মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাস: ঐক্যের আহ্বান ও অতীত বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২২ ১৭:৩৫:০০
মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাস: ঐক্যের আহ্বান ও অতীত বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ

সত্য নিউজ:অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সম্প্রতি তাঁর ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে জাতির বৃহত্তর স্বার্থে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন এবং অতীতে বিভাজনমূলক বক্তব্যের জন্য আন্তরিক দুঃখপ্রকাশ করেছেন।

তিনি লেখেন, “ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়। দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যেকোনো বক্তব্য ও শব্দচয়ন, যা বিভাজনমূলক ছিল—সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।”

মাহফুজ আলম আরও উল্লেখ করেন, “সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই। পুরাতন বন্দোবস্তের বিভেদকামী শ্লোগান ও তকমাবাজি, যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে, সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে।”

তিনি হুঁশিয়ার করে বলেন, “বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী। সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে।”

জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী দেশপ্রেমিক জনগণের উদ্দেশে তিনি বলেন, “তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এ পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের। এ পরীক্ষা উতরে যেতেই হবে।”

উল্লেখ্য, মাহফুজ আলমের এই স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এর আগে তিনি একটি বিতর্কিত পোস্ট দিয়েছিলেন, যা পরে ডিলিট করেন। তাঁর সাম্প্রতিক স্ট্যাটাসটি অনেকেই ইতিবাচকভাবে গ্রহণ করেছেন, যা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ