ইশরাক সমর্থকদের মৎস্য ভবন মোড় অবরোধ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২১ ১১:৫৩:৩৮
ইশরাক সমর্থকদের মৎস্য ভবন মোড় অবরোধ

সত্য নিউজ:ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে বসানোর দাবিতে রাজধানীর রাজপথে নেমেছেন তাঁর সমর্থকেরা। আজ বুধবার সকাল থেকেই আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচি উত্তেজনাকর রূপ নিয়েছে। সরকার নির্ধারিত সময়ের মধ্যে দাবি মেনে না নেওয়ায় তাঁরা বিক্ষোভ ছড়িয়ে দিয়েছেন নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে। সকাল ১০টার পর থেকেই সমর্থকেরা মৎস্য ভবন মোড়ে জড়ো হতে থাকেন এবং সাড়ে ১০টার দিকে মোড়টি অবরোধ করে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেন। ফলে আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়।

একই সময়, কাকরাইল মোড়েও দেখা গেছে ইশরাক হোসেনের বিপুলসংখ্যক সমর্থকের উপস্থিতি। সাড়ে ১১টার দিকে যমুনা টিভির প্রবেশপথের কাছে অবস্থান নেন তাঁরা। এর আগে পুলিশ ওই এলাকায় যান চলাচলের পথ আটকে দেয়। আন্দোলনের অন্যতম সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমান গতকাল ঘোষণা দিয়েছিলেন, আজ বুধবার সকাল ১০টার মধ্যে সরকার যদি কোনো সিদ্ধান্ত না জানায়, তাহলে ঢাকাকে অচল করে দেওয়া হবে। সেই ঘোষণার অংশ হিসেবে এদিন সকাল থেকেই রাজধানীজুড়ে নতুন কর্মসূচি শুরু হয়েছে।

এদিকে আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে বিক্ষোভে যোগ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারীরাও। জানা গেছে, নগর ভবনের প্রতিটি ফটকে তালা ঝুলছে, সব কর্মকর্তা কর্মচারীরা কার্যত অঘোষিত ছুটিতে। ফলে নাগরিক সেবা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। নগর ভবনের ভেতরে থাকা স্থানীয় সরকার বিভাগের অফিসেও তালা, গত ১৪ মে থেকে সেখানেও কার্যক্রম বন্ধ। আন্দোলন শুরুর পর থেকে ওই কার্যালয়ে যাননি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

বিক্ষোভকারীরা জানান, সরকারের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিক্রিয়া না পাওয়ায় তাঁরা বাধ্য হয়ে নতুন কর্মসূচিতে গেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তাঁরা। ঢাকাবাসী ব্যানারে আয়োজিত এই আন্দোলন এখন পুরো নগরজুড়ে বিস্তৃতি লাভ করছে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে এবং রাজনৈতিক বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, পরিস্থিতি যদি দ্রুত সমাধান না হয়, তাহলে তা বড় ধরনের প্রশাসনিক অচলাবস্থায় রূপ নিতে পারে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ