ধানমন্ডিতে পুলিশের সামনেই জোড়া বিস্ফোরণ!

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১৭ ২১:২৮:৪৯
ধানমন্ডিতে পুলিশের সামনেই জোড়া বিস্ফোরণ!
ছবিঃ সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় এবি ব্যাংকের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টা ২৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটায়। পুলিশ জানিয়েছে, এই বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএসটি) বিলবোর্ডের নিচে প্রধান সড়কে একটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ককটেল দুটি নিক্ষেপ করে। বিস্ফোরণের পরপরই কাছাকাছি থাকা একটি পুলিশ ভ্যান তাদের ধাওয়া করে, কিন্তু হামলাকারীদের আটক করা সম্ভব হয়নি।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবদুল্লাহ আল মামুন ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "ধানমন্ডি ৩২-এর দিক থেকে টহল টিমকে নির্দেশনা দিয়ে ফিরছিলাম। এ সময় এবি ব্যাংকের সামনে পরপর দুটি বিস্ফোরণ ঘটে।"

তিনি আরও জানান, পুলিশ মোটরসাইকেল আরোহীদের ধাওয়া করে ৮ নম্বর রোড পর্যন্ত গিয়েছিল, কিন্তু তারা পালিয়ে যেতে সক্ষম হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।


শাহজালাল বিমানবন্দরে হঠাৎ ধোঁয়া, বহির্গমন টার্মিনালে আতঙ্ক

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১৭ ১৮:০৫:৪১
শাহজালাল বিমানবন্দরে হঠাৎ ধোঁয়া, বহির্গমন টার্মিনালে আতঙ্ক
ছবিঃ সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর বহির্গমন টার্মিনাল ভবনে হঠাৎ আগুনের ধোঁয়া দেখা দেওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (১৭ নভেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় বিদেশগামী যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

খবর পাওয়ার সাথে সাথেই বিমানবন্দর কর্তৃপক্ষের নিজস্ব ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের খবর পেয়ে বেসামরিক বিমান প্রতিরক্ষা (সিভিল ডিফেন্স) ফায়ার সার্ভিসের কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

বেসামরিক বিমান চলাচল (বেবিচক) কর্তৃপক্ষের ফায়ার সার্ভিস বিভাগের প্রধান, উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, "বিমানবন্দর ১ নম্বর বহির্গমন টার্মিনাল এলাকায় আগুনের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।"

আগুনের সূত্রপাত কীভাবে হলো সে সম্পর্কে তিনি বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ সিগারেট খেয়ে তা টার্মিনাল ভবনের দুই দেয়ালের মাঝে ফেলে দিয়েছে।" বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, পুরো বিষয়টি আরও ভালোভাবে তদন্ত করে দেখা হচ্ছে।


ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল-ঘটছে কী?

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১৭ ১২:১৮:১৮
ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল-ঘটছে কী?
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের পতনের পর জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে বহুল আলোচিত মামলার রায় ঘোষণা হবে আজ সোমবার। রায়কে ঘিরে পুরো রাজধানীতে যে টানটান উত্তেজনা বিরাজ করছে, তার বাস্তব চিত্র মিলল সিটি কলেজের সামনে ভোরের সড়কেই।

সোমবার সকালে ঢাকার সিটি কলেজের সামনে দেখা যায় দুটি বুলডোজার ধানমন্ডি ৩২ এর দিকে এগিয়ে যাচ্ছে, আর সেগুলোর সঙ্গে হাঁটছে একদল তরুণ। পরিচয় জানতে চাইলে তারা জানান, বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা এই বুলডোজার নিয়ে ৩২ নম্বরের দিকে যাচ্ছেন। তাদের উপস্থিতি ও এই অস্বাভাবিক প্রস্তুতি রায়কে ঘিরে সম্ভাব্য পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

রায়কে কেন্দ্র করে রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি সর্বোচ্চ মাত্রায় উন্নীত হয়েছে। পুলিশ, র‌্যাব, বিজিবি, এপিবিএনসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ মোড়, সরকারি স্থাপনা ও আদালত এলাকায় সরাসরি দায়িত্ব পালন করছেন।

হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকা ঘিরে টহল বৃদ্ধি করা হয়েছে। দোয়েল চত্বর থেকে শিক্ষাভবনমুখী সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। সন্দেহভাজনদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কঠোরভাবে।

সকাল থেকে রাজধানীর সড়কগুলোতে ব্যক্তিগত যানবাহন তুলনামূলক কম দেখা গেছে। হঠাৎ পরিস্থিতির অবনতি হতে পারে এ আশঙ্কায় অনেকেই ঘর থেকে বের হননি। রায়কে ঘিরে গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ ও নাশকতা ঘটায় মানুষ আরও সতর্ক হয়ে পড়েছে।

২০২৪ সালের জুলাই–আগস্টের ছাত্র–জনতার গণঅভ্যুত্থান দমন অভিযানে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন, হত্যা ও নির্যাতনের দায়ে দায়ের করা মামলাটির রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। মামলাটি বাংলাদেশের ইতিহাসে প্রথম যেখানে সরকারের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে গণহত্যা–সম্পৃক্ত অভিযোগে বিচার হয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে উত্তেজনা স্পষ্ট। বাসাভাড়া, দোকানপাট খোলা রাখা এবং মুক্ত চলাফেরার বিষয়ে অনেকেই দ্বিধাগ্রস্ত। অন্যদিকে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যেরা ন্যায়বিচারের প্রত্যাশায় রায়ের অপেক্ষায় রয়েছেন।

-রাফসান


সোমবার রাজধানীর বাজার বন্ধের পূর্ণ তালিকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১৭ ১০:২৪:২২
সোমবার রাজধানীর বাজার বন্ধের পূর্ণ তালিকা
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় সপ্তাহের বিভিন্ন দিনে বিভিন্ন মার্কেট ও শপিংমল বন্ধ থাকে। আজ সোমবারও তার ব্যতিক্রম নয়। শহরের বহু এলাকার বাণিজ্যিক কার্যক্রম আজ বন্ধ থাকবে। ফলে অনেকে প্রয়োজনীয় কেনাকাটা বা ব্যবসায়িক কাজে বের হওয়ার আগে জানতে চান কোন মার্কেট খোলা থাকবে এবং কোনগুলো বন্ধ থাকবে। সময়, যাতায়াত এবং অযথা ভোগান্তি এড়াতে এই তথ্য জানা অত্যন্ত প্রয়োজন।

সোমবার ঢাকার অনেক এলাকাতেই পূর্ণদিবস মার্কেট বন্ধ থাকবে। এর আওতায় রয়েছে আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর দশ, মিরপুর এগারো, মিরপুর বারো, মিরপুর তেরো, মিরপুর চৌদ্দ, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এলাকা, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এলাকা, ক্যান্টনমেন্ট, গুলশান এক, গুলশান দুই, বনানী, মহাখালী কমার্শিয়াল এলাকা, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল এলাকা, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ এবং সানারপাড়। এসব এলাকাতে ছোট দোকান থেকে বড় মার্কেট সবই আজ বন্ধ থাকবে।

একই সঙ্গে রাজধানীর কিছু মার্কেট আজ অর্ধদিবস বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, ইব্রাহীমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান এক, ডিসিসি মার্কেট গুলশান দুই, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট। এসব মার্কেট দুপুর বা বিকেলের দিকে খুলতে পারে, তাই সেখানে যাওয়ার আগে খোলার সময় সম্পর্কে ধারণা নিয়ে নেওয়া উত্তম।

ঢাকায় সাপ্তাহিক মার্কেট ছুটি শহরের বাণিজ্যিক ব্যস্ততা কিছুটা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এতে নির্দিষ্ট এলাকায় যানজট কমে, ব্যবসায়ীদের বিশ্রামের সুযোগ বাড়ে এবং বাজার পরিচালনা আরও সুশৃঙ্খল হয়। পাশাপাশি নগরব্যবস্থাপনায় ভারসাম্য বজায় রাখতে এই ছুটির দিনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আজ রাজধানীজুড়ে কর্মসূচির ছড়াছড়ি, জানুন বিস্তারিত

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১৭ ০৯:৫৪:০৬
আজ রাজধানীজুড়ে কর্মসূচির ছড়াছড়ি, জানুন বিস্তারিত
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রতিদিন নানা দফতর, রাজনৈতিক দল ও সংগঠনের নানা কর্মসূচির কারণে শহরের সড়কগুলোতে সৃষ্টি হয় জট, ধীরগতি ও ভোগান্তি। মানুষের দৈনন্দিন চলাচলকে প্রভাবিত করে এসব আয়োজন, তাই সকালে বের হওয়ার আগে কোন এলাকায় কী কর্মসূচি রয়েছে তা জেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

সোমবার (১৭ নভেম্বর) রাজধানীসহ সারাদেশে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এগুলো নজরে রাখলে যাতায়াত পরিকল্পনা করা সহজ হবে।

পরিবেশ ও বাণিজ্য উপদেষ্টার কর্মসূচি

আজ সকাল সাড়ে ৯টায় রাজধানীর লা গ্যালারি, অ্যালায়েন্স ফ্রাঁসেজ দে ঢাকায় উদ্বোধন করা হবে ‘দ্য সোল অব জুট: ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন’ শীর্ষক বিশেষ পাটপণ্য মেলা।অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন বস্ত্র ও পাট, বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

এই কর্মসূচিকে কেন্দ্র করে ধানমন্ডি–ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, সায়েন্স ল্যাব–নিউমার্কেট এলাকায় সকালে কিছুটা যানজট থাকতে পারে।

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কর্মসূচি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিকেল ৩টায় 2nd Women’s Kabaddi World Cup 2025–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।স্থান: শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুরমিরপুর ১০, ১১ ও পল্লবী এলাকাজুড়ে বিকেল ২টা থেকে যানবাহনের চাপ বাড়তে পারে।

বিএনপির কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা রূপান্তর বিষয়ক আলোচনা সভা

বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সাদা দল আয়োজিত আলোচনা সভা “বাংলাদেশে ভবিষ্যত শিক্ষা রূপান্তর একটি কৌশলগত রোডম্যাপ” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।শাহবাগ–ঢাবি এলাকা সকাল ১০টা থেকে ব্যস্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি

বেলা ১১টায় টাঙ্গাইলের সন্তোষ সমাধিস্থলে অনুষ্ঠিত হবে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়ারত ও আলোচনা সভা।প্রধান অতিথি: বিএনপির ভাইস–চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।সন্তোষ রোড–টাঙ্গাইল শহর এলাকায় বেলা জুড়ে জনসমাগম ও যানজটের সম্ভাবনা রয়েছে।

আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচারিক ঘটনা: শেখ হাসিনা মামলার রায় ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে বহুল আলোচিত মামলার রায় আজ ঘোষণা করা হবে।সময়: বেলা ১১টা

স্থান: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–

চেয়ারম্যান: বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার

পাশাপাশি ট্রাইব্যুনালের অন্যান্য সদস্যও উপস্থিত থাকবেন।


ককটেল বিস্ফোরণে কাঁপল কারওয়ান বাজার

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১৬ ২১:১৭:১২
ককটেল বিস্ফোরণে কাঁপল কারওয়ান বাজার
ছবিঃ সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজার মোড় এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রবিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এই বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।

তবে এই ঘটনার পর ঘটনাস্থলের এলাকা নিয়ে পুলিশের দুই থানার মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। তেজগাঁও থানা পুলিশ বলছে, ককটেল বিস্ফোরণের স্থানটি কলাবাগান থানার আওতাধীন। অন্যদিকে, কলাবাগান থানা পুলিশ বলছে, ঘটনাস্থলটি তেজগাঁও থানা এলাকার মধ্যে পড়েছে।

এই বিষয়ে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক গণমাধ্যমকে বলেছেন, "দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।" তিনি জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু সেখানে যাওয়ার পর দেখা যায়, যে স্থানে ককটেল দুটি বিস্ফোরিত হয়েছে, সেই এলাকাটি তেজগাঁও থানার মধ্যে পড়েছে।


সাভারে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি বাসে আগুন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১৬ ২১:০৬:৪৩
সাভারে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি বাসে আগুন
সাভারে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: যুগান্তর

ঢাকার অদূরে সাভারে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পার্ক করে রাখা অবস্থায় দ্বিতীয় আরেকটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। আগুনে বাসটির ভেতরের সব আসন সম্পূর্ণ পুড়ে গেছে।

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তারা জানিয়েছেন, 'ইতিহাস' পরিবহণের বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড় করিয়ে এর চালক ও সহকারী বাসায় চলে গিয়েছিলেন। যাওয়ার সময় বাসের দরজা তালাবদ্ধ ছিল।

কর্মকর্তারা জানান, রাত ৩টার দিকে বাসে আগুন লাগার খবর পেয়ে চালক ও তার সহকারী ঘটনাস্থলে ছুটে আসেন। তারা প্রথমে বালতি দিয়ে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সাভার ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এর মধ্যে একটি ইউনিটের সহায়তায় আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়। খবর পেয়ে স্থানীয় পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে।

বাসটির মালিক মো. এনামুল হক গণমাধ্যমকে বলেছেন, "বাসটি ব্যাংকে লোন করে কিনেছি। এটা দিয়েই সংসারের খরচ চালাই। এখন কীভাবে সংসার চলবে, কীভাবে ব্যাংকের লোন পরিশোধ করব, বুঝতে পারতেছি না।"

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, "গতকাল রাত সাড়ে তিনটার দিকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। দ্রুতই আগুন নিভিয়ে ফেলা হয়। আগুনে বাসের ভেতরের সব আসন পুড়ে গেছে।"

এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে সাভারের গেন্ডা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকদের যাতায়াতে ব্যবহৃত একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছিল বলে জানা গেছে। ফুলবাড়িয়ার ঘটনাটি ছিল ওই রাতের দ্বিতীয় বাসে আগুনের ঘটনা।


মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ ৫ মৃত্যু

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১৬ ২০:৩২:০০
মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ ৫ মৃত্যু
ছবি: সমকাল

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মহাসড়কের বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ এবং স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, যাত্রীবাহী বাসটি খুব বেপরোয়া গতিতে চলছিল। হঠাৎ করে এটি লেন পরিবর্তন করতে গেলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের পরপরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন যাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, বাসটি শুরু থেকেই এলোমেলোভাবে বাঁক নিচ্ছিল। হঠাৎ জোরে ধাক্কা লাগার সাথে সাথে তারা সবাই সিট থেকে ছিটকে পড়েন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছেন। নিহতদের কারও পরিচয় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শনাক্ত করা যায়নি। গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোহাম্মদ ইমরান জানিয়েছেন, "এখন পর্যন্ত ২০ জনকে এখানে আনা হয়েছে। তাদের মধ্যে ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।"

জরুরি বিভাগে দায়িত্বরত আরেক চিকিৎসক ডা. শারমিন জানান, আহতদের অনেকের মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং তাদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা সংকটাপন্ন। তিনি আরও জানান, নিহত পাঁচজনই পুরুষ।

কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাকির রাব্বানী দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "মোট পাঁচজন নিহত হয়েছেন এবং অনেকেই আহত হয়েছেন। আহতদের বেশিরভাগকেই হাসপাতালে পাঠানো হয়েছে।"


গণভোটের আইনি ভিত্তি নেই: রিজভী

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১৬ ১৫:২৭:২৭
গণভোটের আইনি ভিত্তি নেই: রিজভী
দুস্থ পরিবারের মাঝে সহায়তা দেন রিজভী। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে গণভোটের কোনো আইনি ভিত্তি নেই। তিনি মন্তব্য করেন, ভোটের সঙ্গে গণভোট হতে পারে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আইনগত কাঠামো ছাড়া আইনের কোনো কাজ করা হলে তা ভবিষ্যতের জন্য সংকট তৈরি করবে।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে পটুয়াখালীর একটি আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবনযাপন করা এক অসহায় বৃদ্ধ দম্পতির হাতে আর্থিক সহায়তা তুলে দেন রিজভী। এরপর সেখানে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে চায়। কিন্তু এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহল 'পিআর পদ্ধতি' (Proportional Representation) এবং 'গণভোট' নিয়ে নানা ধরনের বিভ্রান্তি তৈরি করছে। তিনি উল্লেখ করেন, বিশেষজ্ঞরা এরই মধ্যে স্পষ্ট করে বলেছেন যে, গণভোটের কোনো আইনি কাঠামো এখনও দেশে নেই।

দেশের চলমান বিভিন্ন সংকট প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, দেশের ডেঙ্গু পরিস্থিতি, নিত্যপণ্যের বাজারদর এবং কৃষকদের উৎপাদন সংকটসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

সমাবেশে রুহুল কবির রিজভী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে হওয়া বিভিন্ন চুক্তির সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, ওইসব চুক্তি দেশের স্বার্থের বিরুদ্ধে ছিল। তিনি দাবি করেন, ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি এবং চট্টগ্রাম বন্দর কোনো বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার মতো আলোচনা দেশের সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে ফেলতে পারে।

রিজভী বলেন, ভবিষ্যতে যেসব চুক্তি করা হবে, তা অবশ্যই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিবেচনায় নিয়ে করতে হবে। তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনা সরকারের করা কিছু চুক্তির শর্ত দেশের জনগণ জানতেও পারেনি। তিনি সতর্ক করে বলেন, দেশের বন্দর বা সমুদ্রবন্দর যদি ধীরে ধীরে বিদেশি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে চলে যায়, তবে তা দেশের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করবে। ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে এই বিষয়গুলো অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে 'আমরা বিএনপি পরিবারের' সদস্য সচিব আতিকুর রহমান রুমান এবং পটুয়াখালী জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন।


রাজধানীতে আজ রাজনৈতিক কর্মসূচির ছড়াছড়ি, জেনে নিন বিস্তারিত

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১৬ ১০:০৬:০২
রাজধানীতে আজ রাজনৈতিক কর্মসূচির ছড়াছড়ি, জেনে নিন বিস্তারিত
ছবি: সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিদিনই সরকারি দপ্তর, বিভিন্ন সংস্থা, রাজনৈতিক দল ও অসংখ্য সংগঠন নানা কর্মসূচি পালন করে থাকে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে যানজট সৃষ্টি হওয়াটা নিয়মিত ঘটনা। ফলে প্রতিদিন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ পথচারীদের পড়তে হয় নানা বিড়ম্বনায়। তাই সকালে ঘর থেকে বের হওয়ার আগে দিনের গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজন। আজ রবিবার, ১৬ নভেম্বর, রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে কী কী উল্লেখযোগ্য রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচি রয়েছে, তার বিস্তারিত নিচে তুলে ধরা হলো।

বিএনপির কর্মসূচি

আজকের সবচেয়ে উল্লেখযোগ্য রাজনৈতিক কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে বিএনপির আয়োজন। সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত হবে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা, যেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐতিহাসিক নেতার স্মরণসভাটিতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

বিকেলে কুমিল্লার দাউদকান্দিতে শহীদ রিফাত পার্ক থেকে শুরু হবে একটি ‘গণ মিছিল’। বেলা ৩টায় শুরু হওয়া এই মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। স্থানীয় পর্যায়ে দলটির সাংগঠনিক শক্তি প্রদর্শনের ক্ষেত্রে এই মিছিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া সকাল ১০টায় পটুয়াখালী সদর উপজেলার বিঘাই হাট স্কুল সংলগ্ন আবাসন প্রকল্পে অনুষ্ঠিত হবে ‘আমরা বিএনপি পরিবার কর্মসূচি’ যেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মসূচি

বেলা ১১টায় সেগুনবাগিচায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংবাদ সম্মেলন। দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক সেখানে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় অবস্থান তুলে ধরবেন বলে জানা গেছে।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার কর্মসূচি

দুপুর ১২টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হবে 12th International Conference on Psychiatry–এর পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান। এ অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। মানসিক স্বাস্থ্য বিষয়ে এই আন্তর্জাতিক সম্মেলন দেশে গবেষণা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আয়োজকেরা জানিয়েছেন।

জামায়াতের কর্মসূচি

দুপুর সাড়ে ১২টায় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রেস ব্রিফিং। চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সংঘাতমুক্ত সমাধানের পথ নিয়ে সংগঠনটির বক্তব্য সেখানে উপস্থাপন করা হবে।

স্থানীয় সরকার উপদেষ্টার কর্মসূচি

বেলা ১১টায় রায়েরবাজার কবরস্থানে গণ–অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি পালন করবেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শহীদদের প্রতি সম্মান জানাতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ সেখানে সম্মিলিত হবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

পাঠকের মতামত:

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

রাষ্ট্রের ধারণাটি একসময় কেবল প্রশাসনিক ক্ষমতা, আইনের শাসন এবং নিরাপত্তা প্রদানের সঙ্গে সম্পর্কিত ছিল। কিন্তু আধুনিক বিশ্বে রাষ্ট্রের ভূমিকা এখন... বিস্তারিত