সত্যনিউজ: ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান ও নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরকে সম্মাননা জানাতে যাচ্ছে আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি)। সংগঠনটির ১৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ বছর শাকিব খানকে শ্রেষ্ঠ নায়কের সম্মাননা ও শাবনূরকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।
এটি অনুষ্ঠিত হবে ১৭ মে, শনিবার, রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) হলরুমে। অনুষ্ঠানে চলচ্চিত্র ও টিভি শিল্পীদের পাশাপাশি সংগীত, নৃত্য, মডেলিং, কনটেন্ট ক্রিয়েশন, নারী উদ্যোক্তা ও ফ্যাশনসহ নানা ক্যাটাগরিতে মনোনীত ব্যক্তিদের সম্মানিত করা হবে।
এজেএফবি সভাপতি ফারুক হোসেন মজুমদার জানিয়েছেন, এ বছর মেগাস্টার শাকিব খানকে শ্রেষ্ঠ নায়ক এবং শাবনূরকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হবে। পাশাপাশি চলচ্চিত্র ও টিভি জগতের জনপ্রিয় ব্যক্তিত্বদেরও অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
এজেএফবি প্রতিবছর এ ধরনের আয়োজনের মাধ্যমে শিল্পীদের অবদান স্বীকার করে আসছে।