অপারেশন সিঁদুর’ থেকে সিনেমার ভুবনে হইচই, একাধিক প্রজেক্ট হাতে

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ০৯ ১৭:২১:৩৫
অপারেশন সিঁদুর’ থেকে সিনেমার ভুবনে হইচই, একাধিক প্রজেক্ট হাতে

সত্য নিউজ: পাকিস্তানে ভারতীয় হামলার পরপরই বলিউডের প্রযোজক ও নির্মাতাদের মধ্যে শুরু হয়েছে ‘অপারেশন সিঁদুর’ থিমে সিনেমা বানানোর হিড়িক। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়েছে, হামলার ১৫ দিনের মাথায় সিনেমা নির্মাণের এই প্রতিযোগিতা শুরু হয়েছে এবং গত বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ১৫টি প্রযোজনা সংস্থা এই থিম নিয়ে সিনেমার নিবন্ধন করেছে।

‘অপারেশন সিঁদুর’ নামক এই অভিযানটি পাকিস্তানের পেহেলগাম শহরের হামলার ১৫ দিনের মাথায় গত মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় সেনাবাহিনী চালায়। হামলার সঙ্গে সম্পর্কিত এই জাতীয় ঘটনা বলিউডের নির্মাতাদের জন্য নতুন উৎসাহের সৃষ্টি করেছে, যা আগের বছরগুলোতে যেমন 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক', 'ফাইটার' এবং 'ওয়ার'-এর মতো সাফল্যের পরে অনেকটাই প্রত্যাশিত ছিল।

ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়েজের সভাপতি বি এন তিওয়ারি এই খবরটি নিশ্চিত করেছেন এবং বলেছেন, “ভারতে কোনো বড় জাতীয় ঘটনা ঘটলেই সিনেমা নির্মাণের পরিপ্রেক্ষিত আসে। নির্মাতারা যাতে কোনোভাবেই পিছিয়ে না পড়েন, তাই আগে থেকেই নাম নিবন্ধন করে রাখছেন।”

তবে, আপাতত নিবন্ধিত সিনেমাগুলোর চিত্রনাট্য লিখে শুরু হয়নি। নির্মাতারা তাদের সিনেমা নির্মাণের পরিকল্পনা করতে থাকলেও প্রথম পদক্ষেপ হিসেবে নাম নিবন্ধন করার দিকে বেশি মনোযোগ দিয়েছেন। তাদের মধ্যে এখন প্রতিযোগিতা শুরু হয়েছে কে কার আগে সিনেমা নির্মাণের অধিকার পায়।

এ বছর ইতোমধ্যে ভারতের জাতীয় নিরাপত্তা ও সামরিক কার্যক্রমকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রগুলো যেমন বেশ সাফল্য পেয়েছে, তেমন ‘অপারেশন সিঁদুর’ নিয়ে একই ধরনের আগ্রহ তৈরি হয়েছে। এভাবে, বলিউডে একের পর এক সিনেমা নির্মাণের হিড়িক সিনেমাপ্রেমীদের মধ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে, যা আরও বড় পরিসরে সিনেমার গল্প এবং দেশপ্রেমিক বিষয়গুলোর প্রতি শ্রদ্ধা জানাতে সাহায্য করবে।

নির্মাতারা মনে করছেন, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে তৈরি সিনেমা আরও বেশি সাহসিকতা ও নয়া দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে, যা দর্শকদের আকর্ষণ করবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ