পাকিস্তান দলে একের পর এক চমক, জায়গা পেলেন ছক্কামেশিন সাহিবজাদা ফারহান

সত্য নিউজ:বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের চমকপ্রদ দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার পাকিস্তান দলে জায়গা পেয়েছেন সাম্প্রতিক সময়ে রেকর্ড ভাঙা পারফরম্যান্সে আলোড়ন তোলা ব্যাটসম্যান সাহিবজাদা ফারহান। তবে বাদ পড়েছেন নিয়মিত অধিনায়ক বাবর আজম, উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং গত কয়েক বছরের বোলিং আক্রমণের স্তম্ভ শাহিন শাহ আফ্রিদি।
দল ঘোষণায় সবচেয়ে বড় চমক হিসেবে উঠে এসেছে সাহিবজাদা ফারহানের নাম। ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান সম্প্রতি ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ এবং পিএসএলে দুর্দান্ত ছন্দে ছিলেন। মাত্র এক মাসের মধ্যে করেছেন ৪টি সেঞ্চুরি, যার মধ্যে একটি ইনিংসে ৭২ বলে করেছেন ১৬২ রান যা টি-টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। তার স্ট্রাইকরেট ছিল ১৮৯.৬৫ এবং ব্যাটিং গড় ১২১ যা যেকোনো ব্যাটসম্যানের জন্য অবিশ্বাস্য অর্জন।
সাহিবজাদার ব্যাটে ছক্কার বৃষ্টি হয়েছে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে। ৭ ম্যাচে ৪০টি ছক্কা হাঁকিয়েছেন তিনি, যেখানে দ্বিতীয় সর্বোচ্চ ছিল মাত্র ১৩টি। তার ৬০৫ রান টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরারের চেয়ে ৩২৩ রান বেশি। এরপর পিএসএলে নিজেকে আরও প্রমাণ করেছেন, ১৫৪ স্ট্রাইকরেটে করেছেন ৩৯৪ রান, সর্বশেষ ম্যাচে ৪১ বলে ৭৩ রানের ইনিংস খেলে ইসলামাবাদ ইউনাইটেডকে প্লে-অফে তুলেছেন।
পাকিস্তানের নতুন এই দলে জায়গা হয়নি নিউজিল্যান্ড সিরিজে খেলা বেশ কিছু ক্রিকেটারের। বাদ পড়েছেন শাহিন আফ্রিদি, আব্বাস আফ্রিদি, ওমর ইউসুফ, আব্দুল সামাদ, জাহানদাদ খান, সুফিয়ান মুকিম ও উসমান খান। বিশেষ করে আব্বাস আফ্রিদি, যিনি এবারের পিএসএলের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন (১৭টি), তার না থাকা বিস্ময়ের জন্ম দিয়েছে।
এই সিরিজ দিয়েই পাকিস্তানের কোচ হিসেবে শুরু হচ্ছে মাইক হেসনের অধ্যায়। যদিও সিরিজের নির্দিষ্ট সূচি এখনো প্রকাশ করা হয়নি, তবে জানা গেছে—সব ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরে।
পাকিস্তান স্কোয়াড:
সালমান আগা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব।
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ তাই একরকম নবযুগের সূচনা হতে যাচ্ছে দুই দলেই যেখানে নতুন মুখদের নিয়েই মাঠে নামবে পাকিস্তান, আর বাংলাদেশের জন্য সেটি হতে পারে শক্ত পরীক্ষা।
সৌদি আরবে মূল পর্বের স্বপ্নে যাত্রা শুরু বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাই পর্বে আজ শুরু হচ্ছে বাংলাদেশের লড়াই। গ্রুপ ‘সি’-এর প্রথম ম্যাচে লাল-সবুজের তরুণরা মুখোমুখি হবে স্বাগতিক ভিয়েতনামের। ভিয়েত ত্রি স্টেডিয়ামে (ফু থো) অনুষ্ঠিতব্য ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।
গুরুত্বপূর্ণ এই সূচনালগ্নে আশাবাদী শোনালেন দলের সহকারী কোচ হাসান আল মামুন। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গত এক মাস আমরা ঢাকায় এবং বাহরাইনে অনুশীলন করেছি। ভিয়েতনামে এসে শেষ দুই দিনের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। সামগ্রিকভাবে ছেলেরা প্রস্তুত এবং ইতিবাচক কিছু করার জন্য মানসিকভাবে অনুপ্রাণিত।”
একই সুর শোনা গেলো মাঝমাঠের ভরসা শেখ মোরসালিনের কণ্ঠেও। তিনি বলেন, “গত এক মাস আমরা কঠোর অনুশীলন করেছি। মানসিকভাবে প্রথম ম্যাচের জন্য তৈরি আছি। মাঠে সর্বোচ্চ চেষ্টা করবো।”
বাংলাদেশের গ্রুপের অন্য দুটি প্রতিপক্ষ ইয়েমেন এবং সিঙ্গাপুর। লাল-সবুজের দল ৬ সেপ্টেম্বর মুখোমুখি হবে ইয়েমেনের এবং ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে।
মোট ৪৪টি দেশ ১১টি গ্রুপে বিভক্ত হয়ে এ বাছাইপর্বে খেলছে। প্রতিটি গ্রুপের শীর্ষ দল সরাসরি জায়গা করে নেবে চূড়ান্ত পর্বে। এছাড়া সেরা চার রানার্সআপ দল এবং স্বাগতিক সৌদি আরব নিয়ে ১৬ দল খেলবে আগামী বছরের জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠেয় মূল টুর্নামেন্টে।
বাংলাদেশের তরুণ দলকে ঘিরে তাই রয়েছে ভক্তদের প্রত্যাশা। প্রথম ম্যাচের চ্যালেঞ্জে ভিয়েতনাম শক্তিশালী প্রতিপক্ষ হলেও শেখ মোরসালিন-তৌহিদ-শহিদুলদের লড়াকু মানসিকতা সমর্থকদের আশা জাগাচ্ছে নতুন কোনো চমকের।
-শামীম আহামেদ
রোনালদোর শেষ বিশ্বকাপ স্বপ্ন শুরু হচ্ছে
আর নয় মাস পর উত্তর আমেরিকায় শুরু হবে ফুটবল বিশ্বকাপ। ইউরোপের দলগুলো এই সপ্তাহে বাছাইপর্ব শুরু করছে। অন্যদিকে আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডরসহ দক্ষিণ আমেরিকার কয়েকটি দল আগেই জায়গা নিশ্চিত করেছে। এশিয়া থেকেও ছয়টি দল টিকিট পেয়েছে।
ইউরোপ থেকে মোট ১৬ দল খেলবে। ১২টি দল সরাসরি যাবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে, আর বাকি ৪টি যাবে প্লে-অফ থেকে। তাই প্রতিটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ।
স্পেন বুলগেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে। তাদের দলে আছেন লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস আর চোট থেকে ফেরা রদ্রি। তবে কোচ দে লা ফুয়েন্তে বলছেন, বাছাইপর্ব সহজ নয়।
ফ্রান্স গত দুই বিশ্বকাপের ফাইনালে খেলেছে। এবারও তারা ফেভারিট। কোচ দেশমে হয়তো শেষবারের মতো দায়িত্বে থাকবেন। ইউক্রেন, আইসল্যান্ড ও আজারবাইজানের বিপক্ষে খেলতে হবে তাদের।
পর্তুগাল শুরু করছে আর্মেনিয়া ও হাঙ্গেরির বিপক্ষে। তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এখনো খেলবেন সামনে থেকে। দলের সবাই প্রয়াত দিয়েগো জোটার স্মৃতিকে প্রেরণা হিসেবে নিতে চায়।
জার্মানি নতুন কোচ জুলিয়ান নাগেলসমানের অধীনে খেলছে। তারা স্লোভাকিয়া ও নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে।
ইতালি আবারও কঠিন অবস্থায়। নরওয়ের কাছে হারের পর এবার নতুন কোচ গাত্তুসো দায়িত্ব নিয়েছেন। এস্তোনিয়া ও ইসরায়েলের সঙ্গে ম্যাচ দিয়ে তাদের পথচলা শুরু।
ইংল্যান্ড এখনো অপরাজিত। তারা আন্দোরা ও সার্বিয়ার বিপক্ষে খেলবে। অন্যদিকে সুইজারল্যান্ড-সুইডেন লড়াই করবে গ্রুপ বি-তে, আর বেলজিয়ামের চ্যালেঞ্জ নিতে চাইছে ওয়েলস।
সব মিলিয়ে ইউরোপীয় বাছাইপর্ব আবারও ভরিয়ে তুলবে উত্তেজনা, অনিশ্চয়তা আর বিশ্বকাপের রোমাঞ্চে।
- নাজমুল হোসেন
আজকের খেলাধুলার সরাসরি সম্প্রচারসূচি
আজ একাধিক শাখার আন্তর্জাতিক খেলা সরাসরি সম্প্রচারিত হবে টেলিভিশনের বিভিন্ন ক্রীড়াচ্যানেলে। ক্রিকেট, হকি এবং টেনিসপ্রেমীদের জন্য দিনটি বেশ ব্যস্তমুখর হতে যাচ্ছে।
ক্রিকেট
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচ সিরিজের তৃতীয় এবং শেষ টি–টোয়েন্টি অনুষ্ঠিত হবে আজ। সিরিজ নির্ধারণী এই ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস এবং নাগরিক টিভি সন্ধ্যা ৬টা থেকে। ক্রিকেটপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে বিশেষ আকর্ষণীয় লড়াই হয়ে উঠবে।
এছাড়া ইংল্যান্ডের ঘরোয়া টি–টোয়েন্টি প্রতিযোগিতা ভাইটালিটি ব্লাস্ট–এ আজ মুখোমুখি হবে সারে ও নর্দাম্পটনশায়ার। রাত ১১টা ৩০ মিনিট থেকে ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস ১–এ।
হকি
এশিয়া কাপ হকি–তে আজ তিনটি ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে।
- দুপুর ৩টা থেকে জাপান বনাম তাইপে ম্যাচ
- বিকেল ৫টা ৩০ মিনিটে মালয়েশিয়া বনাম চীন ম্যাচ
- রাত ৮টায় দিনশেষে মুখোমুখি হবে ভারত বনাম দক্ষিণ কোরিয়া।
তিনটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস ১।
টেনিস
আমেরিকার নিউইয়র্কে চলমান গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট ইউএস ওপেন–এর কোয়ার্টার ফাইনালের লড়াই আজ রাত ৯টা থেকে শুরু হবে। দর্শকরা ম্যাচগুলো সরাসরি দেখতে পারবেন স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ২ এবং স্টার সিলেক্ট ১ চ্যানেলে।
বিসিবি সভাপতি পদে দুই সাবেক অধিনায়কের লড়াই, প্যানেলে তামিম ইকবাল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দৃশ্যপট টি-টোয়েন্টি ক্রিকেটের মতো দ্রুত বদলাচ্ছে। প্রতিদিন, এমনকি প্রতি মুহূর্তে নতুন নতুন ঘটনা ঘটেই চলেছে।
আজ মঙ্গলবার বিকেলে সিলেটে জানা গেছে, বিসিবির নির্বাচনে অংশ নিতে আগ্রহী আমিনুল ইসলাম বুলবুল। অন্যদিকে, ঢাকায়ও নতুন খবর এসেছে: ক্লাবগুলোর পক্ষ থেকে একটি প্যানেল গঠনের তোড়জোড় চলছে, যার সম্ভাব্য সভাপতি হিসেবে তামিম ইকবালকে ভাবা হচ্ছে।
এই প্যানেলের ৮০ ভাগ প্রার্থী নাকি চূড়ান্ত হয়ে গেছে এবং এই প্যানেলে নেই প্রভাবশালী সংগঠক মাহবুব আনামসহ তিনজন উচ্চপদস্থ প্রার্থী। মাহবুব আনাম নিজে নির্বাচন না করার ঘোষণা দিলেও, তার নাম হিসাবের মধ্যে ছিল। তবে ২৪ ঘণ্টার মধ্যে পরিস্থিতি পাল্টে গেছে। জানা গেছে, শেষ পর্যন্ত তিনি নির্বাচনে থাকছেন না। শুধু তিনিই নন, ঢাকার ক্লাব কোটায় যে প্যানেল তৈরি হচ্ছে, তাতে অপর দুই পরিচিত মুখ লোকমান হোসেন ও লুৎফুর রহমান বাদলের নামও নেই। একইভাবে সালাউদ্দীন ও আদনান রহমান দিপনও এই সম্ভাব্য প্যানেলের বাইরে রয়েছেন।
জানা গেছে, এই প্রভাবশালী ব্যক্তিদের বাদ দিয়ে ইতোমধ্যে ১০ জন প্রার্থীর নাম নিশ্চিত করা হয়েছে। বাকিরা প্যানেলের বাইরে থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করতে পারেন।
সম্ভাব্য প্যানেলের সভাপতি হিসেবে তামিম ইকবালকেই বেছে নেওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে, আমিনুল ইসলাম বুলবুলের প্রতিদ্বন্দ্বী হিসেবে ঢাকার ক্লাব অঙ্গনে তামিম ছাড়া তেমন কোনো হাই প্রোফাইল প্রার্থী নেই। এ কারণে তুলনামূলক তরুণ ও প্রথমবারের মতো নির্বাচন করার আগ্রহ প্রকাশ করা তামিমকেই বেশিরভাগ ক্লাব ভবিষ্যতের সভাপতি হিসেবে পেতে চায়।
ধারণা করা হচ্ছে, বিসিবির সভাপতি পদে লড়াই হবে জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবালের মধ্যে। তামিমসহ তার প্যানেলে আরও ৯ জনের নাম চূড়ান্ত হয়েছে। তারা হলেন: আজিজ আল কায়সার টিটো, ফাহিম সিনহা, ইফতিখার রহমান মিঠু, রফিকুল ইসলাম বাবু, শাহনিয়ান তানিম, ইশতিয়াক সাদেক, ইশরাক হোসেন, মাসুদুজ্জামান এবং মঈন। বাকি দুটি পদের জন্য বোরহান হোসেন পাপ্পু ও জিয়াউর রহমান তপুসহ আরও কয়েকজনের নাম আলোচনায় রয়েছে।
/আশিক
নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টির মতোই দ্বিতীয় ম্যাচেও সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ১০৪ রানের ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমে ১৩তম ওভারের শুরুতেই জয় নিশ্চিত করে টাইগাররা। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করল লিটন দাসের দল।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস মাত্র ১০৩ রানে গুটিয়ে যায়। শুরু থেকেই বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে সফরকারীরা বিপর্যস্ত ছিল। বল হাতে সবচেয়ে সফল ছিলেন নাসুম আহমেদ, যিনি ৩টি উইকেট শিকার করেন। এছাড়াও মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ ২টি করে উইকেট নেন। তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী একটি করে উইকেট নিয়েছেন। ডাচদের পক্ষে সর্বোচ্চ ৩০ রান আসে আরিয়ান দত্তের ব্যাট থেকে।
জবাবে ১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ওপেনার পারভেজ হোসেন ইমন দ্রুত ২৩ রান করে ফিরে গেলেও অপরপ্রান্তে দৃঢ় ছিলেন তানজিদ হাসান তামিম। তিনি ৪০ বলে ৫৪ রানের একটি দারুণ ইনিংস খেলেন। অধিনায়ক লিটন দাস অপরাজিত ছিলেন ১৮ রানে। দুই ওপেনারের জুটি ভাঙার পর আর কোনো বিপদ হয়নি বাংলাদেশের। ১৩.১ ওভারেই ১০৪ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে টাইগাররা।
এই জয়ের ফলে সিরিজ নিশ্চিতের পাশাপাশি এশিয়া কাপের আগে আত্মবিশ্বাসও বাড়িয়ে নিল বাংলাদেশ। ব্যাটে-বলে দুর্দান্ত দলীয় পারফরম্যান্সই ছিল এই সাফল্যের মূল চাবিকাঠি।
সংক্ষিপ্ত স্কোর:
নেদারল্যান্ডস: ১০৩ (১৭.৩ ওভার) — নাসুম ৩/২১, মুস্তাফিজ ২/১৮, তাসকিন ২/২২
বাংলাদেশ: ১০৪/১ (১৩.১ ওভার) — তানজিদ ৫৪*, ইমন ২৩
/আশিক
নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নেওয়ার পর নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেওয়ার লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথম ম্যাচের মতোই ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস।
সিরিজ জয়ের এই ম্যাচে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। শরিফুল ইসলাম ও রিশাদ হোসেনের পরিবর্তে একাদশে ফিরেছেন নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।
অন্যদিকে, সিরিজ বাঁচানোর ম্যাচে নেদারল্যান্ডস তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। টিম প্রিঙ্গেলের বদলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার সিকান্দার জুলফিকার।
প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল। তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৩ সেপ্টেম্বর।
আজকের দুই দলের একাদশ
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।
নেদারল্যান্ডস: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, নোয়াহ ক্রোয়েস, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন, শারিজ আহমেদ, ড্যানিয়েল ডোরাম ও সিকান্দার জুলফিকার।
/আশিক
টি-টোয়েন্টিতে সাকিবের রেকর্ড ছুঁলেন লিটন, বাংলাদেশের সহজ জয়
নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। বোলিংয়ে দুর্দান্ত ছিলেন তাসকিন আহমেদ। এরপর ব্যাট হাতে দায়িত্বশীল অর্ধশতকে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক লিটন দাস। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। যদিও উইকেট ব্যাটিং সহায়ক ছিল, তবে শিশিরের কারণে বোলারদের জন্য কাজটা কঠিন হয়ে যায়। এ নিয়ে ম্যাচ শেষে অধিনায়ক লিটন বলেন, “শিশির বড় ফ্যাক্টর ছিল। তবে আমাদের বোলাররা দারুণ করেছে। তাসকিন, ফিজ (মুস্তাফিজুর রহমান) আর সাইফ—সবাই দুর্দান্ত বল করেছে। রিশাদ শিশিরের কারণে বল গ্রিপ করতে কষ্ট পেলেও বাকিরা দারুণ নিয়ন্ত্রণে রেখেছে।” তাসকিন আহমেদ এই ম্যাচে ২৮ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন এবং ম্যাচসেরার পুরস্কার জেতেন।
১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই তানজিদ তামিম ও পারভেজ ইমন দলকে ঝড়ো সূচনা এনে দেন। ইমন ফিরে গেলেও তানজিদ (২৯) ও লিটন দুর্দান্ত একটি জুটি গড়েন। তাদের ৬৬ রানের জুটি ভাঙার পর লিটন আরও আগ্রাসী হয়ে ওঠেন। তিনি ২৬ বলে ফিফটি স্পর্শ করেন, যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৩তম অর্ধশতক। এর মাধ্যমে তিনি টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি করার রেকর্ডে সাকিব আল হাসানকে ছুঁয়েছেন। সাকিব ১২৯ ম্যাচে ১৩টি হাফ সেঞ্চুরি করেছিলেন, আর লিটনের লেগেছে ১০৯টি ম্যাচ। শেষদিকে সাইফ হাসানের ১৯ বলে ৩ ছক্কায় ৩৬ রানের ক্যামিওতে বাংলাদেশ ৩৯ বল হাতে রেখেই সহজ জয় নিশ্চিত করে।
ম্যাচসেরা হওয়ার পর তাসকিন আহমেদ জানান, “এমন ম্যাচ দিয়ে সিরিজ শুরু করা দারুণ ব্যাপার। চোট থেকে ফেরার পর ছন্দে ফিরতে একটু সময় লাগছে, তবে ধীরে ধীরে ভালো লাগছে। ফিজিওর সঙ্গে কাজ করছি, প্রক্রিয়া মেনে এগোচ্ছি। কঠোর পরিশ্রম করলে ফল মিলবেই।”
সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ।
/আশিক
নেদারল্যান্ডসকে ১৩৬ রানে আটকে দিল টাইগাররা
নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তাসকিন-সাইফ-মুস্তাফিজদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করেছে সফরকারীরা। শনিবার সিলেটে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস। বল হাতে এদিন সবচেয়ে সফল ছিলেন তাসকিন। ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন চার উইকেট।
বাংলাদেশ দল নিজেদের সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচের একাদশ থেকে ৫টি পরিবর্তন নিয়ে এদিন মাঠে নামে। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই টাইগার বোলারদের ওপর আক্রমণাত্মক ব্যাটিং করে নেদারল্যান্ডস। তবে সে ধারা ধরে রাখতে পারেনি তারা।
দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারায় ডাচরা। ঝড়ো ব্যাটিং করা ম্যাক্স ও’দোদ ১৫ বলে ২৩ রান করে তাসকিনের শিকার হয়ে ফেরেন প্যাভিলিয়নে। এরপরই রান তোলার গতি ধীর হয়ে যায় নেদারল্যান্ডসের।
বল হাতে এদিন চমক দেখান দুই বছর পর দলে জায়গা পাওয়া সাইফ হাসান। প্রথমবার বল হাতে নিয়েই উইকেট শিকার করেন এই অলরাউন্ডার। ইনিংসের ১০তম আর নিজের প্রথম ওভারেই তুলে নেন দুই উইকেট। সাইফ সাজঘরে ফেরান তেজা নিদারামানুরু (২৬ বলে ২৬) ও স্কট এডওয়ার্ডসকে (৭ বলে ১২)। আর শরিজ আহমেদকে (১৪ বলে ১৫) প্যাভিলিয়নে ফেরান মুস্তাফিজ।
টাইগার বোলারদের দারুণ বোলিংয়ে নেদারল্যান্ডস থেমে যেতে পারতো১০০ রানের আশপাশেই। তবে অষ্টম উইকেটে ১৫ বলে ২৭ রানের জুটি করে পুঁজি কিছুটা বাড়িয়ে নেন ট্রিম প্রিংগেল ও আরিয়া দত্ত।
প্রিংগেল ১৪ বলে ১৬ রান করে ইনিংসের শেষ বলে রানআউট হন। ৮ বলে ১৩ রানে অপরাজিত থাকেন আরিয়ান। বল হাতে তাসকিন আহমেদ চার উইকেট ছাড়াও সাইফ হাসান ২টি, আর মুস্তাফিজুর রহমান নেন ১ উইকেট।
এশিয়া কাপের প্রস্তুতি: আজ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বাংলাদেশের কোচ ফিল সিমন্সের সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর নেদারল্যান্ডসের কোচ রায়ান কুককে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। ডাচ মিডিয়া ম্যানেজার কোরেভ রুডগার্ভস মজার ছলে বলেন, “আমি এরই মধ্যে তিন কিলোমিটার হেঁটেও কোচকে পাচ্ছি না। কেউ দেখেছেন নাকি?” এ কথা শুনে আশেপাশের সবাই হেসে উঠলেও, এই ঘটনা টি-টোয়েন্টি ক্রিকেটের বিনোদনমূলক দিকটিকেই তুলে ধরে। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই উপভোগের মন্ত্র নিয়েই নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।
নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজকে বাংলাদেশ দল তাদের আসন্ন এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে। সিলেটের ব্যাটিং সহায়ক উইকেটকে আবুধাবির কন্ডিশনের মতোই বিবেচনা করছেন অধিনায়ক লিটন দাস। তিনি আশা করছেন, এই সিরিজে বড় স্কোর করার অভ্যাস গড়ে তুলবে বাংলাদেশ।
ডাচদের লক্ষ্যও একই, সুযোগ কাজে লাগিয়ে নিজেদের প্রমাণ করা। তবে বাংলাদেশ কোচ ফিল সিমন্স প্রতিপক্ষকে দুর্বল দল হিসেবে দেখতে নারাজ। তিনি বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে ছোট দল বলে কিছু নেই। বাংলাদেশ অতীতে অনেক দলের বিপক্ষে হেরেছে, এটা নতুন কিছু নয়।”
বাংলাদেশ দল নিয়ে আলোচনা খুব বেশি না থাকলেও, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে হারের পর শ্রীলঙ্কা ও দেশের মাটিতে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। এই সিরিজেও তারা ভালো ক্রিকেট খেলার দিকেই মনোযোগ দিচ্ছে। দলে ফেরা নুরুল হাসান সোহান ও সাইফ হাসানকে নিয়েই শুধু কিছু কৌতূহল আছে।
কোচ ফিল সিমন্স বলেন, “হারলে সমালোচনা তো হবেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে গেলে আমাদের সমালোচনা হয়। তাই নিচের দিকে থাকা দলের বিপক্ষে হেরে যাওয়া খারাপ কিছু নয়। কারণ, আমরা যদি ভালো না খেলি, তাহলে সমালোচনা আমাদের প্রাপ্য। আমরা কীভাবে খেলি এবং কী মান নির্ধারণ করতে চাই, তা নিয়ে ভাবি। আমি নিশ্চিত যে আমরা যদি সেই স্তরে খেলি, তাহলে জিতব।”
ট্রফি উন্মোচনের জন্য ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস আগেই অপেক্ষায় ছিলেন। এরপর লিটন দাসও তার পেছনে সতীর্থদের অনুশীলনে রেখে চলে আসেন। দুই অধিনায়ক হাসিমুখে মাঠের মধ্যেই ট্রফি উন্মোচন করেন। ট্রফি উন্মোচনের মাঝেই মাঠের দিকে চোখ পড়লে দেখা যায়, জাকের আলী অনিক বড় বড় ছক্কা হাঁকাচ্ছেন। তার ছক্কার আওয়াজে শোনা যায়, ‘বল আসছে, সাবধান!’
সাধারণত সিলেটে বৃষ্টির পূর্বাভাস দেওয়া কঠিন, তবে আজ সামান্য বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
/আশিক
পাঠকের মতামত:
- ড. ইউনূসের নতুন ভিশন: সমুদ্রই হবে বিশ্বের পথে বাংলাদেশের মহাসড়ক
- মাতারবাড়ী-মহেশখালী হবে বাংলাদেশের সিঙ্গাপুর: আশিক চৌধুরী
- ড. ইউনূসকে সরাতে কঠোর আন্দোলন হতে পারে: জাহেদ উর রহমান
- সৌদি রাজতন্ত্রের অজানা অধ্যায়: ক্ষমতার জন্য বাবা ও ভাইদের ছাড় দিলেন না মোহাম্মদ বিন সালমান
- ইসি’র ঘোষণায় রাজনৈতিক মহলে জল্পনা: তাহলে কি আওয়ামী লীগ বাদ পড়তে যাচ্ছে?
- মহাকাশে ইসরায়েলের নতুন নজরদারি: উৎক্ষেপণ হলো ‘ওফেক-১৯’
- ডিএসই’র বাজার প্রতিবেদন: এক নজরে আজকের লেনদেন
- শেয়ারবাজারে আজ বড় লোকসান দিল যেসব কোম্পানি
- শেয়ারবাজারে ফিরল স্বস্তি, শীর্ষে থাকা কোম্পানির তালিকা প্রকাশ
- জাতীয় পার্টির পাশাপাশি জামায়াতকেও কাঠগড়ায় তুললেন রুমিন ফারহানা
- পিআর পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে রিজভী: ‘জনগণ তো এটা চায় না’
- নুরের ওপর হামলা প্রমাণ করে দেশ এখনও স্বৈরাচারমুক্ত নয়: দুদু
- অন্তর্বর্তী সরকার এখন বিএনপি ও জামায়াতের নির্দেশে চলছে: সামান্তা শারমিন
- চীনের সামরিক মহড়া: প্রকাশ্যে এলো নতুন পারমাণবিক অস্ত্র ও প্রযুক্তি
- ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত, নির্ধারিত তারিখেই ভোট
- ঢাকা স্টক এক্সচেঞ্জে ভ্যালু, ভলিউম ও ট্রেডে শীর্ষ ২০ কোম্পানি
- ডিএসই–৩০ সূচকের শীর্ষ কোম্পানিগুলোর লেনদেনের চিত্র
- বাংলাদেশি ওষুধের সাফল্য: যুক্তরাজ্যে রেনেটার নতুন পদচারণা
- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ২০২৪ সালের নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন
- বেইজিংয়ে একসাথে শি–পুতিন–কিম এর ঐতিহাসিক মুহূর্ত
- বলিউডের তারকাদের ফ্লোরাল ফ্যাশন: ঋতুভেদে সৌন্দর্যের নতুন সংজ্ঞা
- বান্দরবানে সেনা অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের ঘাঁটি দখল
- ঢাবি শিক্ষার্থী আলী হুসেনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
- বাঘি ৪: মরুভূমির বুকে হারনাজের আগুনঝরা রূপ
- সৌদি আরবে মূল পর্বের স্বপ্নে যাত্রা শুরু বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের
- পাকিস্তানে একদিনে তিন হামলা: নিহত অন্তত ২৫
- কাস্টমস-ভ্যাট-আয়করের জটিলতা সমাধানে এনবিআরের নতুন উদ্যোগ
- দেড় বছর পর ঢাকায় স্থায়ী রাষ্ট্রদূত পাচ্ছে যুক্তরাষ্ট্র
- রোনালদোর শেষ বিশ্বকাপ স্বপ্ন শুরু হচ্ছে
- শেয়ারবাজারে সূচকের উত্থান, লেনদেনে গতি
- যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের আস্থার শীর্ষে এএইচজেড
- মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী সম্পত্তি ভাগাভাগির নিয়ম
- লেনদেনহীন সকালে শেয়ারবাজারে নীরবতা নেমে এল
- নিউ লাইন ক্লোদিংস নিয়ে শেয়ারবাজারে নতুন প্রশ্ন
- জার্মানিতে নানা আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ইশরাক-চাশত-আওয়াবীন: কোন সময় কত রাকাআত পড়বেন?
- স্টার্ট-আপের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল
- গণপ্রতিনিধিত্ব আদেশে সংশোধনী, পালিয়ে থাকা নেতাদের জন্য কড়া নিয়ম
- নোয়াখালীর সাবেক চেয়ারম্যান মিজানুরের অবৈধ সম্পদের পাহাড়
- আজকের খেলাধুলার সরাসরি সম্প্রচারসূচি
- আমি বেঁচে আছি: ডোনাল্ড ট্রাম্প
- নুরুল হক নূর কে নিয়ে অন্তর্বর্তী সরকারের জরুরি নির্দেশ
- ভয়াবহতার রেশ কাটতে না কাটতেই আফগানিস্তানে ফের ভূমিকম্প
- সিলেটে জব্দ হওয়া সাদাপাথর এবার নিলামে
- ডিবি প্রধান হারুনকে ‘জ্বীন’ ডাকতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী: মামুন
- বিসিবি সভাপতি পদে দুই সাবেক অধিনায়কের লড়াই, প্যানেলে তামিম ইকবাল
- নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা
- অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুললেন এবি পার্টির চেয়ারম্যান
- আলোচনার টেবিলে ভিন্ন দাবি, নির্বাচনের পথে নতুন কোন সংকেত?
- ধর্ষণের হুমকি: ছাত্রশিবিরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন উমামা ফাতেমা
- জ্ঞান ফিরেছে নুরুল হক নুরের
- "জাতীয় নাগরিক পার্টি আসলে ইউনূসের দল, জামায়াতই দেশ চালাচ্ছে"
- ছেলের আত্মহত্যার জন্য দায়ী ChatGPT’: কাঠগড়ায় OpenAI
- যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের আস্থার শীর্ষে এএইচজেড
- ২৭ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ২৭ আগস্টের বন্ড মার্কেট আপডেট: কিছু বন্ডে দরপতন, বেশিরভাগই স্থবির
- ২৮ আগস্ট দরপতনের তালিকায় শীর্ষ ১০ কোম্পানি
- জুলাই সনদ নিয়ে মতভেদ চরমে, আজ তিন দলের সঙ্গে বৈঠক অন্তর্বর্তী সরকারের
- ১ সেপ্টেম্বর শেয়ারবাজারে দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৮ আগস্ট শীর্ষ ১০ গেইনার তালিকা
- ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেনের সামগ্রিক বিশ্লেষণ
- ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন: বাজারের সামগ্রিক বিশ্লেষণ
- ০১ সেপ্টেম্বর ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ডিএসই ব্লক মার্কেটে বড় লেনদেন
- প্রধান শিক্ষকের ফাঁদে পড়ে, ইংরেজী শিক্ষক এখন গরুর রাখাল