কক্সবাজারে ফায়ার সার্ভিসকে দুর্যোগ প্রশিক্ষণ দিল মার্কিন সেনা ও বিমানবাহিনী

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২১ ২২:১৩:৩৪
কক্সবাজারে ফায়ার সার্ভিসকে দুর্যোগ প্রশিক্ষণ দিল মার্কিন সেনা ও বিমানবাহিনী

সত্য নিউজ:কক্সবাজার সমুদ্র সৈকতে জলোচ্ছ্বাস, বন্যা ও ঘূর্ণিঝড়ের সময় মানুষ উদ্ধারে বিশেষ প্রশিক্ষণ দিয়েছে মার্কিন সেনাবাহিনী ও বিমানবাহিনী। ৪ দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় ১৮ মে এবং শেষ হয় ২১ মে। এতে অংশ নেন কক্সবাজার ফায়ার সার্ভিসের ১৫ জন কর্মকর্তা ও কর্মী।

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছেন, ঢাকায় মার্কিন দূতাবাসের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণে সমুদ্র সৈকতের ইনানি বিচ, সুইমিং পুল এবং প্যারাসেলিং পয়েন্টসহ বিভিন্ন স্থানে বাস্তবমুখী অনুশীলন পরিচালিত হয়। প্রশিক্ষণে ঝড়-জলোচ্ছ্বাস বা আকস্মিক বন্যার সময় পানিতে ভেসে যাওয়া মানুষকে উদ্ধারের নানা কৌশল শেখানো হয়।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম জানান, প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগকালে দ্রুত উদ্ধারকাজ পরিচালনার সক্ষমতা বাড়বে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন মার্কিন প্রশিক্ষকরা।

তবে এ প্রশিক্ষণকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সমালোচনা ও বিভ্রান্তি ছড়ায়। কিছু নেটিজেন এটিকে ‘আমেরিকাকে করিডোর দেওয়ার সূচনা’ বলে মন্তব্য করেন। এ ধরনের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা তানহারুল ইসলাম। তিনি বলেন, “এটি শুধুই একটি প্রশিক্ষণ কর্মসূচি, করিডোর বা সামরিক কর্মকাণ্ডের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।”

প্রশিক্ষণ শেষে মার্কিন দল কক্সবাজার ছেড়ে চলে গেছে বলেও নিশ্চিত করেছেন তিনি।


৭ সেপ্টেম্বর আকাশে চোখ রাখুন: দেখা মিলবে দীর্ঘস্থায়ী চন্দ্রগ্রহণের

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৪ ২২:০৫:৪৩
৭ সেপ্টেম্বর আকাশে চোখ রাখুন: দেখা মিলবে দীর্ঘস্থায়ী চন্দ্রগ্রহণের
ছবি: সংগৃহীত

রবিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। যদি আকাশ মেঘমুক্ত থাকে, তাহলে বাংলাদেশ থেকেও এই বিরল দৃশ্য উপভোগ করা যাবে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, এই চন্দ্রগ্রহণ ৭ সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে পরের দিন, অর্থাৎ ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে। বাংলাদেশের সময় অনুযায়ী, এটি শুরু হবে ৭ সেপ্টেম্বর রাত ৯টা ২৮ মিনিটে।

পূর্ব গোলার্ধের একটি বিশাল অংশ থেকে এই চন্দ্রগ্রহণ পূর্ণাঙ্গভাবে দেখা যাবে। ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত এলাকার মানুষ এটি দেখতে পাবেন। এই দুই প্রান্তের কিছুটা পূর্ব-পশ্চিমেও আংশিকভাবে চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে।

তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল এবং দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না।


আওয়ামী লীগের পদ ছাড়লেন ইউপি সদস্য, জানালেন তিনি সব সময় বিএনপির ‘একনিষ্ঠ কর্মী’

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৪ ১১:০৮:০৩
আওয়ামী লীগের পদ ছাড়লেন ইউপি সদস্য, জানালেন তিনি সব সময় বিএনপির ‘একনিষ্ঠ কর্মী’
ছবি: সংগৃহীত

ফরিদপুরের সালথায় আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন স্থানীয় ইউপি সদস্য নূরুদ্দীন মাতুব্বর। বুধবার (৩ সেপ্টেম্বর) একটি সংবাদ সম্মেলন করে তিনি নিজেকে বিএনপির 'একনিষ্ঠ কর্মী' হিসেবে পরিচয় দেন।

সালথার গট্টি ইউনিয়নের মাদ্রাসা গট্টি এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে নূরুদ্দীন মাতুব্বর বলেন, ‘আমি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না। কে বা কারা আমাকে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক পদে রেখেছে, আমি জানি না।’

তিনি জানান, ১৯৮৬ সাল থেকে তিনি সরাসরি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি প্রয়াত কে এম ওবায়দুর রহমানের নেতৃত্বে কাজ করেছেন এবং ২০১৫ সাল পর্যন্ত গট্টি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। নূরুদ্দীন মাতুব্বর অভিযোগ করেন, তার নাম ব্যবহার করে আওয়ামী লীগের কমিটিতে পদ দিয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। তাই তিনি সেই পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এবং স্পষ্ট করে বলেন যে তিনি সবসময় বিএনপির কর্মী ছিলেন, আছেন এবং থাকবেন।

আবেগঘন কণ্ঠে তিনি আরও বলেন, আওয়ামী লীগের চাপে তার বিরুদ্ধে বহু মামলা হয়েছে এবং মিথ্যা মামলায় জেলও খেটেছেন। তিনি দাবি করেন, তাকে চাপে ফেলে জোর করে আওয়ামী লীগে নাম লেখানো হয়েছে।

ইউপি সদস্য অভিযোগ করেন, একটি মহল তাকে আওয়ামী লীগের নেতা বানিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়াচ্ছে, যা তাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা। তিনি এর তীব্র প্রতিবাদ জানান এবং তার নাম যদি কোনো আওয়ামী লীগের কমিটিতে থাকে, তা প্রত্যাহারের ঘোষণা দেন।

বর্তমানে নূরুদ্দীন মাতুব্বর গট্টি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। স্থানীয় বিএনপির নেতারা জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তবে স্থানীয় আওয়ামী লীগের একটি সূত্র জানায়, তিনি বিভিন্ন সময়ে আওয়ামী লীগের কর্মসূচিতেও অংশ নিয়েছেন। এই বিষয়ে উপজেলা আওয়ামী লীগের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে শতাধিক স্থানীয় বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।


গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ভয়াবহ অগ্নিকাণ্ড

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৪ ০৮:৩৪:১০
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ভয়াবহ অগ্নিকাণ্ড
দাউদাউ করে জ্বলছে কাঁচাবাজারের আগুন। ছবি : সংগৃহীত

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে চৌরাস্তার মুদিখানা মার্কেটের কাঁচাবাজারে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

কাঁচাবাজারের ব্যবসায়ীরা জানান, ভোর পৌনে ৬টার দিকে মুদিখানা মার্কেটে হঠাৎ করেই ধোঁয়া ও আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকান ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ভোগরা মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুনের তীব্রতা বাড়লে গাজীপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের খবর পাওয়ার পর থেকেই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


নুরের চিকিৎসা দেশে করাই সম্ভব: ঢামেক পরিচালক

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৩ ২১:৩২:২৭
নুরের চিকিৎসা দেশে করাই সম্ভব: ঢামেক পরিচালক
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এখন পুরোপুরি ঝুঁকিমুক্ত এবং তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, “নুরের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে এবং তার চিকিৎসা দেশেই করানো সম্ভব। তবে ফলোআপের জন্য তিনি বিদেশে যাবেন কি না, সেই বিষয়ে তার পরিবার সিদ্ধান্ত নেবে।” তিনি নুরের দ্রুত সুস্থতার জন্য রাজনৈতিক নেতাকর্মীদের হাসপাতালে অযথা ভিড় না করার অনুরোধ জানান।

গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ চারজন নেতাকর্মী আহত হন। এরপর থেকে নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নুরের স্ত্রী মারিয়া আক্তারের সঙ্গে এক সাক্ষাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নুরুল হক নুরকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। এদিকে, নুরের ওপর হামলার ঘটনা তদন্তে বিচারপতি আলী রেজার নেতৃত্বে একটি এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।


খুলনায় জাতীয় পার্টির অফিস ভাঙচুর

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৩ ২১:২৩:৫১
খুলনায় জাতীয় পার্টির অফিস ভাঙচুর
ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে খুলনায় জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করেছেন দলটির নেতাকর্মীরা। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ডাক বাংলার মোড়ের কার্যালয়টিতে এই ভাঙচুর চালানো হয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা কার্যালয়টির প্রধান গেট, সাইনবোর্ড এবং ভেতরের আসবাবপত্র ভেঙে ফেলেন।

বিক্ষোভ চলাকালে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা অভিযোগ করেন যে, প্রশাসন এবং জাতীয় পার্টি এক হয়ে পরিকল্পিতভাবে নুরের ওপর হামলা চালিয়েছে।

একই দিন সন্ধ্যায় নগরীর গুরুত্বপূর্ণ ফেরিঘাট মোড় অবরোধ করে ব্রিফিং করেন গণঅধিকার পরিষদের খুলনা জেলা ও নগরীর নেতাকর্মীরা। এতে মোড়টির ছয়টি রাস্তা বন্ধ হয়ে গেলে তীব্র যানজটের সৃষ্টি হয়। ব্রিফিংয়ে, নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়।

গণঅধিকার পরিষদের খুলনা মহানগরীর নেতা এস কে রাশেদ বলেন, “নুরুল হক নুর ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। গণমাধ্যমে হামলার দৃশ্য প্রকাশ পেলেও সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো দুঃখ প্রকাশ বা আশ্বাস পাওয়া যায়নি।” তিনি বলেন, “শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে রক্ত দিয়েছি, জেল খেটেছি, নির্যাতন সহ্য করেছি। সেই রক্তের বিনিময়ে আপনারা আজ দায়িত্বে বসে আছেন। অথচ সেই বিপ্লবীদের ওপরই সেনা ও পুলিশ হামলা চালিয়েছে।”

এস কে রাশেদ আরও বলেন, “নুরুল হক নুরের ওপর হামলার দায় স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারেন না, তাই তাকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি হামলায় জড়িতদের চিহ্নিত করে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে।


মাত্র ২২০ টাকায় মিলল পুলিশে চাকরি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৩ ১৯:৩২:৫৬
মাত্র ২২০ টাকায় মিলল পুলিশে চাকরি
নিয়োগ পাওয়া পুলিশের ট্রেইনি কনস্টেবলরা। ছবি : কালবেলা

ফরিদপুরে মাত্র ২২০ টাকা খরচ করে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ২৩ জন তরুণ-তরুণী। কোনো ধরনের বাড়তি খরচ ছাড়াই শুধু যোগ্যতা ও মেধার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি কনস্টেবল পদে তাদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফরিদপুর পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, চলতি মাসে পুলিশের কনস্টেবল পদে ফরিদপুর থেকে ১ হাজার ২১১ জন আবেদন করেন। এরপর প্রতিটি ধাপ অতিক্রম করে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৪৩ জন। তাদের মধ্যে ২৮ জন উত্তীর্ণ হন এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে ২৩ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

পুলিশ সুপার মো. আব্দুল জলিল বলেন, “মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রত্যেকে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে।” তিনি জানান, নির্বাচিতদের মধ্যে তন্দ্রা আক্তারী একমাত্র নারী কনস্টেবল হিসেবে চাকরি পেয়েছেন। তার বাড়ি ফরিদপুর জেলা সদরের ঘনশ্যামপুর গ্রামে। তন্দ্রার এমন খবরে তার পরিবার ও আত্মীয়স্বজনের মধ্যে আনন্দের বন্যা বইছে।

পুলিশ সুপার আরও বলেন, “নিয়োগে নানা ধরনের অভিযোগ উঠলেও এবার ফরিদপুরে মেধা ও যোগ্যতার ভিত্তিতেই তারা নির্বাচিত হয়েছে। আমরা কারও পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখে নিয়োগ দিইনি। যারা নিয়োগ পেয়েছেন, প্রত্যেকেরই মেধা ও যোগ্যতার ভিত্তিতেই তাদের নির্বাচন করা হয়েছে।”


তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা দিলেন আহমেদ আযম খান

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৩ ১৯:১৫:৫১
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা দিলেন আহমেদ আযম খান
ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, “দেশনায়ক তারেক রহমান খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন। তার আসার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।” তিনি আরও বলেন, “যেদিন তারেক রহমান বাংলাদেশে আসবেন, সেদিন সারাদেশের ১৮ কোটি মানুষ তাকে স্বাগত জানাবেন।”

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের বাসাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি

আহমেদ আযম খান বলেন, “দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার পেছনে তাদের হাত রয়েছে, যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়।” তিনি বলেন, “যদি সব রাজনৈতিক দল নির্বাচনমুখী হয়, তাহলে আইন-শৃঙ্খলা বাহিনী শক্তিশালী ভূমিকা রাখতে পারবে।”

বিএনপি ও গণতন্ত্র

বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, “শহীদ জিয়াউর রহমান গণতন্ত্র, দেশের সমৃদ্ধি এবং মানুষের অধিকার আদায়ের জন্য বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।” তিনি বলেন, “গণতন্ত্রের সবচেয়ে বড় স্তম্ভ হলো নির্বাচন। এটি মানবাধিকার ও মানুষের সবচেয়ে বড় স্তম্ভ। তাই নির্বাচনের বিকল্প শুধুই নির্বাচন।”

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে এই অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু এবং পৌর বিএনপির সভাপতি আকতারুজ্জামান তুহিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


নোয়াখালীর সাবেক চেয়ারম্যান মিজানুরের অবৈধ সম্পদের পাহাড়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৩ ০৮:২৭:০০
নোয়াখালীর সাবেক চেয়ারম্যান মিজানুরের অবৈধ সম্পদের পাহাড়
ছবি: সংগৃহীত

নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন দুদকের কোর্ট পরিদর্শক মো. ইদ্রিস। এর আগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে দুদকের নোয়াখালী কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জাহেদ আলম বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।

দুদক সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৭ মার্চ নোয়াখালী দুদক কার্যালয় থেকে মিজানুর রহমানকে সম্পদ বিবরণী ফরম পাঠানো হয়। বিবরণী জমা দেওয়ার শেষ সময়সীমা নির্ধারিত ছিল ২৪ এপ্রিল পর্যন্ত। তবে তিনি নির্ধারিত সময়ে বিবরণী দাখিল করেননি কিংবা সময় বৃদ্ধির আবেদনও জানাননি। এতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৬(২) ধারা অনুযায়ী তিনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

দুদকের এজাহারে উল্লেখ করা হয়, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় (২০১১–২০২১) মিজানুর রহমান বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রায় ১ কোটি ৪ লাখ ৬০ হাজার ৩২১ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। তদন্তে দেখা যায়, ২০০৯–১০ করবর্ষ থেকে ২০২২–২৩ করবর্ষ পর্যন্ত তাঁর বৈধ আয় ছিল ১ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৯১৫ টাকা এবং ব্যয় ছিল ১৭ লাখ ২৯ হাজার ৬৯৪ টাকা। অন্যদিকে, একই সময়ে তাঁর ঘোষিত মোট সম্পদ দাঁড়ায় ২ কোটি ৬৫ লাখ ৫ হাজার ২১৮ টাকা, যার বিপরীতে ঋণ ছিল ৫২ লাখ ১০ হাজার ৬৭৬ টাকা। সব হিসাব মিলিয়ে দেখা যায়, বৈধ আয়ের তুলনায় তাঁর মোট সম্পদ দাঁড়ায় ২ কোটি ৩০ লাখ ২৪ হাজার ২৩৬ টাকা। ফলে ১ কোটি ৪ লাখ ৬০ হাজার ৩২১ টাকার সম্পদের উৎস অস্পষ্ট থাকে।

অভিযোগে আরও বলা হয়, তিনি স্বেচ্ছায় নিজের নামে এই সম্পদ স্থানান্তর, রূপান্তর ও ভোগদখল করেছেন। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২–এর ৪ ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ। একই সঙ্গে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে।

দুদকের কোর্ট পরিদর্শক মো. ইদ্রিস জানান, দুটি মামলাই তদন্তের জন্য অনুমোদন পেয়েছে। তদন্ত প্রক্রিয়ায় নতুন তথ্য বা অন্য কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে।

-রফিক


সিলেটে জব্দ হওয়া সাদাপাথর এবার নিলামে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০২ ২১:৫০:৪৯
সিলেটে জব্দ হওয়া সাদাপাথর এবার নিলামে

সিলেট সদর উপজেলার ধোপাগুল বাজার এলাকা থেকে জব্দ করা প্রায় ৬১ হাজার ৯০০ ঘনফুট ভাঙা সাদাপাথর নিলামে তুলছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)। এই নিলামে অংশ নিতে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিএমডির পরিচালক (উপসচিব) মো. আহসান উদ্দিন মুরাদ স্বাক্ষরিত একটি সরকারি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী নিলামকারীদের বিএমডির অনুকূলে ২ লাখ টাকার ফেরতযোগ্য জামানত পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে। নিলামে অংশগ্রহণের জন্য নাম এন্ট্রি এবং রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে সম্পন্ন করতে হবে। একই দিন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হল রুমে সকাল ১১টায় নিলাম কার্যক্রম শুরু হবে।

নিলামে অংশ নিতে আগ্রহীদের রেজিস্ট্রেশনের সময় অফেরতযোগ্য ৫০০ টাকা নগদে প্রদান করতে হবে। একই সঙ্গে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ফটোকপি দেখানো বাধ্যতামূলক। নিলামের শর্তাবলি বিএমডি এবং সিলেট জেলা প্রশাসনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

/আশিক

পাঠকের মতামত: