বাপ্পা মজুমদারের বাসায় আগুন, অল্পের জন্য রক্ষা পেল পরিবার

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২২ ১৬:১৯:০০
বাপ্পা মজুমদারের বাসায় আগুন, অল্পের জন্য রক্ষা পেল পরিবার

সত্য নিউজ: জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের বনানীর বাসায় আজ বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের সূত্রপাত হয় ভবনের নিচতলা থেকে, যা দ্রুত ছড়িয়ে পড়ে পুরো ভবনে। এ সময় বাসার ভেতরে ছিলেন বাপ্পা মজুমদার, তার স্ত্রী অভিনেত্রী তানিয়া হোসাইন ও দুই কন্যাসন্তান।

বাপ্পা মজুমদার জানান, ইন্টারকমে কল পেয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু চারদিকে ধোঁয়ার কারণে কিছুই দেখতে পাননি। আগুনের আঁচ তার মুখেও এসে লাগে, এতে তিনি ভয় পেয়ে যান। একপর্যায়ে পরিবার নিয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকেন—কী করবেন, কিছুই বুঝে উঠতে পারছিলেন না।

পরে গীতিকার শাহান কবন্ধের সঙ্গে যোগাযোগ করে এবং তার সহায়তায় পরিবারের সদস্যদের নিয়ে বেরিয়ে আসেন বলে জানান তিনি। বাপ্পা মজুমদার সামাজিক মাধ্যমে এক পোস্টে লেখেন, “আমাদের বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি, আমরা সবাই নিরাপদে আছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ ধন্যবাদ, তারা দ্রুত পদক্ষেপ না নিলে কী যে হয়ে যেত, ভাবতেই শিউরে উঠছি!”

তিনি আরও বলেন, “সৃষ্টিকর্তার অশেষ রহমতে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছি। ভোরে রাস্তায় মানুষ কম থাকায় ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছাতে পেরেছে। না হলে কী হতো, ভাবতেই পারছি না। আমি এখনো মানসিক ট্রমা থেকে বের হতে পারিনি। এই ট্রমা থেকে বের হতে হয়তো অনেক সময় লাগবে।”

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনে কেউ হতাহত না হলেও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। দ্রুত পদক্ষেপের ফলে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ভবনের অধিকাংশ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়।

বাপ্পা মজুমদারের এই অভিজ্ঞতা কেবল তার নয়, রাজধানীতে বসবাসকারী বহু মানুষের উদ্বেগের প্রতিচ্ছবি হয়ে উঠছে, যেখানে নিরাপত্তা ব্যবস্থা ও জরুরি সেবা আরও জোরদার করার দাবি আবারও সামনে এসেছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ