তারেক রহমান প্রসঙ্গে ড. খলিলুর রহমানের মন্তব্যে ক্ষুব্ধ বিএনপি

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২২ ১৬:০৯:৩৭
তারেক রহমান প্রসঙ্গে ড. খলিলুর রহমানের মন্তব্যে ক্ষুব্ধ বিএনপি

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সাম্প্রতিক বক্তব্যে দেশের মানুষ বিস্মিত, উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ – এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২১ মে) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিক্রিয়া জানান।

রিজভী অভিযোগ করেন, উপদেষ্টার মন্তব্যে রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট এবং তা তারেক রহমানের ভাবমূর্তি বিনষ্ট করার একটি প্রচেষ্টা। তিনি বলেন, “ফ্যাসিবাদের প্রতিভূ শেখ হাসিনা যেভাবে জিয়া পরিবারকে নিয়ে রাজনৈতিক কুৎসা রটিয়েছেন, উপদেষ্টার বক্তব্য যেন সেই একই কৌশলের পুনরাবৃত্তি।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের লন্ডনে অবস্থান নিয়ে যেভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে তা বিভ্রান্তিকর এবং প্রতিশোধপরায়ণ মনোভাবের প্রতিফলন। এটি তার রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নষ্ট করার হীন প্রয়াস। ড. খলিলুর রহমান রাষ্ট্রীয় পদে থেকে যে মন্তব্য করেছেন তা আত্মগরিমা ও দুরভিসন্ধিমূলক।”

বিএনপির এই শীর্ষ নেতা অভিযোগ করেন, ড. খলিলুর রহমান ‘বিদেশি স্বার্থ বাস্তবায়নের মিশনে যুক্ত’ এবং ‘করিডোর-চ্যানেল-বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রে জড়িত’ – এমন একজন বিতর্কিত ব্যক্তিকে কীভাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হলো, তা দেশবাসীর কাছে প্রশ্ন।

রিজভী আরও বলেন, “তারেক রহমান যে পরিস্থিতিতে লন্ডন গেছেন, তা জাতির অজানা নয়। তিনি সেখান থেকেই একটি ‘নিষ্ঠুর ফ্যাসিস্ট সরকারের’ বিরুদ্ধে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।”

এসময় তিনি সরকারের একনায়কতান্ত্রিক প্রবণতার বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, “বাংলাদেশ কোনো কর্তৃত্ববাদী বা প্রভূত্ববাদী ব্যবস্থার অনুগত সমাজভূমি নয়।”

রিজভীর এ বক্তব্য রাজনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত দেয়, বিশেষ করে যখন নিরাপত্তা উপদেষ্টার অবস্থান রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পরিসরে। বিষয়টি সরকার ও বিরোধী দলীয় পরিসরে আরও বিতর্কের জন্ম দিতে পারে। পাশাপাশি এটি দেশের উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী অবস্থানের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ