র‍্যাব কে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে কাজ করার আহ্বান: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২১ ১৫:৩৮:৩৯
র‍্যাব কে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে কাজ করার আহ্বান: স্বরাষ্ট্র উপদেষ্টা

সত্য নিউজ: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে মানবাধিকার সম্মতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২১ মে) রাজধানীর উত্তরায় র‍্যাব হেডকোয়ার্টারে আয়োজিত র‍্যাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, “র‍্যাবকে অবশ্যই আইনের শাসন ও মানবাধিকারের নীতিমালা মেনে চলতে হবে। রাষ্ট্র এখন ন্যায়বিচার, সুশাসন এবং জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। সেই লক্ষ্যে র‍্যাবের কার্যক্রম পুনর্মূল্যায়ন, সংস্কার ও পুনর্গঠনের কাজ চলছে।”

তিনি আরও বলেন, এক সময় রাজনৈতিক স্বার্থে র‍্যাবকে অপব্যবহার করা হয়েছিল, যার ফলে বাহিনীটির বিরুদ্ধে গুম, খুনসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। তিনি জোর দিয়ে বলেন, “র‍্যাবকে আর কখনো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন র‍্যাবের মহাপরিচালক (গ্রেড-১) এ কে এম শহিদুর রহমান। এছাড়া অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, আইজিপি বাহারুল আলমসহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যাবের বিভিন্ন সফলতা তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা কেক কাটেন এবং ফটোসেশনে অংশ নেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ