে ৫৫ হাজার ১৩১টি শেয়ার লেনদেন হয়ে মোট ২১.৪৬ কোটি টাকার লেনদেন হয়।

ব্যাংকিং খাতেও আজ ব্লক ট্রেডে আকর্ষণীয় লেনদেন দেখা যায়। ব্র্যাক ব্যাংকের একক ব্লক ট্রেডে ৬৬ টাকার দরে ২ লাখ ৫০ হাজার শেয়ার হাতবদল হয়, যার মোট আর্থিক মূল্য ১৬.৫০ কোটি টাকা। ফার্মাসিউটিক্যাল খাতে বেক্সিমকো ফার্মা এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস-এর লেনদেনও উল্লেখযোগ্য ছিল। বেক্সিমকো ফার্মায় ১৩.৬২ কোটি টাকা এবং স্কয়ার ফার্মায় ১৪.৮৭ কোটি টাকার লেনদেন হয়, যা উভয় প্রতিষ্ঠানের প্রতি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী আস্থার প্রতিফলন।

শিল্প খাতে ডোমিনেজের শেয়ারে ব্যতিক্রমী লেনদেন হয়। ২৪.২০ থেকে ২৮.৫০ টাকার দামে ৫ লাখ ৩০ হাজার ৮৩৮টি শেয়ার লেনদেন হয়ে প্রায় ১৩.৮৯ কোটি টাকার ট্রেড সম্পন্ন হয়। একইভাবে, শ্যাম্প সুগার মিলসের ১৪টি ব্লক লেনদেনে ১৯৯ থেকে ২১৭.৭০ টাকার দামে মোট ৯২ হাজার ৮৫০টি শেয়ার লেনদেন হয়ে ১৯.৬৯ কোটি টাকার আর্থিক লেনদেন হয়।

এ ছাড়াও এআইসিআই, লোভেলো, ওরিয়ন ইনফিউশন, পিপলস ইন্স্যুরেন্স, কেও অ্যান্ড কিউসহ আরও অনেক প্রতিষ্ঠানের ব্লক লেনদেন বাজারে সক্রিয় প্রাতিষ্ঠানিক উপস্থিতির চিত্র স্পষ্ট করেছে। প্রতিটি লেনদেনই নির্দিষ্ট দামে বৃহৎ পরিমাণ শেয়ার বিনিময়ের মাধ্যমে ব্লক মার্কেটের তারল্যকে সমৃদ্ধ করেছে।

ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছে, মার্কেট সারাংশে প্রদত্ত দরবৃদ্ধি ও দরপতনের হিসাব ‘ক্লোজিং প্রাইস’ (CP) অনুযায়ী নির্ধারিত হয়। CP নির্ধারণে শেষ ৩০ মিনিটে সম্পন্ন হওয়া লেনদেনের ওজনিত গড়দর বিবেচনায় নেওয়া হয়। যদি ওই সময়ে লেনদেন না থাকে, তাহলে তার আগের সর্বোচ্চ ২০টি লেনদেনের গড়দর ব্যবহার করা হয়। এই কারণে ওয়েবসাইটে প্রদর্শিত শেষ লেনদেনমূল্য (LTP) এবং CP-র মধ্যে পার্থক্য থাকতে পারে।

সামগ্রিকভাবে, আজকের ব্লক মার্কেট লেনদেন বাজারের তারল্য বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক আগ্রহের শক্তিশালী প্রমাণ হিসেবে দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে ব্লক মার্কেটে বিনিয়োগের এই ধারা রাজধানী বাজারে বিনিয়োগ আস্থার পুনর্জাগরণের ইঙ্গিত দিচ্ছে।

-রাফসান


৯ ডিসেম্বর শেয়ারবাজারের পূর্ণাঙ্গ বিশ্লেষণ

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৯ ১৪:৫৫:৪৬
৯ ডিসেম্বর শেয়ারবাজারের পূর্ণাঙ্গ বিশ্লেষণ
ছবি: সংগৃহীত

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ৯ ডিসেম্বর ২০২৫-এ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শক্তিশালী পুনরুদ্ধার দেখা গেছে। বাজারজুড়ে বিস্ফোরক উত্থান লক্ষ্য করা যায়, যেখানে মোট ৩৮৯টি লেনদেনযোগ্য কোম্পানির মধ্যে ৩১৭টির শেয়ারদাম বেড়েছে, যা সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি অগ্রগতির অন্যতম সূচক।

পুরো বাজারে মাত্র ৩৫টি শেয়ারের দর কমেছে এবং ৩৭টির দর অপরিবর্তিত থেকেছে। বিশেষত এ ক্যাটাগরি কোম্পানিগুলো বাজারের এই ইতিবাচক পরিবেশে সবচেয়ে বড় ভূমিকা রাখে, যেখানে ১৭৭ কোম্পানি মূল্যবৃদ্ধি দেখিয়েছে।

ক্যাটাগরি-ভিত্তিক লেনদেনের বিশদ চিত্র

এ ক্যাটাগরি–তে ২১৩টির মধ্যে ১৭৭টি শেয়ার মূল্যবৃদ্ধিতে নেতৃত্ব দেয়। মাত্র ১৬টি কোম্পানি দরপতন দেখিয়েছে, আর ২০টি শেয়ার অপরিবর্তিত ছিল। এই ক্যাটাগরির শক্তিশালী বাজার দাপট সামগ্রিক বাজারকে প্রাণবন্ত করেছে।

বি ক্যাটাগরির ৭৯ কোম্পানির মধ্যে ৭১টি শেয়ারের দর বেড়েছে। মাত্র ৪টি দরপতন ও ৪টি অপরিবর্তিত অবস্থায় ছিল, যা এই ক্যাটাগরিতে বিনিয়োগকারীদের আস্থা স্পষ্ট করে।

জেড ক্যাটাগরি, যেটি সাধারণত ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়, সেখানেও বাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। মোট ৯৭টির মধ্যে ৬৯টি কোম্পানি দরবৃদ্ধি অর্জন করেছে, যা বাজারে জল্পনা-কল্পনা তৈরি করেছে।

মিউচুয়াল ফান্ড খাতে ২২টির দর বৃদ্ধি দেখা যায়, যা খাতটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ার ইঙ্গিত দেয়। মাত্র একটি ফান্ডের দর কমেছে। করপোরেট বন্ডে তেমন গতি না থাকলেও, সরকারি সিকিউরিটিজের একটিতে দরপতন দেখা যায়।

লেনদেনের সারসংক্ষেপ: টাকায় লেনদেনের জোয়ার

ডিএসই-এর মোট লেনদেনের পরিমাণ দিনশেষে দাঁড়ায় ৪৫৮ কোটি ৩৬ লাখ টাকার বেশি। লেনদেন সংখ্যা ছিল ১ লাখ ৬৪ হাজার ৮৩৯টি এবং মোট শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৫৫ লাখ ১৬ হাজার ৫০১টি।

মার্কেট ক্যাপিটালাইজেশনে উল্লেখযোগ্য উত্থান

ইকুইটি মার্কেট ক্যাপিটালাইজেশন দাঁড়িয়েছে ৩.২৮ লাখ কোটি টাকারও বেশি, মিউচুয়াল ফান্ডে প্রায় ২৩ হাজার ৬০ কোটি টাকা, আর ঋণপত্রভিত্তিক সিকিউরিটিজের বাজারমূল্য ৩.৫৪ লাখ কোটি টাকার বেশি। সর্বমোট মার্কেট ক্যাপিটালাইজেশন দাঁড়ায় ৬.৮৪ লাখ কোটি টাকার ওপরে, যা বাজারকে স্থিতিশীল অবস্থানে নির্দেশ করে।

সামগ্রিকভাবে, আজকের বাজার লেনদেন বিনিয়োগকারীদের আস্থার শক্তিশালী পুনরুত্থান প্রতিফলিত করে, যা আসন্ন দিনগুলোতেও বাজারের গতি বাড়ার সম্ভাবনা তৈরি করেছে।

-রাফসান


৯ ডিসেম্বর ডিএসইতে শীর্ষ ক্ষতিগ্রস্ত ১০ শেয়ার

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৯ ১৪:৫২:০৫
৯ ডিসেম্বর ডিএসইতে শীর্ষ ক্ষতিগ্রস্ত ১০ শেয়ার
ছবি: সংগৃহীত

ঢাকা স্টক এক্সচেঞ্জে ৯ ডিসেম্বর ২০২৫ দুপুরের লেনদেনে শেয়ারদামের ভিত্তিতে শীর্ষ দশ লুজার তালিকায় ব্যাপক পতন লক্ষ্য করা গেছে। বাজারের নিম্নমুখী প্রবণতার সবচেয়ে বড় চাপ পড়েছে বীমা, ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং টেক্সটাইল খাতে। দিনের লেনদেন বিশ্লেষণে দেখা যায়, বেশ কয়েকটি কোম্পানির শেয়ারের দাম আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য হারে কমেছে।

তালিকার শীর্ষে রয়েছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, যার শেয়ারমূল্য ৪৫ দশমিক ৯০ টাকা থেকে নেমে দাঁড়িয়েছে ৪২ দশমিক ৮০ টাকায়। মাত্র এক দিনে ৬ দশমিক ৭৫ শতাংশ পতন হওয়ায় এ খাতে বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বাড়িয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ পতন হয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড (ILFSL) এর শেয়ারে। একদিনেই ৬ দশমিক ৬৬ শতাংশ দরপতন ঘটে কোম্পানিটির, যা এর আগের দিনের ০ দশমিক ৭৫ টাকা থেকে কমে ০ দশমিক ৭০ টাকায় লেনদেন হয়।

টেক্সটাইল খাতের জাহিনটেক্স তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির শেয়ারদাম ৩ দশমিক ৬৩ শতাংশ কমে দাঁড়ায় ৫ দশমিক ৩০ টাকায়। একই খাতের আরেক প্রতিষ্ঠান সিমটেক্স ৩ দশমিক ৩৩ শতাংশ পতন দেখিয়ে পঞ্চম স্থান দখল করে।

ফাইন্যান্সিয়াল খাতের পিএলএফএসএল শেয়ারে ৩ দশমিক ৩৩ শতাংশ কমে ০ দশমিক ৬০ টাকা থেকে নেমে আসে ০ দশমিক ৫৮ টাকায়। এর পাশাপাশি ইউনিয়ন ক্যাপিটাল ৩ দশমিক ২২ শতাংশ দরপতন দেখিয়েছে।

সিমেন্ট খাতের শীর্ষস্থানীয় কোম্পানি মেঘনা সিমেন্ট ২ দশমিক ৩৪ শতাংশ কমে ৩১ দশমিক ৫০ টাকা থেকে নেমে আসে ২৯ দশমিক ১০ টাকায়। একইভাবে ফার্মাসিউটিক্যাল খাতের অ্যাকমে প্লাস্টিকস এর শেয়ারদাম কমেছে ২ দশমিক ২৩ শতাংশ।

প্যাকেজিং খাতের শুরউইড ২ দশমিক ১৭ শতাংশ এবং হেলথকেয়ার সেক্টরের শক্তিশালী প্রতিষ্ঠান ওরিয়ন ইনফিউশন ২ দশমিক ১৭ শতাংশ দরপতন দেখিয়ে শীর্ষ দশ লুজার তালিকা পূর্ণ করেছে।

সামগ্রিকভাবে, দিনের লুজার তালিকা বিশ্লেষণে দেখা যায়, বাজারে বিনিয়োগকারীদের মনোভাব কিছুটা নেতিবাচক থাকায় বিভিন্ন খাতে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা বেড়েছে।

-রাফসান


৯ ডিসেম্বর ডিএসই টপ গেইনার তালিকা প্রকাশ

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৯ ১৪:৫১:১৬
৯ ডিসেম্বর ডিএসই টপ গেইনার তালিকা প্রকাশ
ছবি: সংগৃহীত

ঢাকা স্টক এক্সচেঞ্জে ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে লেনদেনের শেষ ভাগে ক্লোজ প্রাইস ও আগের দিনের সমাপনী দামের ভিত্তিতে শীর্ষ দশ গেইনারের তালিকায় সবচেয়ে বেশি উত্থান দেখা গেছে বীমা ও আইটি খাতের শেয়ারে। বাজারের সার্বিক চাপের মধ্যেও এসব কোম্পানির শেয়ারমূল্য উল্লেখযোগ্যভাবে বেড়ে বিনিয়োগকারীদের নজর কাড়ে।

দিনের সবচেয়ে বড় উত্থান ছিল স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এর শেয়ারে, যার দাম এক লাফে ১০ দশমিক শূন্য শূন্য শতাংশ বেড়ে দাঁড়ায় ৪১ দশমিক ৮০ টাকায়। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা সেন্ট্রাল ইন্স্যুরেন্স শেয়ারদামও প্রায় একই মাত্রায় ৯ দশমিক ৯৪ শতাংশ বৃদ্ধি পায়।

আইটি খাতের কোম্পানি ইনটেক লিমিটেড ৯ দশমিক ৯২ শতাংশ এবং সোনারগাঁও টেক্সটাইল একই ধরণের গতিতে ৯ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি পেয়ে এ তালিকার তৃতীয় ও চতুর্থ অবস্থান দখল করে।

ইস্পাত ও ইঞ্জিনিয়ারিং খাতের কোম্পানি আনোয়ার গ্যালভো ৯ দশমিক ৭৩ শতাংশ প্রবৃদ্ধি দেখায়, যা আজকের বাজারে খাতটির শক্তিশালী অবস্থানের ইঙ্গিত দেয়। উৎপাদনশীল খাতের আরেক কোম্পানি ওআইমেক্স ইলেকট্রোডস ৮ দশমিক ৭২ শতাংশ বেড়ে বিনিয়োগকারীদের আস্থা আরও জোরদার করেছে।

ইলেকট্রিক্যাল ক্যাবল তৈরির প্রতিষ্ঠান ইস্টার্ন ক্যাবলস ও খাদ্যপণ্য নির্মাতা আরডি ফুড যথাক্রমে ৮ দশমিক ৭১ ও ৮ দশমিক ৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বীমা খাতের আরেক শীর্ষ কোম্পানি ইস্টার্ন ইন্স্যুরেন্স ৮ দশমিক ৪০ শতাংশ বৃদ্ধি দেখিয়ে শীর্ষ গেইনার তালিকায় নবম স্থানে রয়েছে।

তালিকার দশম স্থানে থাকা শক্তিশালী কর্পোরেট হাউস কেপিপিডব্লিউ বিল্ডার্স এর শেয়ারমূল্য ৮ দশমিক ১৭ শতাংশ বৃদ্ধি পেয়ে বাজারে উল্লেখযোগ্য ইতিবাচক বার্তা দেয়।

সামগ্রিকভাবে, শীর্ষ দশ গেইনারের তালিকা বিশ্লেষণে দেখা যায়, বিনিয়োগকারীরা পুনরায় বীমা, আইটি এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ারে আস্থা ফিরিয়ে আনছেন।

-রাফসান


ডিএসই ৩০ ট্রেড ডেটা জানুন কোন শেয়ারে কেমন লেনদেন

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ০৯ ১২:৩৫:২৮
ডিএসই ৩০ ট্রেড ডেটা জানুন কোন শেয়ারে কেমন লেনদেন
ছবি: সংগৃহীত

সপ্তাহের লেনদেন চলাকালীন মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই ৩০ সূচকভুক্ত কোম্পানিগুলোর শেয়ারদামে সামগ্রিকভাবে ছিল মিশ্র প্রবণতা। বেশ কিছু শেয়ার সীমিত উত্থানে থাকলেও কয়েকটি ভারী ওজনের শেয়ারে সামান্য চাপ দেখা গেছে। তবে টার্নওভার ও লেনদেনের পরিমাণে ব্যাংক, টেলিকম ও জ্বালানি খাত এগিয়ে ছিল।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ বিএএটিবিসি দিনের মধ্যে ২৪৮ দশমিক ৮০ থেকে ২৫১ দশমিক ৮০ টাকা দামে লেনদেন হয়েছে। সর্বশেষ লেনদেন মূল্য ২৪৯ দশমিক ৫০ টাকা, যা আগের দিনের ক্লোজিং প্রাইসের তুলনায় প্রায় শূন্য দশমিক শূন্য আট শতাংশ বেশি। প্রায় ৩২২টি লেনদেনে কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ হাজার ৮৯৪টি এবং টার্নওভার হয়েছে প্রায় ৫ কোটি টাকার কাছাকাছি।

ওষুধ ও স্বাস্থ্যসেবা খাতে বিকন ফার্মা বা বিকনফার ১০৮ থেকে ১১০ দশমিক ১০ টাকার দামে ওঠানামার পর সর্বশেষ লেনদেন হয় ১০৯ দশমিক ১০ টাকায়। আগের দিনের তুলনায় শেয়ারের দাম বেড়েছে প্রায় এক দশমিক চার নয় শতাংশ। এ দিন কোম্পানিটির ৯৩ হাজারের বেশি শেয়ার লেনদেন হয়, যার টার্নওভার ছিল প্রায় ১০ দশমিক ২৩ কোটি টাকা।

ব্র্যাক ব্যাংক ৬৫ দশমিক ৮০ থেকে ৬৭ টাকা দামে লেনদেন শেষে ৬৬ দশমিক ৩০ টাকায় অবস্থান নেয়, যা আগের দিনের ক্লোজিং প্রাইসের তুলনায় প্রায় শূন্য দশমিক ছয় এক শতাংশ বেশি। প্রায় ৪৭৮টি ট্রেডে ২ লাখ ৮৮ হাজারেরও বেশি শেয়ার হাতবদল হয়, টার্নওভার হয় প্রায় ১৯ দশমিক ১৪ কোটি টাকা। অন্যদিকে সিটি ব্যাংক ২৪ দশমিক ৩০ থেকে ২৪ দশমিক ৬০ টাকার দামে লেনদেন শেষে ২৪ দশমিক ৪০ টাকায় দাঁড়িয়েছে। শেয়ারটির দাম আগের দিনের তুলনায় প্রায় শূন্য দশমিক চার এক শতাংশ বাড়লেও কোম্পানিটি লেনদেনের পরিমাণ ও টার্নওভারে ডিএসই ৩০ তালিকায় শীর্ষ সারিতেই ছিল। সিটি ব্যাংকের প্রায় ১৭ লাখ ৫৪ হাজার শেয়ার লেনদেন হয়ে টার্নওভার দাঁড়ায় প্রায় ৪২ দশমিক ৯২ কোটি টাকা।

শিপিং খাতে বাংলাদেশ শিপিং করপোরেশন বিসিসি ১০৩ দশমিক ২০ থেকে ১০৬ দশমিক ২০ টাকার দামে লেনদেনের পর শেষ মূল্য দাঁড়ায় ১০৬ টাকা, যা আগের দিনের তুলনায় প্রায় দুই দশমিক আট এক শতাংশ বৃদ্ধি নির্দেশ করে। একই গ্রুপের নতুন কোম্পানি বিসিএসসিপিএলসি ১২৭ দশমিক ১০ থেকে ১২৯ টাকার দামে লেনদেন হয়ে ১২৮ দশমিক ৯০ টাকায় শেষ হয় এবং শেয়ারদাম বেড়েছে প্রায় এক দশমিক ছয় ছয় শতাংশ।

ফার্মাসিউটিক্যাল খাতে বেক্সিমকো ফার্মা বেক্সফার সর্বশেষ ১১১ দশমিক ৪০ টাকায় লেনদেন হয়, যা আগের দিনের ১১০ দশমিক ২০ টাকার তুলনায় প্রায় এক দশমিক শূন্য নয় শতাংশ বেশি। স্কয়ার ফার্মা স্কয়ারফার্মাসিউটিক্যালস ২০১ দশমিক ৮০ থেকে ২০২ দশমিক ৯০ টাকার রেঞ্জে লেনদেন শেষে ২০১ দশমিক ৯০ টাকায় নেমে আসে, যা আগের দিনের তুলনায় সামান্য নেগেটিভ মাইনাস শূন্য দশমিক এক পাঁচ শতাংশ।

টেলিকম খাতে গ্রামীণফোন জিপির শেয়ারদাম ২৭৫ থেকে ২৭৯ টাকার মধ্যে ওঠানামার পর লেনদেন শেষে ২৭৬ দশমিক ৬০ টাকায় অবস্থান নেয়। আগের দিনের তুলনায় এটি প্রায় মাইনাস শূন্য দশমিক পাঁচ শূন্য শতাংশ পরিবর্তন, অর্থাৎ সামান্য চাপ থাকলেও টার্নওভারে শেয়ারটি ছিল সক্রিয়। অপর টেলিকম অপারেটর রবি আজিয়াটা রবির দাম ২৮ দশমিক ২০ থেকে ২৮ দশমিক ৬০ টাকার মধ্যে লেনদেনের পর ২৮ দশমিক ৪০ টাকায় শেষ হয়েছে, যা এক দশমিক শূন্য সাত শতাংশ ইতিবাচক পরিবর্তন নির্দেশ করে এবং প্রায় ৬ লাখ ৩০ হাজার শেয়ার লেনদেনে ১৭ দশমিক ৮৯ কোটি টাকার টার্নওভার হয়েছে।

জ্বালানি খাতে জামুনা অয়েল জমুনাওয়েল ১৭৯ থেকে ১৮৫ দশমিক ৩০ টাকার উচ্চ ভোলাটিলিটি নিয়ে লেনদেন শেষে ১৮০ দশমিক ৮০ টাকায় নেমে আসে, যা আগের ক্লোজিং প্রাইসের তুলনায় প্রায় দুই দশমিক চার তিন শতাংশ দরপতন। অন্যদিকে পদ্মা অয়েল পদ্মাওয়েল ১৭১ দশমিক ৮০ থেকে ১৭২ দশমিক ৯০ টাকার সীমায় দোলানোর পর ১৭২ টাকায় অপরিবর্তিত অবস্থানে দিন পার করেছে।

খাদ্য ও ভোক্তা পণ্যে লোভেলো আইসক্রিম ব্র্যান্ডের পেছনের কোম্পানি লাভেলো ৬৯ দশমিক ৯০ থেকে ৭১ দশমিক ২০ টাকার দামে লেনদেন শেষে ৭১ টাকায় দাঁড়িয়েছে। আগের দিনের তুলনায় শেয়ারের মূল্য বেড়েছে প্রায় এক দশমিক সাত দুই শতাংশ। অপরদিকে অলিম্পিক বিস্কুট অ্যালিম্পিক ১৩৮ দশমিক ৯০ থেকে ১৪১ টাকার মধ্যে লেনদেন হয়ে ১৪০ দশমিক ৩০ টাকায় শেষ হয় এবং এক দশমিক ছয় সাত শতাংশ মূল্যবৃদ্ধি পায়।

আইডিএলসি ফিন্যান্স আইডিএলসি ৩৫ দশমিক ৯০ থেকে ৩৬ দশমিক ৬০ টাকার দামে লেনদেন হয়ে সর্বশেষ ৩৬ দশমিক ৪০ টাকায় শেষ হয়েছে। আগের দিনের তুলনায় প্রাইস গ্রোথ প্রায় এক দশমিক তিন নয় শতাংশ। একইভাবে প্রাইম ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, পুবালী ব্যাংক ও এনসিসি টাইপ ব্যাংকগুলোও সীমিত পরিসরে ইতিবাচক সংশোধনে ছিল।

বস্ত্র ও ম্যানুফ্যাকচারিং খাতে কওহিনূর কেমিক্যাল কহিনূরের শেয়ারদাম ৪৯৭ দশমিক ১০ থেকে ৫০৫ টাকার রেঞ্জে ওঠানামার পর ৫০২ টাকায় লেনদেন শেষ করে, যা আগের দিনের ৪৯৯ দশমিক ১০ টাকার তুলনায় প্রায় শূন্য দশমিক পাঁচ আট শতাংশ বেশি। ওয়ালটন হাইটেক ওয়ালটনিল ৩৭৬ থেকে ৩৮১ দশমিক ৭০ টাকার মধ্যে লেনদেন হয়ে ৩৭৮ দশমিক ৯০ টাকায় শেষ হয় এবং আগের দিনের তুলনায় এক দশমিক তিন এক শতাংশ লাভে অবস্থান করে।

ডেল্টা লাইফ, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, হাইডেলবার্গ সিমেন্ট, এমজেএল বাংলাদেশ, লিন্ডে বাংলাদেশসহ অন্যান্য ডিএসই ৩০ কোম্পানির শেয়ারও দিনের লেনদেনে সামান্য ইতিবাচক থেকে সীমিত নেতিবাচক প্রবণতায় ছিল। সামগ্রিক চিত্র বিশ্লেষণে দেখা যায়, সূচকভুক্ত শেয়ারগুলোর মধ্যে বেশিরভাগই আগের দিনের চেয়ে কিছুটা উর্ধ্বমুখী হলেও কয়েকটি বড় মার্কেট ক্যাপ শেয়ারের সামান্য চাপ পুরো বাজারকে তেমন বড় উত্থানের সুযোগ দেয়নি।

-রফিক

পাঠকের মতামত:

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

রাষ্ট্রের ধারণাটি একসময় কেবল প্রশাসনিক ক্ষমতা, আইনের শাসন এবং নিরাপত্তা প্রদানের সঙ্গে সম্পর্কিত ছিল। কিন্তু আধুনিক বিশ্বে রাষ্ট্রের ভূমিকা এখন... বিস্তারিত