কানে জাহ্নবী কাপুরের ঘোমটা ও 'টোটকা' ঝড় তুলল লালগালিচায়

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২২ ১১:৫৫:১৭
কানে জাহ্নবী কাপুরের ঘোমটা ও 'টোটকা' ঝড় তুলল লালগালিচায়

সত্য নিউজ: ফ্রান্সে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব — ‘কান চলচ্চিত্র উৎসব ২০২৫’, যা চলবে ১৩ মে থেকে ২৪ মে পর্যন্ত। বলিউড থেকে এ বছরও অংশ নিচ্ছেন একাধিক তারকা, তবে বিশেষ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। কান উৎসবের লালগালিচায় তার প্রথম পদচারণায় ছিল ভারতীয় ঐতিহ্য ও বিশ্বাসের এক অনন্য মিশেল।

প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর এবার কানের লালগালিচায় হাজির হন একেবারে ভারতীয় বধূর সাজে। ধূসর-গোলাপি রঙের বেনারসি টিস্যু ঘাগরা ও করসেট পোশাকের সঙ্গে ছিল মাথা ঢাকা ঘোমটা। এই সাজে অনেকেই শ্রীদেবীর আবহ খুঁজে পেয়েছেন। তবে আলোচনার জন্ম দেয় তার হাতে বাঁধা কালো সুতা, যা জাহ্নবীর ‘কুনজর’ (নজরদোষ) এড়ানোর টোটকা হিসেবে পরিচিত।

জানা যায়, জাহ্নবী নিজেই ‘নজর লাগা’ বিশ্বাস করেন এবং তাই কান যাত্রার আগে তিনি বিশেষভাবে এই ‘টোটকা’ প্রস্তুতি নিয়েছেন। তার ঘনিষ্ঠরা জানান, অভিনব এই ভারতীয় টাচ শুধু ফ্যাশনের অংশ নয়, এটি তার ব্যক্তিগত বিশ্বাস ও নিরাপত্তাবোধের প্রতিফলন।

জাহ্নবীর কানের লুক ডিজাইন করেছেন বিখ্যাত ডিজাইনার তরুণ তাহিলিয়ানি। পোশাকে ছিল ধাতব চাকচিক্য, সঙ্গে গলায় মুক্তার মালা— সব মিলিয়ে তিনি তুলে ধরেছেন ঐতিহ্য ও আধুনিকতার এক অনন্য মেলবন্ধন।

জাহ্নবীর সঙ্গে ছিলেন তার নতুন সিনেমা ‘হোমবাউন্ড’-এর সহ-অভিনেতা ঈশান খট্টর, পরিচালক নীরজ ঘেওয়ান, প্রযোজক করণ জোহর ও লেখক বিশাল জেঠওয়া। ২০ মে সন্ধ্যায় এই টিম একসঙ্গে হাজির হন লালগালিচায়, যা ছিল উৎসবের অন্যতম আলোচিত মুহূর্ত।

জাহ্নবীর কালো সুতা ও ঘোমটা সাজ ঘিরে সামাজিক মাধ্যমে চলছে তীব্র আলোচনা ও প্রশংসা। অনেকে এটিকে “ভারতীয় সংস্কৃতির গর্ব” বললেও, কেউ কেউ এটিকে “অন্ধবিশ্বাসের প্রকাশ” বলেও সমালোচনা করছেন। তবে তার ভক্তরা বলছেন, "নিজের শিকড়কে সম্মান জানিয়ে আন্তর্জাতিক মঞ্চে দাঁড়ানো — সেটাই সত্যিকারের স্টাইল"।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ