বাংলাদেশ ব্যাংকের ঈদ চমক, ২০-৫০-১০০০ টাকার নতুন রূপ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২২ ১১:৪১:০৭
বাংলাদেশ ব্যাংকের ঈদ চমক, ২০-৫০-১০০০ টাকার নতুন রূপ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাজারে নতুন নোট ছাড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এবার ২০, ৫০ এবং ১০০০ টাকার নতুন নকশার নোট সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। গাজীপুরের দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন ইতোমধ্যে এসব নোটের ছাপার কাজ শুরু করেছে, যা এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, “ঈদের আগেই নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে এবং সেই অনুযায়ী প্রস্তুতি প্রায় চূড়ান্ত।” তবে নির্দিষ্ট তারিখে কোন মূল্যমানের নোট কখন ছাড়া হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

ফিরছে পুরোনো নকশা, বাদ পড়ছে বঙ্গবন্ধুর ছবি

গত ঈদুল ফিতরে বঙ্গবন্ধুর ছবি সংযুক্ত নতুন নোট ছাড়ার পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। এবারের ঈদে বাজারে আসা নোটগুলোতে আর থাকছে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। পরিবর্তে পুরোনো নকশা এবং ১৯৭৫ সালের জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি-নির্ভর কিছু উপাদান ফিরিয়ে আনা হচ্ছে। এই নকশা পরিবর্তন অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিকভাবে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “২০ টাকার নোটের ছাপার কাজ প্রায় শেষ। এটি আগামী সপ্তাহেই ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে। পরের সপ্তাহে হস্তান্তর করা হবে ৫০ ও ১০০০ টাকার নোট।”

প্রথম পর্যায়ে এসব নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসসহ অন্যান্য শাখায় সরবরাহ করা হবে এবং এরপর বাণিজ্যিক ব্যাংকগুলোকে দেওয়া হবে। ঈদের ছুটির আগেই সীমিত সংখ্যক নোট বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে বলে জানান ওই কর্মকর্তা। তবে এবার চাহিদার তুলনায় ছাপানো নোটের পরিমাণ কিছুটা কম হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

নতুন নোট সাধারণত ঈদ কেন্দ্রিক কেনাকাটায় বাড়তি উৎসাহ যোগায়। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম হলে কালোবাজারে নতুন নোট বিক্রির প্রবণতা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এ বিষয়ে কঠোর নজরদারির পরিকল্পনাও রয়েছে।

ঈদের সময় নতুন নোটের প্রতি সাধারণ মানুষের আগ্রহ থাকায়, কেন্দ্রীয় ব্যাংক প্রতিবছরই এটি সরবরাহ করে থাকে। তবে এবার নকশা ও রাজনৈতিক প্রতীকবাদের বিবর্তন এবং সীমিত সরবরাহের বাস্তবতা নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে ঈদ বাজারে।

এই উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের রুটিন কার্যক্রমের অংশ হলেও, নকশা পরিবর্তনের রাজনৈতিক ও সাংস্কৃতিক তাৎপর্য এবং সরবরাহ সীমাবদ্ধতা আলোচনার জন্ম দিতে পারে দেশের অর্থনীতিবিদ ও সাধারণ জনগণের মধ্যে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ