অবশেষে মেয়র হচ্ছেন ইশরাক!

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২২ ১১:৫১:২১
অবশেষে মেয়র হচ্ছেন ইশরাক!

সত্য নিউজ: বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণে বাধা দেওয়ার উদ্দেশ্যে দায়ের করা একটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।

আদালতের এই রায়ের ফলে ইশরাক হোসেনের মেয়র পদে শপথ গ্রহণের পথ সুগম হলো। তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানিয়েছেন, “এই রায়ের পর ২৬ মে’র মধ্যে শপথ না পড়ানো হলে তা আদালত অবমাননার শামিল হবে।”

এর আগে ২১ মে হাইকোর্ট এই রিট আবেদনের শুনানির জন্য ২২ মে তারিখ ধার্য করেছিল। উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসের কাছে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। পরবর্তীতে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ফলাফল বাতিলের দাবি জানিয়ে মামলা করেন তিনি।

চলতি বছরের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম একটি যুগান্তকারী রায়ে তাপসের জয় বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করেন। এই রায়ের ভিত্তিতে নির্বাচন কমিশন গত ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসির নতুন মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

তবে এখনও তিনি আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে শপথ নেননি। শপথ বাস্তবায়নে বিলম্ব ও সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে সমর্থক মহলে ক্ষোভ দেখা দেয় এবং টানা কয়েকদিন ইশরাকপন্থিরা অবস্থান কর্মসূচি পালন করে আসছেন।

এই প্রেক্ষাপটে, হাইকোর্টের আজকের রায় ইশরাকের শপথ গ্রহণে আইনগত জটিলতা নিরসনে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এখন সবদিক থেকে নিরবিচারে শপথ গ্রহণের পথ খুলে গেলেও, রাজনৈতিক বাস্তবতায় প্রশাসনিক পদক্ষেপ কেমন হয় তা নজরে রাখছে রাজনৈতিক মহল।

বিশ্লেষকদের মতে, এই ঘটনা দেশের নির্বাচনি বিচারব্যবস্থার ওপর জনআস্থার পুনঃস্থাপন এবং বিরোধী দলের আইনি লড়াইয়ের সক্ষমতার এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে পরিগণিত হতে পারে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত