দুই হত্যা মামলায় আইভীর জামিন বাতিল, রিমান্ড শুনানি রোববার

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২১ ২২:০৫:৪১
দুই হত্যা মামলায় আইভীর জামিন বাতিল, রিমান্ড শুনানি রোববার

সত্য নিউজনারায়ণগঞ্জের আলোচিত দুই হত্যা মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২১ মে) নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

প্রথম মামলাটি রিকশাচালক তুহিন হত্যা, দ্বিতীয়টি হকার নাদিম হত্যাচেষ্টা সংক্রান্ত। উভয় মামলাতেই জামিনের আবেদন করলে আদালত তা প্রত্যাখ্যান করেন।

এদিকে পোশাকশ্রমিক মিনারুল হত্যার আরেক মামলায় আইভীর বিরুদ্ধে রিমান্ড শুনানির দিন ধার্য হয়েছে আগামী রোববার, ২৫ মে।

আইভীর পক্ষে আইনজীবীরা আদালতে দাবি করেন, মামলার এজাহারে তাঁর নাম থাকলেও সরাসরি কোনো সম্পৃক্ততার প্রমাণ নেই। বরং তাঁরা দাবি করেন, গুলি চালিয়েছেন সাবেক সংসদ সদস্য শামীম ওসমান।

বর্তমানে সেলিনা হায়াৎ আইভী কাশিমপুর মহিলা কারাগারে আটক রয়েছেন। আদালতের রায়কে কেন্দ্র করে নারায়ণগঞ্জে রাজনৈতিক উত্তেজনা ফের চাঙা হয়েছে।

আরও তথ্য জানার জন্য তদন্তে থাকা পুলিশের বক্তব্য বা সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ