দুই মামলায় মমতাজ বেগম যত দিনের রিমান্ডে

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২২ ১৩:৪৩:৩২
দুই মামলায় মমতাজ বেগম যত দিনের রিমান্ডে

সত্য নিউজ: মানিকগঞ্জে রাজনৈতিক সহিংসতা ও অতীত ঘটনার জের ধরে দায়ের করা দুই মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মোট ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১টার দিকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩–এ হরিরামপুর থানার ভাঙচুর ও মারামারির মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক আইভি আক্তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর কিছুক্ষণ পর, বেলা সাড়ে ১১টায় মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১–এ ২০১৩ সালের হরতাল চলাকালে পুলিশের গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় সাত দিনের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। আদালতের বিচারক মুহম্মদ আব্দুন নূর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শুনানির দিন সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মমতাজ বেগমকে প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয়।

কোর্ট পুলিশের ওসি আবুল খায়ের জানান, ২০১৩ সালে সিংগাইরের গোবিন্দল এলাকায় হরতালের পক্ষে একটি মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। ওই ঘটনায় নিহত ব্যক্তিদের একজনের আত্মীয় মো. মজনু মোল্লা ২০২3 সালের ২৫ অক্টোবর মমতাজ বেগমকে প্রধান আসামি করে মামলা করেন।

এ ছাড়া, হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন গত ২৯ অক্টোবর মমতাজের বিরুদ্ধে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন।

উল্লেখ্য, এর আগে রাজধানীর কয়েকটি থানায় দায়ের হওয়া হত্যা মামলায় মমতাজ বেগম চার দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

এই মামলাগুলো বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক অঙ্গনে আলোচিত বিষয় হয়ে উঠেছে। মামলা ও রিমান্ড প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে, যা আগাম নির্বাচনের প্রেক্ষাপটেও প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের অভিমত।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ