মানবিক করিডোর নিয়ে যে তথ্য দিলেন নিরাপত্তা উপদেষ্টা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২১ ১৪:৫৫:২০
মানবিক করিডোর নিয়ে যে তথ্য দিলেন নিরাপত্তা উপদেষ্টা

সত্য নিউজ: মিয়ানমারের অস্থিতিশীল রাখাইন অঞ্চলকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে ‘মানবিক করিডোর’ গঠনের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) খালিলুর রহমান।

বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাখাইন ইস্যুতে মানবিক করিডোর নিয়ে এখন পর্যন্ত আমরা কারও সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা করিনি। এমন কোনো প্রস্তাবও আমাদের কাছে আসেনি।”

তিনি আরও জানান, সীমান্তসংলগ্ন মিয়ানমারে চলমান সংঘাত ও নিরাপত্তাহীনতা পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশ সতর্ক রয়েছে। “আমরা সীমান্তে সবসময় প্রস্তুত। যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সীমান্তরক্ষীরা সক্রিয় আছে।”

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে বাংলাদেশে ‘মানবিক করিডোর’ স্থাপনের সম্ভাবনার কথা উঠে আসে। এই পরিপ্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বক্তব্য বিষয়টিকে সরকারিভাবে নাকচ করল।

রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। বহু বেসামরিক মানুষ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করায় মানবিক সংকট গভীরতর হয়েছে। তবে বাংলাদেশ এখনো কৌশলগতভাবে সীমান্ত নিরাপত্তা বজায় রেখেই পরিস্থিতি সামাল দিচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

খলিলুর রহমান বলেন, “আমরা মানবিক সহানুভূতির জায়গা থেকে সবকিছু দেখি, তবে আমাদের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও স্বার্থের প্রশ্নে কখনোই আপস করি না।”

উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকাগুলোতে অতিরিক্ত নজরদারি, টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মহলকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হচ্ছে বলেও জানান তিনি।

এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আসছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ