চট্টগ্রাম বন্দরে আসছে বিশ্বসেরা অপারেটররা: বিডা

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ০৯ ১৬:৩৬:৩২
চট্টগ্রাম বন্দরে আসছে বিশ্বসেরা অপারেটররা: বিডা

সত্য নিউজ: চট্টগ্রাম বন্দর ও সংশ্লিষ্ট অবকাঠামোর সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে বিশ্বের শীর্ষ বন্দর অপারেটরদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বৃহস্পতিবার (৮ মে) চট্টগ্রাম বন্দরের অপারেশন কার্যক্রম, লালদিয়ার চর এবং বহুল প্রতীক্ষিত বে-টার্মিনাল প্রকল্প পরিদর্শন শেষে গণমাধ্যমে এসব তথ্য জানান তিনি।

আশিক চৌধুরী বলেন, “দেশের ভূমি ও বন্দর সক্ষমতাকে দক্ষ ও সর্বোত্তম উপায়ে ব্যবহারের মাধ্যমে সর্বোচ্চ অর্থনৈতিক ফলাফল নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এজন্য আমরা বিশ্বের সেরা অপারেটরদের বন্দর ব্যবস্থাপনায় আনছি।” তিনি আরও বলেন, “বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য চট্টগ্রাম বন্দরকে আরও কার্যকর ও আধুনিক করা এখন সময়ের দাবি।”

বন্দর পরিচালনায় বিদেশি অপারেটরের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “বিশ্বের অনেক উন্নত দেশেই বন্দরের টার্মিনাল অপারেশন বৈশ্বিক অপারেটরদের মাধ্যমে চলে, তাতে নিরাপত্তা বিঘ্নিত হয় না বরং সক্ষমতা বাড়ে।”

বেজা চেয়ারম্যান জানান, বে-টার্মিনাল নির্মাণে দুটি বিদেশি কোম্পানি ২০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। এটি চালু হলে চট্টগ্রাম অঞ্চলজুড়ে একটি বড় অর্থনৈতিক পরিবর্তনের সূচনা হবে। তার মতে, এই প্রকল্প ২০৩০ সালের মধ্যে বাস্তবায়ন হলে, অঞ্চলটি দক্ষিণ এশিয়ার অন্যতম একটি “ম্যানুফ্যাকচারিং ও ট্রানজিট হাবে” পরিণত হবে।

চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান জানান, “বে-টার্মিনালে মাদার ভেসেল সরাসরি নোঙর করতে পারবে। এতে শুধু সরাসরি ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে না, বরং পরোক্ষভাবে লক্ষাধিক মানুষের জীবিকার সুযোগ তৈরি হবে।”

পরিদর্শন শেষে বিকেলে হোটেল রেডিসন ব্লু বে ভিউতে চট্টগ্রামের ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে বন্দর ব্যবস্থাপনায় স্বচ্ছতা, গতি ও প্রযুক্তিনির্ভর আধুনিকীকরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এই উদ্যোগকে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বাংলাদেশকে আঞ্চলিক বাণিজ্য কেন্দ্রে পরিণত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ