১৭ বছরের অপেক্ষার অবসান, ইউরোপা লিগ জিতে ইতিহাস গড়ল টটেনহ্যাম

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২২ ০৮:২৫:৪৯
১৭ বছরের অপেক্ষার অবসান, ইউরোপা লিগ জিতে ইতিহাস গড়ল টটেনহ্যাম

সত্য নিউজ:অবশেষে দীর্ঘ ১৭ বছরের শিরোপা খরা কাটিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতেছে টটেনহ্যাম হটস্পার। স্যান মামেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ট্রফির খাতা খুলেছে লন্ডনের ক্লাবটি। ২০০৮ সালে লিগ কাপ জয়ের পর এটি টটেনহ্যামের প্রথম বড় ট্রফি জয়।

ম্যাচের একমাত্র ও নির্ধারক গোলটি আসে প্রথমার্ধের ৪২তম মিনিটে। ব্রেনান জনসনের নেওয়া প্রথম শটটি প্রতিপক্ষ ডিফেন্ডার লুক শ’য়ের গায়ে লেগে ফিরে এলেও রিবাউন্ড থেকে দ্বিতীয় প্রচেষ্টায় লক্ষ্যভেদে সফল হন এই ওয়েলস উইঙ্গার। তাঁর শট গোলপোস্টের কাছে দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক আন্দ্রে ওনানাকে পরাস্ত করে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধজুড়ে ম্যাচে ফিরে আসার জন্য মরিয়া চেষ্টা চালায় ম্যানচেস্টার ইউনাইটেড। তারা বেশ কিছু সুযোগ সৃষ্টি করলেও গোলপোস্টের সামনে টটেনহ্যামের দৃঢ় প্রতিরক্ষা ও গোলরক্ষক গুলিয়েলমো ভিকারিওর সাহসী পারফরম্যান্সে বারবার ব্যর্থ হয় ইউনাইটেড। শেষ বাঁশির সঙ্গে সঙ্গে ট্রফি উৎসবে মেতে ওঠে সাদা জার্সিধারীরা।

এই শিরোপা জয় টটেনহ্যামের জন্য একটি নতুন যুগের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। দলের কোচ অ্যাঞ্জ পোস্টেকোগ্লু মৌসুমের শুরুতেই বলেছিলেন, তাঁর দ্বিতীয় মৌসুমে কিছু না কিছু জেতা বাধ্যতামূলক—এবার সেই কথা বাস্তবে পরিণত হলো।

অন্যদিকে, ইউনাইটেডের জন্য এটি এক হতাশার রাত। খেলায় প্রাধান্য থাকলেও কাঙ্ক্ষিত ফল পায়নি রুবেন আমোরিমের দল। গুরুত্বপূর্ণ মুহূর্তে গোলের সুযোগ কাজে লাগাতে না পারাই তাদের পরাজয়ের প্রধান কারণ।

শিরোপা জয়ের আনন্দে উদ্ভাসিত টটেনহ্যাম এখন প্রিমিয়ার লিগে শেষ ম্যাচ খেলবে ব্রাইটনের বিপক্ষে। আর ইউনাইটেড মুখোমুখি হবে অ্যাস্টন ভিলার। তবে ইউরোপা লিগের এই ফাইনাল রাতটি স্মরণীয় হয়ে থাকবে টটেনহ্যাম ভক্তদের জন্য—একটি শিরোপার গল্প, একটি প্রত্যাবর্তনের জয়গান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ