দুই বছরের কারাদণ্ড দেওয়া হলো সাদা পাথর লুটপাটে জড়িত ১৪ জনকে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২১ ০৯:৩৫:১৫
দুই বছরের কারাদণ্ড দেওয়া হলো সাদা পাথর লুটপাটে জড়িত ১৪ জনকে

সত্য নিউজ: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন স্পট সাদা পাথর এলাকায় পাথর লুটপাটে জড়িত থাকার দায়ে ১৪ জনকে ভ্রাম্যমাণ আদালত দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। একই অভিযানে লুটে ব্যবহৃত ৬০টি ইঞ্জিনচালিত নৌকা পানিতে ডুবিয়ে ধ্বংস করা হয়েছে।

২০ মে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার-এর নেতৃত্বে পরিচালিত হয় এই টাস্কফোর্স অভিযান। অভিযানে অংশ নেয় উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও আরএনবি সদস্যরা।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন: পিজুস কুমার দাস, রিপন মিয়া, মো. মুসা মিয়া, আরিফ মিয়া, মো. মোবারক হোসেন, হযরত আলী, মো. রাসেল মিয়া, মো. জসিম মিয়া, সামছুল হক, মো. শফিকুল ইসলাম, আলী হোসেন, রাজিব হোসেন, ফয়সল আহমদ ও দেলোয়ার হোসেন।

প্রচণ্ড বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ধলাই নদীর পানি হঠাৎ বেড়ে যায়। সুযোগ বুঝে স্থানীয় কিছু লোক ইঞ্জিনচালিত নৌকায় করে নদী থেকে অবৈধভাবে সাদা পাথর উত্তোলন করে। সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে প্রশাসনের দৃষ্টি পড়ে। দ্রুতগতিতে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক ও সাজা দেওয়া হয়।

অভিযানে অংশ নেওয়া এক কর্মকর্তার অভিযোগ, নদীর পাড়ে স্তূপ করা হাজার হাজার ঘনফুট সাদা পাথর এবং ট্রাকভর্তি পাথর প্রশাসনের নজর এড়ায়। যদিও সেগুলো জব্দ করার সুযোগ ছিল, কিন্তু তা করা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক সেই কর্মকর্তা বলেন, “নৌকাগুলো ধ্বংস করা হলেও পাথরের স্তূপ ও ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।”

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, “ইউএনও অভিযানের জন্য সকালে ফোর্স চেয়েছিলেন, আমি দিয়েছি। বিকেলে আরও চাইলেও পরে আর অভিযান চালানো হয়নি। পাথরবোঝাই ট্রাক আটকের বিষয়ে আমাকে কিছু বলা হয়নি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহার বলেন, “১৪ জনকে আটক করে দুবছরের সাজা দেওয়া হয়েছে। ব্যবহৃত নৌকাও ধ্বংস করা হয়েছে। তবে নদীর পাড়ের পাথরবোঝাই ট্রাক ধরার বিষয়ে ওসিকে জানানো হয়েছে।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ